
আজ পবিত্র ঈদুল ফিতর। সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা দিনটি উদ্যাপন করছেন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায়। আনন্দ-উদ্যাপনে সময় কাটছে ক্রিকেটারদেরও। আপাতত মাঠে কোনো খেলা না থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করছেন বাংলাদেশি ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে একটি ঈদ শুভেচ্ছা কার্ড পোস্ট করে ক্যাপশন দিয়েছেন এমন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।’
আরেক ক্রিকেটার তামিম ইকবালও শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-সমর্থকদের। বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারও কার্ড পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক!’ এরপর আধখানা চাঁদ ও মসজিদের ইমো যোগ করে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’
অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহও ঈদের শুভেচ্ছা কার্ড পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। বিশেষ দিনটি ভালোবাসা, আনন্দ এবং আশীর্বাদে পূর্ণ হোক।’
পরিবারের সঙ্গে ঈদ কাটাচ্ছেন মুশফিকুর রহিম। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে গিয়ে সেলফি তুলে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল।’
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। বাবা ও পুত্রকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি নিজের ফেসবুক পেজে। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দোয়া করি পরিবারের ও আশপাশের সবাইকে নিয়ে ঈদ কাটুক আনন্দে।’
একই রঙা ডিপ ব্লু পাঞ্জাবি পরে বাবা ও পুত্রের সঙ্গে ছবি তুলে পোস্ট দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। জানিয়েছেন ঈদের শুভেচ্ছাও।

আজ পবিত্র ঈদুল ফিতর। সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা দিনটি উদ্যাপন করছেন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায়। আনন্দ-উদ্যাপনে সময় কাটছে ক্রিকেটারদেরও। আপাতত মাঠে কোনো খেলা না থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করছেন বাংলাদেশি ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে একটি ঈদ শুভেচ্ছা কার্ড পোস্ট করে ক্যাপশন দিয়েছেন এমন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।’
আরেক ক্রিকেটার তামিম ইকবালও শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-সমর্থকদের। বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারও কার্ড পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক!’ এরপর আধখানা চাঁদ ও মসজিদের ইমো যোগ করে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’
অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহও ঈদের শুভেচ্ছা কার্ড পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। বিশেষ দিনটি ভালোবাসা, আনন্দ এবং আশীর্বাদে পূর্ণ হোক।’
পরিবারের সঙ্গে ঈদ কাটাচ্ছেন মুশফিকুর রহিম। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে গিয়ে সেলফি তুলে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল।’
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। বাবা ও পুত্রকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি নিজের ফেসবুক পেজে। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দোয়া করি পরিবারের ও আশপাশের সবাইকে নিয়ে ঈদ কাটুক আনন্দে।’
একই রঙা ডিপ ব্লু পাঞ্জাবি পরে বাবা ও পুত্রের সঙ্গে ছবি তুলে পোস্ট দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। জানিয়েছেন ঈদের শুভেচ্ছাও।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
৯ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১৭ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে