ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ শুরু হতে ১৫ দিনও বাকি নেই। দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। শক্তিশালী দল নিয়েই এবার বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে।
ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। অনভিষিক্ত একমাত্র ক্রিকেটার লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। তাফাদজোয়া টিসিগা দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। ওয়েলিংটন মাসকাদজা এ বছর জিম্বাবুয়ের জার্সিতে খেললেও টেস্টে সবশেষ খেলেছেন ২০২৩ সালে। চোটের ধাক্কা সামলে ফিট হয়ে উঠেছেন অলরাউন্ডার শন উইলিয়ামস।
ব্যাটিং লাইনআপে আরভিন, উইলিয়ামসের পাশাপাশি থাকছেন জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্রায়ান বেনেট, ওয়েসলি মাধেভেরের মতো ক্রিকেটাররা। পেস বোলিং আক্রমণে দুই তারকা ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভার সঙ্গে থাকছেন ভিক্টর নুয়াচি, ট্রেভর গুয়ান্দুরা। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সিগার সঙ্গে থাকছেন নিয়াশা মায়াভো।
জিম্বাবুয়ে সবশেষ টেস্ট খেলেছে এ বছরের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশ ম্যাচের দল থেকে তিন পরিবর্তন এসেছে বাংলাদেশ সিরিজের দলে। জয়লর্ড গাম্বি, নিউমান নিয়ামহুরি আয়ারল্যান্ডের বিপক্ষে দলে থাকলেও বাংলাদেশ সিরিজে জায়গা হয়নি। আইরিশদের বিপক্ষে আরভিন না থাকায় তখন অধিনায়ক ছিলেন ক্যাম্পবেল। এ ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষেই টেস্টে অভিষেক হয়েছিল নিক ওয়েলচের। বাংলাদেশ সিরিজের দলেও আছেন ওয়েলচ।
২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই দুই দল সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ের দল
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ শুরু হতে ১৫ দিনও বাকি নেই। দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। শক্তিশালী দল নিয়েই এবার বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে।
ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। অনভিষিক্ত একমাত্র ক্রিকেটার লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। তাফাদজোয়া টিসিগা দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। ওয়েলিংটন মাসকাদজা এ বছর জিম্বাবুয়ের জার্সিতে খেললেও টেস্টে সবশেষ খেলেছেন ২০২৩ সালে। চোটের ধাক্কা সামলে ফিট হয়ে উঠেছেন অলরাউন্ডার শন উইলিয়ামস।
ব্যাটিং লাইনআপে আরভিন, উইলিয়ামসের পাশাপাশি থাকছেন জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্রায়ান বেনেট, ওয়েসলি মাধেভেরের মতো ক্রিকেটাররা। পেস বোলিং আক্রমণে দুই তারকা ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভার সঙ্গে থাকছেন ভিক্টর নুয়াচি, ট্রেভর গুয়ান্দুরা। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সিগার সঙ্গে থাকছেন নিয়াশা মায়াভো।
জিম্বাবুয়ে সবশেষ টেস্ট খেলেছে এ বছরের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশ ম্যাচের দল থেকে তিন পরিবর্তন এসেছে বাংলাদেশ সিরিজের দলে। জয়লর্ড গাম্বি, নিউমান নিয়ামহুরি আয়ারল্যান্ডের বিপক্ষে দলে থাকলেও বাংলাদেশ সিরিজে জায়গা হয়নি। আইরিশদের বিপক্ষে আরভিন না থাকায় তখন অধিনায়ক ছিলেন ক্যাম্পবেল। এ ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষেই টেস্টে অভিষেক হয়েছিল নিক ওয়েলচের। বাংলাদেশ সিরিজের দলেও আছেন ওয়েলচ।
২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই দুই দল সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ের দল
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
২ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
৩ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট মাসে জিম্বাবুয়ে
৩ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৪ ঘণ্টা আগে