
আজ পবিত্র ঈদুল ফিতর। সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা দিনটি উদ্যাপন করছেন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায়। আনন্দ-উদ্যাপনে সময় কাটছে ক্রিকেটারদেরও। আপাতত মাঠে কোনো খেলা না থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করছেন বাংলাদেশি ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে একটি ঈদ শুভেচ্ছা কার্ড পোস্ট করে ক্যাপশন দিয়েছেন এমন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।’
আরেক ক্রিকেটার তামিম ইকবালও শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-সমর্থকদের। বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারও কার্ড পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক!’ এরপর আধখানা চাঁদ ও মসজিদের ইমো যোগ করে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’
অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহও ঈদের শুভেচ্ছা কার্ড পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। বিশেষ দিনটি ভালোবাসা, আনন্দ এবং আশীর্বাদে পূর্ণ হোক।’
পরিবারের সঙ্গে ঈদ কাটাচ্ছেন মুশফিকুর রহিম। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে গিয়ে সেলফি তুলে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল।’
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। বাবা ও পুত্রকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি নিজের ফেসবুক পেজে। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দোয়া করি পরিবারের ও আশপাশের সবাইকে নিয়ে ঈদ কাটুক আনন্দে।’
একই রঙা ডিপ ব্লু পাঞ্জাবি পরে বাবা ও পুত্রের সঙ্গে ছবি তুলে পোস্ট দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। জানিয়েছেন ঈদের শুভেচ্ছাও।

আজ পবিত্র ঈদুল ফিতর। সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা দিনটি উদ্যাপন করছেন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায়। আনন্দ-উদ্যাপনে সময় কাটছে ক্রিকেটারদেরও। আপাতত মাঠে কোনো খেলা না থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করছেন বাংলাদেশি ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে একটি ঈদ শুভেচ্ছা কার্ড পোস্ট করে ক্যাপশন দিয়েছেন এমন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।’
আরেক ক্রিকেটার তামিম ইকবালও শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-সমর্থকদের। বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারও কার্ড পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক!’ এরপর আধখানা চাঁদ ও মসজিদের ইমো যোগ করে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’
অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহও ঈদের শুভেচ্ছা কার্ড পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। বিশেষ দিনটি ভালোবাসা, আনন্দ এবং আশীর্বাদে পূর্ণ হোক।’
পরিবারের সঙ্গে ঈদ কাটাচ্ছেন মুশফিকুর রহিম। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে গিয়ে সেলফি তুলে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল।’
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। বাবা ও পুত্রকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি নিজের ফেসবুক পেজে। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দোয়া করি পরিবারের ও আশপাশের সবাইকে নিয়ে ঈদ কাটুক আনন্দে।’
একই রঙা ডিপ ব্লু পাঞ্জাবি পরে বাবা ও পুত্রের সঙ্গে ছবি তুলে পোস্ট দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। জানিয়েছেন ঈদের শুভেচ্ছাও।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৯ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৫ ঘণ্টা আগে