Ajker Patrika

শেঠি সরে যাওয়ায় পিসিবির সভাপতি হচ্ছেন আশরাফ 

শেঠি সরে যাওয়ায় পিসিবির সভাপতি হচ্ছেন আশরাফ 

পুরোনো ব্যক্তিই আবারও বসতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিউজিক্যাল চেয়ারে। অন্তর্বর্তীকালীন সভাপতি নাজাম শেঠির টুইটে বিষয়টি অনেকটা নিশ্চিত হয়েছে। সাবেক সভাপতি জাকা আশরাফ আবারও দায়িত্ব নিচ্ছেন পিসিবির।

তবে ধারণা করা হয়েছিল, ভারপ্রাপ্ত সভাপতি শেঠি নতুন করে পূর্ণ মেয়াদে দায়িত্ব পেতে যাচ্ছেন। কিন্তু হঠাৎ করে নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নিয়েছেন তিনি। গতকাল টুইটারে শেঠি লিখেন, ‘আসিফ জারদারি ও শাহবাজ শরিফের দ্বন্দ্বের কারণ হতে চাই না। এমন অস্থিরতা ও অনিশ্চয়তা পিসিবির জন্য ভালো নয়। এই পরিস্থিতিতে পিসিবির সভাপতির দৌড়ে নেই আমি। সবাইকে শুভকামনা।’

আজই শেষ কর্মদিবস ছিল শেঠির। তাঁর এমন ঘোষণায় সভাপতির পদে আশরাফ বসতে যাচ্ছেন। ইতিমধ্যে জানা গেছে, সাবেক সভাপতিকে নাকি মনোনীতও করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

কিছুদিন আগে আন্তঃপ্রাদেশিক সমন্বয় ফেডারেল মন্ত্রী এহসান উর রহমান মাজিরও বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সমর্থন থাকা আশরাফ পিসিবির পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন। মাজারি স্পষ্ট করেছেন শেঠিকে অস্থায়ীভাবে নির্বাচন পরিচালনা করার এবং ২০১৪ সালের সংবিধান পুনরুদ্ধার করার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নিয়োগ দিয়েছিল। এর আগে ২০১৪ সালে দায়িত্বে ছিলেন আশরাফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত