নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৪ বিপিএলে অধিনায়ক হয়ে তামিম ইকবাল শিরোপা জিতিয়েছেন ফরচুন বরিশালকে। শিরোপা জয়ের ১০ দিনের মাথায় এবার তামিম খেলছেন ৫০ ওভারের ডিপিএল। তাঁর কাঁধে এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্বভার। অধিনায়ক তামিম ভালো না করলেও টুর্নামেন্টের প্রথম দিনেই হেসেখেলে জিতেছে দলটি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তামিমের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ২৬ বলে ৩ চারে ১৭ রান করেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১৯৬ রানে অলআউট হয়েছে প্রাইম ব্যাংক। এই অল্প পুজি নিয়েই ৭১ রানের জয় পেয়েছেন তামিমরা। অন্যদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পারটেক্সকে ১৭১ রানে হারিয়েছে আবাহনী। বিকেএসপির তিন নম্বর মাঠে দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামাল জিতেছে ৬ উইকেটে।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের স্কোর ২০০ ছুঁই ছুঁই হওয়াতে অবদান দলটির লেজের দিকে ব্যাটিংয়ের। দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে নাজমুল ইসলাম অপু করেন ৫৩ বলে ৪০ রান। শেষ উইকেটে রুবেল হোসেনের সঙ্গে ৬৯ রানের জুটি গড়তে অবদান রাখে।
১৯৭ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় শাইনপুকুর। ইনিংসের তৃতীয় বলে দলটির ওপেনার খালিদ হাসানকে বোল্ড করেন হাসান মাহমুদ। প্রথমেই উইকেট হারানোর ধাক্কা শাইনপুকুর খেয়েছে বারবার। একটা পর্যায়ে দলটির স্কোর হয়ে যায় ৩১.৪ ওভারে ৯ উইকেটে ৯২ রান। শেষ পর্যন্ত ৪১.৫ ওভারে ১২৫ রানে অলআউট হয়েছে। প্রাইম ব্যাংকের ৭১ রানের জয়ে দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ। ১০ ওভারে ১৫ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরা হয়েছেন অপু। ব্যাটিংয়ে ৪০ রানের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ১০ ওভারে খরচ করেন ৩১ রান।

২০২৪ বিপিএলে অধিনায়ক হয়ে তামিম ইকবাল শিরোপা জিতিয়েছেন ফরচুন বরিশালকে। শিরোপা জয়ের ১০ দিনের মাথায় এবার তামিম খেলছেন ৫০ ওভারের ডিপিএল। তাঁর কাঁধে এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্বভার। অধিনায়ক তামিম ভালো না করলেও টুর্নামেন্টের প্রথম দিনেই হেসেখেলে জিতেছে দলটি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তামিমের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ২৬ বলে ৩ চারে ১৭ রান করেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১৯৬ রানে অলআউট হয়েছে প্রাইম ব্যাংক। এই অল্প পুজি নিয়েই ৭১ রানের জয় পেয়েছেন তামিমরা। অন্যদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পারটেক্সকে ১৭১ রানে হারিয়েছে আবাহনী। বিকেএসপির তিন নম্বর মাঠে দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামাল জিতেছে ৬ উইকেটে।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের স্কোর ২০০ ছুঁই ছুঁই হওয়াতে অবদান দলটির লেজের দিকে ব্যাটিংয়ের। দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে নাজমুল ইসলাম অপু করেন ৫৩ বলে ৪০ রান। শেষ উইকেটে রুবেল হোসেনের সঙ্গে ৬৯ রানের জুটি গড়তে অবদান রাখে।
১৯৭ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় শাইনপুকুর। ইনিংসের তৃতীয় বলে দলটির ওপেনার খালিদ হাসানকে বোল্ড করেন হাসান মাহমুদ। প্রথমেই উইকেট হারানোর ধাক্কা শাইনপুকুর খেয়েছে বারবার। একটা পর্যায়ে দলটির স্কোর হয়ে যায় ৩১.৪ ওভারে ৯ উইকেটে ৯২ রান। শেষ পর্যন্ত ৪১.৫ ওভারে ১২৫ রানে অলআউট হয়েছে। প্রাইম ব্যাংকের ৭১ রানের জয়ে দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ। ১০ ওভারে ১৫ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরা হয়েছেন অপু। ব্যাটিংয়ে ৪০ রানের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ১০ ওভারে খরচ করেন ৩১ রান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৪ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৭ ঘণ্টা আগে