
ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের লড়াই জমলেও কথার লড়াই এখন খুব একটা দেখা যায় না, আগে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে যা অহরহই ঘটত। এবারের এশিয়া কাপে ভারতের সেই জায়গাটা নিয়েছে আফগানিস্তান।
সুপার ফোরের ম্যাচে দুই দলের মধ্যে মাঠে ও মাঠের বাইরে সব জায়গায় উত্তাপটা ছড়িয়ে পড়েছে। ম্যাচের শেষ দিকে পাকিস্তানি ব্যাটার আসিফ আলী ও আফগানিস্তান পেসার ফরিদ আহমেদের মধ্যে ধাক্কাধাক্কি দিয়ে উত্তাপটা শুরু, যার রেশ ছড়িয়ে পড়েছে পুরো স্টেডিয়ামে। সবকিছু মিলিয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগ করার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আইসিসি লিখিত অভিযোগ পাওয়ার আগে অবশ্য মাঠে ঘটে যাওয়া দুই ক্রিকেটারকে শাস্তি দিয়েছে। অবশ্য আসিফ ও ফরিদকে খুব বড় ধরনের শাস্তি পেতে হয়নি। লেভেল ওয়ানের অপরাধের দায়ে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সাজা দুই ক্রিকেটারই মেনে নিয়েছেন।
এশিয়া কাপে গত বুধবার সুপার ফোরে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-আফগানিস্তান। শেষ ওভারে বোলার নাসিম শাহ প্রথম দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে সেই ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটের জয় এনে দেন। এমন রোমাঞ্চকর জয়ের আগে অবশ্য ১৯তম ওভারে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন আসিফ ও ফরিদ। আসিফ যখন জয় ছিনিয়ে নিচ্ছিলেন, তখনই ফরিদ বাউন্সারে আউট করেন আসিফকে। এরপর হাওয়ায় ঘুষি মেরে উদ্যাপন শুরু করেন পাকিস্তানি ব্যাটারের কাছাকাছি এসে। এটা দেখে আসিফ ক্ষুব্ধ হয়ে ধাক্কা মারেন ফরিদকে। পরে তাঁকেও ধাক্কা মারেন ফরিদ। এ সময় আফগানিস্তানি বোলার বাড়তি কিছু বললে আসিফ তাঁকে ব্যাট দিয়ে মারতে উদ্যত হন। মার অবশ্য দিতে পারেননি, ততক্ষণে আম্পায়ার ও দুই দলের ক্রিকেটাররা এসে থামিয়ে দেন দুজনকে।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, খেলোয়াড় আচরণবিধির ২.৬ ধারাটি ভঙ্গ করেছেন আসিফ। ধারাটি হচ্ছে, আন্তর্জাতিক ম্যাচের সময় অশ্লীল, আক্রমণাত্মক অথবা অপমানজনক অঙ্গভঙ্গি সম্পর্কিত। আর ফরিদকে অভিযুক্ত করা হয়েছে ২.১. ১২ ধারায়। এই ধারা হচ্ছে, ম্যাচের সময় খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা দর্শকসহ অন্য যেকোনো ব্যক্তির সঙ্গে অনুচিত শারীরিক সংযোগ সম্পর্কিত।

ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের লড়াই জমলেও কথার লড়াই এখন খুব একটা দেখা যায় না, আগে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে যা অহরহই ঘটত। এবারের এশিয়া কাপে ভারতের সেই জায়গাটা নিয়েছে আফগানিস্তান।
সুপার ফোরের ম্যাচে দুই দলের মধ্যে মাঠে ও মাঠের বাইরে সব জায়গায় উত্তাপটা ছড়িয়ে পড়েছে। ম্যাচের শেষ দিকে পাকিস্তানি ব্যাটার আসিফ আলী ও আফগানিস্তান পেসার ফরিদ আহমেদের মধ্যে ধাক্কাধাক্কি দিয়ে উত্তাপটা শুরু, যার রেশ ছড়িয়ে পড়েছে পুরো স্টেডিয়ামে। সবকিছু মিলিয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগ করার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আইসিসি লিখিত অভিযোগ পাওয়ার আগে অবশ্য মাঠে ঘটে যাওয়া দুই ক্রিকেটারকে শাস্তি দিয়েছে। অবশ্য আসিফ ও ফরিদকে খুব বড় ধরনের শাস্তি পেতে হয়নি। লেভেল ওয়ানের অপরাধের দায়ে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সাজা দুই ক্রিকেটারই মেনে নিয়েছেন।
এশিয়া কাপে গত বুধবার সুপার ফোরে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-আফগানিস্তান। শেষ ওভারে বোলার নাসিম শাহ প্রথম দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে সেই ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটের জয় এনে দেন। এমন রোমাঞ্চকর জয়ের আগে অবশ্য ১৯তম ওভারে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন আসিফ ও ফরিদ। আসিফ যখন জয় ছিনিয়ে নিচ্ছিলেন, তখনই ফরিদ বাউন্সারে আউট করেন আসিফকে। এরপর হাওয়ায় ঘুষি মেরে উদ্যাপন শুরু করেন পাকিস্তানি ব্যাটারের কাছাকাছি এসে। এটা দেখে আসিফ ক্ষুব্ধ হয়ে ধাক্কা মারেন ফরিদকে। পরে তাঁকেও ধাক্কা মারেন ফরিদ। এ সময় আফগানিস্তানি বোলার বাড়তি কিছু বললে আসিফ তাঁকে ব্যাট দিয়ে মারতে উদ্যত হন। মার অবশ্য দিতে পারেননি, ততক্ষণে আম্পায়ার ও দুই দলের ক্রিকেটাররা এসে থামিয়ে দেন দুজনকে।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, খেলোয়াড় আচরণবিধির ২.৬ ধারাটি ভঙ্গ করেছেন আসিফ। ধারাটি হচ্ছে, আন্তর্জাতিক ম্যাচের সময় অশ্লীল, আক্রমণাত্মক অথবা অপমানজনক অঙ্গভঙ্গি সম্পর্কিত। আর ফরিদকে অভিযুক্ত করা হয়েছে ২.১. ১২ ধারায়। এই ধারা হচ্ছে, ম্যাচের সময় খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা দর্শকসহ অন্য যেকোনো ব্যক্তির সঙ্গে অনুচিত শারীরিক সংযোগ সম্পর্কিত।

মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার ঘটনায় সমালোচনার ঝড় যেন থামছেই না। বিষয়টি নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে দেশের ক্রিকেটেই। যেখানে জড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তামিম ইকবালের নাম।
৮ মিনিট আগে
ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তেজনা চলছে ক্রিকেটবিশ্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মনে করেন, মোস্তাফিজের জায়গায় লিটন দাস কিংবা সৌম্
১ ঘণ্টা আগে
পার্থ স্করচার্সের পর সিডনি থান্ডারের বিপক্ষে উইকেটের দেখা পাননি রিশাদ হোসেন। টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে বল হাতে নিজের সেরাটাই দিলেন এই লেগস্পিনার। দুর্দান্ত বোলিংয়ে আজ ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এমন বোলিংয়ের পর হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিসের প্রশংসা ক
২ ঘণ্টা আগে
১২৯ রানের লক্ষ্য বর্তমান টি-টোয়েন্টির বিচারে আহামরি কিছু নয়। তবে কখনো কখনো বোলাররা এতটাই দাপট দেখান যে ব্যাটারদের রান করতে রীতিমতো নাভিশ্বাস উঠে যায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচটা হয়েছে এমনই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে চট্টগ্রাম।
২ ঘণ্টা আগে