
ঢাকা: দ্বিতীয় টেস্টে স্পিনেই নাকাল হয়েছে বাংলাদেশ। আরও নির্দিষ্ট করে বললে প্রবীন জয়াবিক্রমাই বেশি ভুগিয়েছেন। লঙ্কান বাঁহাতি স্পিনার অভিষেক টেস্টেই পেয়েছেন ১১ উইকেট। দুর্দান্ত বোলিং করেছেন অফ স্পিনার রমেশ মেন্ডিসও। দুই ইনিংস মিলে এই দুজনের শিকার ১৮ উইকেট। সেখানে বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজের শিকার ৯ উইকেট। তবুও স্পিনারদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক।
পরিসংখ্যানই বলে দিচ্ছে শ্রীলঙ্কান স্পিনারের চেয়ে বাংলাদেশের স্পিনাররা পিছিয়ে। তবুও ম্যাচশেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক বলছেন, তাঁরা স্পিনাররা যথেষ্ট ভালো করেছেন, ‘এমন উইকেটে আসলে বেশি স্পিনার লাগে না। দুই স্পিনার যথেষ্ট। আমাদের দুজন স্পিনারই ভালো বোলিং করেছে।’
লঙ্কান স্পিনারদের তুলনায় উইকেটশিকারে পিছিয়ে থাকলেও মুমিনুল মনে করছেন রান আটকানোর কাজটা ঠিকঠাকই করেছেন বাংলাদেশের স্পিনাররা। বাংলাদেশ অধিনায়কের চোখে স্পিনারদের পারফরম্যান্স ধরা দিয়েছে এভাবে, ‘এমন উইকেটে আসলে ব্যাটসম্যানকে সহজে আউট করতে না পারলে রান আটকানোটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের স্পিনাররা সেই কাজটা ভালোমতোই করছে । বিশেষ করে দ্বিতীয় ইনিংসে তাইজুল দুর্দান্ত ছিল।’
মুমিনুল অবশ্য এই কথাও মনে করিয়ে দিয়েছেন, এই পারফরম্যান্সে যথেষ্ট নয়, তাঁদের আরও ভালো করার জায়গা আছে। সিরিজটা হারলেও অনেক ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক, ‘সিরিজ হেরেছি মানে সব হেরেছি, তা নয়। এখানে ইতিবাচক অনেক কিছু আছে। তামিম ভাই দুটো ৯০ পেরোনো ইনিংস খেলেছেন। একটা ৭০ পেরোনো ইনিংস খেলেছেন। শান্ত (নাজমুল) ভালো ব্যাটিং করেছে। তাসকিন ভালো বোলিং করেছে। অনেক ইতিবাচক দিক আছে এই সিরিজে।’

ঢাকা: দ্বিতীয় টেস্টে স্পিনেই নাকাল হয়েছে বাংলাদেশ। আরও নির্দিষ্ট করে বললে প্রবীন জয়াবিক্রমাই বেশি ভুগিয়েছেন। লঙ্কান বাঁহাতি স্পিনার অভিষেক টেস্টেই পেয়েছেন ১১ উইকেট। দুর্দান্ত বোলিং করেছেন অফ স্পিনার রমেশ মেন্ডিসও। দুই ইনিংস মিলে এই দুজনের শিকার ১৮ উইকেট। সেখানে বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজের শিকার ৯ উইকেট। তবুও স্পিনারদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক।
পরিসংখ্যানই বলে দিচ্ছে শ্রীলঙ্কান স্পিনারের চেয়ে বাংলাদেশের স্পিনাররা পিছিয়ে। তবুও ম্যাচশেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক বলছেন, তাঁরা স্পিনাররা যথেষ্ট ভালো করেছেন, ‘এমন উইকেটে আসলে বেশি স্পিনার লাগে না। দুই স্পিনার যথেষ্ট। আমাদের দুজন স্পিনারই ভালো বোলিং করেছে।’
লঙ্কান স্পিনারদের তুলনায় উইকেটশিকারে পিছিয়ে থাকলেও মুমিনুল মনে করছেন রান আটকানোর কাজটা ঠিকঠাকই করেছেন বাংলাদেশের স্পিনাররা। বাংলাদেশ অধিনায়কের চোখে স্পিনারদের পারফরম্যান্স ধরা দিয়েছে এভাবে, ‘এমন উইকেটে আসলে ব্যাটসম্যানকে সহজে আউট করতে না পারলে রান আটকানোটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের স্পিনাররা সেই কাজটা ভালোমতোই করছে । বিশেষ করে দ্বিতীয় ইনিংসে তাইজুল দুর্দান্ত ছিল।’
মুমিনুল অবশ্য এই কথাও মনে করিয়ে দিয়েছেন, এই পারফরম্যান্সে যথেষ্ট নয়, তাঁদের আরও ভালো করার জায়গা আছে। সিরিজটা হারলেও অনেক ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক, ‘সিরিজ হেরেছি মানে সব হেরেছি, তা নয়। এখানে ইতিবাচক অনেক কিছু আছে। তামিম ভাই দুটো ৯০ পেরোনো ইনিংস খেলেছেন। একটা ৭০ পেরোনো ইনিংস খেলেছেন। শান্ত (নাজমুল) ভালো ব্যাটিং করেছে। তাসকিন ভালো বোলিং করেছে। অনেক ইতিবাচক দিক আছে এই সিরিজে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
২২ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
৩১ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে