
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিয়ে বেশ ‘মাইন্ড গেম’ খেলেছিল শ্রীলঙ্কা। সাধারণত স্বাগতিক দল হিসেবে সুবিধা নিতে যেটা বাংলাদেশের করার কথা সেটা করেছিল লঙ্কানরা। তবে সেই নাটকের অবশ্য সমাপ্তি আসে সিরিজের প্রথম ওয়ানডের শুরুর একদিন আগে। দেরিতে দল ঘোষণা নিয়ে অবশ্য তেমন কোনো কারণ দেখায়নি তারা। তবে এবার টেস্ট সিরিজ আগেভাগেই ঘোষণা করে দিল লঙ্কানরা। আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার নির্বাচক কমিটি সিলেট ও চট্টগ্রাম টেস্টের জন্য দল ঘোষণা করে।
চট্টগ্রামে ওয়ানডে সিরিজ হারের ক্ষত তরতাজা থাকতেই ১৭ সদস্যের দল দিল সফরকারীরা। টেস্ট দলের নেতৃত্বের ভার থাকছে ধনাঞ্জয়া ডি সিলভার কাঁধে। দলে আছেন দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমালের মতন অভিজ্ঞরা। অবসর ভেঙে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গাও। এই অলরাউন্ডার গত বছর আগস্ট টেস্টকে বিদায় জানিয়েছিলেন।
বাংলাদেশ সফরে সিলেটে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও চট্টগ্রামে একই ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। তবে সিরিজের প্রথম টেস্ট খেলতে আবারও সিলেটে ফিরছে লঙ্কানরা। ২২ মার্চ হবে প্রথম টেস্ট। এই টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশও। নতুন মুখ পেসার নাহিদ রানা। দুই দলের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ মার্চ থেকে।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্দিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাত জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিতা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেকারা।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিয়ে বেশ ‘মাইন্ড গেম’ খেলেছিল শ্রীলঙ্কা। সাধারণত স্বাগতিক দল হিসেবে সুবিধা নিতে যেটা বাংলাদেশের করার কথা সেটা করেছিল লঙ্কানরা। তবে সেই নাটকের অবশ্য সমাপ্তি আসে সিরিজের প্রথম ওয়ানডের শুরুর একদিন আগে। দেরিতে দল ঘোষণা নিয়ে অবশ্য তেমন কোনো কারণ দেখায়নি তারা। তবে এবার টেস্ট সিরিজ আগেভাগেই ঘোষণা করে দিল লঙ্কানরা। আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার নির্বাচক কমিটি সিলেট ও চট্টগ্রাম টেস্টের জন্য দল ঘোষণা করে।
চট্টগ্রামে ওয়ানডে সিরিজ হারের ক্ষত তরতাজা থাকতেই ১৭ সদস্যের দল দিল সফরকারীরা। টেস্ট দলের নেতৃত্বের ভার থাকছে ধনাঞ্জয়া ডি সিলভার কাঁধে। দলে আছেন দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমালের মতন অভিজ্ঞরা। অবসর ভেঙে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গাও। এই অলরাউন্ডার গত বছর আগস্ট টেস্টকে বিদায় জানিয়েছিলেন।
বাংলাদেশ সফরে সিলেটে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও চট্টগ্রামে একই ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। তবে সিরিজের প্রথম টেস্ট খেলতে আবারও সিলেটে ফিরছে লঙ্কানরা। ২২ মার্চ হবে প্রথম টেস্ট। এই টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশও। নতুন মুখ পেসার নাহিদ রানা। দুই দলের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ মার্চ থেকে।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্দিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাত জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিতা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেকারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৬ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৯ ঘণ্টা আগে