নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলিংয়ের সঙ্গে রয়েছে বাউন্সার। ২২ বছর বয়সী বাংলাদেশের এই পেসারকে মোকাবিলা করতে রীতিমতো হাঁপিয়ে ওঠেন ব্যাটাররা।
বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ সিরিজ পরশু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে। বাংলাদেশের অন্যান্য সিরিজ বা টুর্নামেন্টের মতো জিম্বাবুয়ে সিরিজের আগেও নাহিদ রানাকে নিয়ে চলছে আলাপ-আলোচনা। সিরিজ শুরুর আগেই বাংলাদেশের এই পেসারের উদ্দেশ্যে হুংকার ছাড়ল জিম্বাবুয়ে। সিলেটে আজ জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা শন উইলিয়ামস বলেন, ‘নাহিদ রানাকে খেলতে আমরা প্রস্তুত। আমাদের যে বোলিং মেশিন আছে, সেটা মানুষের চেয়েও বেশি গতিতে বোলিং করতে পারে। এটা দারুণ ব্যাপার হবে।’
জিম্বাবুয়ে সিরিজে নাহিদ রানার সঙ্গে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিবরা। যাঁদের মধ্যে তানজিম সাকিবের টেস্টে এখনো অভিষেক হয়নি। তবে সুযোগ পেলে গতির সঙ্গে নিখুঁত লাইন লেংথে ব্যাটারদের কতটা কাবু করতে পারেন, সেটা আগেই তিনি দেখিয়েছেন। এছাড়া ২০২৪ সাল থেকেই বাংলাদেশের পেসাররা টেস্টে আলো ছড়াচ্ছেন। হাসান গত বছর ৯ টেস্টে নিয়েছেন ৩০ উইকেট। পাকিস্তান, ভারতের মতো দলের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে।
নাহিদ রানারও টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে। জ্যামাইকায় গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে টেস্টে তিনি এই কীর্তি গড়েছেন, সেই টেস্ট বাংলাদেশ জেতে ১০১ রানে। বাংলাদেশের পেসারদের প্রশংসা করে উইলিয়ামস বলেন, ‘তারা দুর্দান্ত। বছরের পর বছর ধরে তাদের দেখছি আমি। কয়েকজন পেসারের মধ্য থেকে দল তৈরি করে তারা। এমনটা আসলেই অসাধারণ। অনেকেই জোরে বোলিং করতে পারে।’
পেস বোলিং আক্রমণে দুই অভিজ্ঞ ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভার সঙ্গে থাকছেন ভিক্টর নুয়াচি, ট্রেভর গুয়ান্দুরা। মুজারাবানি, এনগারাভা আন্তর্জাতিক ক্রিকেটে ১০০-এর বেশি ম্যাচ খেললেও নুয়াচি, গুয়ান্দু জিম্বাবুয়ের জার্সিতে খেলেছেন ২১ ও ২৩ ম্যাচ। নিজেদের পেস বোলিং আক্রমণ নিয়ে কথা বলতে গিয়ে উইলিয়ামস বলেন, ‘আমাদেরও কিছু তরুণ পেসার আছে। তাদের স্কিলও ভালো।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৮ ম্যাচে। বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন টেস্ট পরিত্যক্ত। সবশেষ তারা টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে হারারেতে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
আরও পড়ুন:

বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলিংয়ের সঙ্গে রয়েছে বাউন্সার। ২২ বছর বয়সী বাংলাদেশের এই পেসারকে মোকাবিলা করতে রীতিমতো হাঁপিয়ে ওঠেন ব্যাটাররা।
বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ সিরিজ পরশু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে। বাংলাদেশের অন্যান্য সিরিজ বা টুর্নামেন্টের মতো জিম্বাবুয়ে সিরিজের আগেও নাহিদ রানাকে নিয়ে চলছে আলাপ-আলোচনা। সিরিজ শুরুর আগেই বাংলাদেশের এই পেসারের উদ্দেশ্যে হুংকার ছাড়ল জিম্বাবুয়ে। সিলেটে আজ জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা শন উইলিয়ামস বলেন, ‘নাহিদ রানাকে খেলতে আমরা প্রস্তুত। আমাদের যে বোলিং মেশিন আছে, সেটা মানুষের চেয়েও বেশি গতিতে বোলিং করতে পারে। এটা দারুণ ব্যাপার হবে।’
জিম্বাবুয়ে সিরিজে নাহিদ রানার সঙ্গে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিবরা। যাঁদের মধ্যে তানজিম সাকিবের টেস্টে এখনো অভিষেক হয়নি। তবে সুযোগ পেলে গতির সঙ্গে নিখুঁত লাইন লেংথে ব্যাটারদের কতটা কাবু করতে পারেন, সেটা আগেই তিনি দেখিয়েছেন। এছাড়া ২০২৪ সাল থেকেই বাংলাদেশের পেসাররা টেস্টে আলো ছড়াচ্ছেন। হাসান গত বছর ৯ টেস্টে নিয়েছেন ৩০ উইকেট। পাকিস্তান, ভারতের মতো দলের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে।
নাহিদ রানারও টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে। জ্যামাইকায় গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে টেস্টে তিনি এই কীর্তি গড়েছেন, সেই টেস্ট বাংলাদেশ জেতে ১০১ রানে। বাংলাদেশের পেসারদের প্রশংসা করে উইলিয়ামস বলেন, ‘তারা দুর্দান্ত। বছরের পর বছর ধরে তাদের দেখছি আমি। কয়েকজন পেসারের মধ্য থেকে দল তৈরি করে তারা। এমনটা আসলেই অসাধারণ। অনেকেই জোরে বোলিং করতে পারে।’
পেস বোলিং আক্রমণে দুই অভিজ্ঞ ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভার সঙ্গে থাকছেন ভিক্টর নুয়াচি, ট্রেভর গুয়ান্দুরা। মুজারাবানি, এনগারাভা আন্তর্জাতিক ক্রিকেটে ১০০-এর বেশি ম্যাচ খেললেও নুয়াচি, গুয়ান্দু জিম্বাবুয়ের জার্সিতে খেলেছেন ২১ ও ২৩ ম্যাচ। নিজেদের পেস বোলিং আক্রমণ নিয়ে কথা বলতে গিয়ে উইলিয়ামস বলেন, ‘আমাদেরও কিছু তরুণ পেসার আছে। তাদের স্কিলও ভালো।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৮ ম্যাচে। বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন টেস্ট পরিত্যক্ত। সবশেষ তারা টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে হারারেতে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
আরও পড়ুন:

জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
৪০ মিনিট আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে