
চেমসফোর্ডে বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। ধারণা করা হয়েছিল, বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে। শেষ পর্যন্ত তা-ই হয়েছে। গতকাল অবশ্য নির্দিষ্ট সময়েই ম্যাচটি শুরু হয়েছিল। কিন্তু শুরু হলেও শেষটা আর দেখা যায়নি।
প্রথম ওয়ানডে ভেস্তে গেলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে খুশি হাসান মাহমুদ। গতকাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর এমনটিই জানিয়েছেন বাংলাদেশি পেসার। সঙ্গে গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদকে ইংল্যান্ডের কন্ডিশনে মিস করছেন বলেও জানিয়েছেন ২৩ বছর বয়সী এই পেসার।
প্রথমে ব্যাটিং করে মুশফিকুর রহিমের ফিফটিতে বাংলাদেশ ৯ উইকেটে ২৪৬ রান করে। এই রানে প্রতিপক্ষকে আটকাতে বোলিংয়ে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশের বোলাররা। ৬৩ রানের মধ্যেই আয়ারল্যান্ডের ৩ উইকেট নেন তাঁরা। বোলিংয়ের সময় নিজেদের পরিকল্পনা নিয়ে হাসান বলেছেন, ‘ফোর্থ থেকে ফিফথ স্টাম্পে ওদের বল করা, স্টাম্প টু স্টাম্প বল করা, জায়গা না দেওয়া, যতটুকু সম্ভব স্টাম্পে বল করা, সুইং ও নতুন বলের ব্যবহার করতে পারা। আমি ও শরিফুল মোটামুটি খুব ভালো শুরু করেছিলাম। ওদের ২টা উইকেট পড়েছে আমাদের স্পেলে, পরে তাইজুল ভাই একটা নিয়েছেন। আমরা খুবই ভালো অবস্থায় ছিলাম।’
ইংল্যান্ডের কন্ডিশনে প্রথমবারের মতো খেলতে যাওয়া হাসান নিজেদের বোলিং আক্রমণকে সবকিছু মিলিয়ে খুব ভালো হিসেবে দাবি করেছেন। সঙ্গে তাসকিনকে মিস করার বিষয়ে তিনি বলেছেন, ‘শুরুতে বলি, আমি ও শরিফুল আজকে ভালো একটা শুরু করেছি। যদিও আমরা দুজনেই চোটের মধ্যে ছিলাম কিছু সময়। এখন আমরা মোটামুটি ফিট আছি। আর তাসকিন ভাই যেহেতু চোটে, উনি আবার কামব্যাক করবেন ইনশা আল্লাহ। উনাকে মিস করছিলাম আজকে। ওভার অল বলতে গেলে আমার পেস বোলিং ইউনিট খুব ভালো। এবাদত ভাই, মোস্তাফিজ ভাই বলেন, তাসকিন ভাই, সবাই একটা রিদমে আছেন। সবাই মিলে চেষ্টা করব বাংলাদেশ দলের জন্য একটা ইউনিট হিসেবে কাজ করতে। এর জন্য সবাই দোয়া করবেন।’

চেমসফোর্ডে বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। ধারণা করা হয়েছিল, বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে। শেষ পর্যন্ত তা-ই হয়েছে। গতকাল অবশ্য নির্দিষ্ট সময়েই ম্যাচটি শুরু হয়েছিল। কিন্তু শুরু হলেও শেষটা আর দেখা যায়নি।
প্রথম ওয়ানডে ভেস্তে গেলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে খুশি হাসান মাহমুদ। গতকাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর এমনটিই জানিয়েছেন বাংলাদেশি পেসার। সঙ্গে গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদকে ইংল্যান্ডের কন্ডিশনে মিস করছেন বলেও জানিয়েছেন ২৩ বছর বয়সী এই পেসার।
প্রথমে ব্যাটিং করে মুশফিকুর রহিমের ফিফটিতে বাংলাদেশ ৯ উইকেটে ২৪৬ রান করে। এই রানে প্রতিপক্ষকে আটকাতে বোলিংয়ে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশের বোলাররা। ৬৩ রানের মধ্যেই আয়ারল্যান্ডের ৩ উইকেট নেন তাঁরা। বোলিংয়ের সময় নিজেদের পরিকল্পনা নিয়ে হাসান বলেছেন, ‘ফোর্থ থেকে ফিফথ স্টাম্পে ওদের বল করা, স্টাম্প টু স্টাম্প বল করা, জায়গা না দেওয়া, যতটুকু সম্ভব স্টাম্পে বল করা, সুইং ও নতুন বলের ব্যবহার করতে পারা। আমি ও শরিফুল মোটামুটি খুব ভালো শুরু করেছিলাম। ওদের ২টা উইকেট পড়েছে আমাদের স্পেলে, পরে তাইজুল ভাই একটা নিয়েছেন। আমরা খুবই ভালো অবস্থায় ছিলাম।’
ইংল্যান্ডের কন্ডিশনে প্রথমবারের মতো খেলতে যাওয়া হাসান নিজেদের বোলিং আক্রমণকে সবকিছু মিলিয়ে খুব ভালো হিসেবে দাবি করেছেন। সঙ্গে তাসকিনকে মিস করার বিষয়ে তিনি বলেছেন, ‘শুরুতে বলি, আমি ও শরিফুল আজকে ভালো একটা শুরু করেছি। যদিও আমরা দুজনেই চোটের মধ্যে ছিলাম কিছু সময়। এখন আমরা মোটামুটি ফিট আছি। আর তাসকিন ভাই যেহেতু চোটে, উনি আবার কামব্যাক করবেন ইনশা আল্লাহ। উনাকে মিস করছিলাম আজকে। ওভার অল বলতে গেলে আমার পেস বোলিং ইউনিট খুব ভালো। এবাদত ভাই, মোস্তাফিজ ভাই বলেন, তাসকিন ভাই, সবাই একটা রিদমে আছেন। সবাই মিলে চেষ্টা করব বাংলাদেশ দলের জন্য একটা ইউনিট হিসেবে কাজ করতে। এর জন্য সবাই দোয়া করবেন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২৬ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে