
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা দুদলের।
রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে দিয়ে আজ বিকেলেই বল মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর ১০ মিনিট আগেও দুদল ও ম্যাচ অফিশিয়ালরা হোটেলে রয়ে যাওয়ায় তৈরি হয় শঙ্কা।
একটু পর সে শঙ্কাই সত্যি হলো। শুরুর আগেই সফর বাতিল করল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড দলের ৩ সদস্য করোনায় আক্রান্ত—প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে হৈচৈ পড়েছিল এমন উড়ো খবরে। পরে জানা গেল, করোনা নয়; নিরাপত্তা শঙ্কায় খেলতে রাজি নয় সফরকারীরা। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধেও মাঠে আসেনি টম ল্যাথামের দল।
দুদেশের ক্রিকেট বোর্ডই সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে লিখেছে, ‘নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) সকালে আমাদের জানিয়েছে, তাদের কাছে নিরাপত্তা নিয়ে আশঙ্কাজনক খবর রয়েছে। যে কারণে তারা ঝুঁকি নিতে একেবারেই রাজি নয়।’
পিসিবি আরও লিখেছে, ‘প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফোন কলে আশ্বস্ত করেছেন যে, আমাদের গোয়েন্দা ব্যবস্থা বিশ্বের সেরাগুলোর একটি। নিউজিল্যান্ড দলকেও নিচ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের নিরাপত্তা কর্মকর্তারাও সব কিছু পরখ করে সন্তোষ জানিয়েছিলেন।’
তবে এসব কথাতেও নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডানের মন গলেনি। এরই মধ্যে ক্রিকেট দলকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন তিনি।
আগামী অক্টোবরে ইংল্যান্ডেরও পাকিস্তান যাওয়ার কথা রয়েছে। এ ঘটনার পর হয়তো ইংলিশরাও সফর বাতিল করবে।
পুরো ঘটনায় নিঃসন্দেহে পাকিস্তানের ক্রিকেট আরেকটি বিব্রতকর পরিস্থিতির সাক্ষী হলো।

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা দুদলের।
রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে দিয়ে আজ বিকেলেই বল মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর ১০ মিনিট আগেও দুদল ও ম্যাচ অফিশিয়ালরা হোটেলে রয়ে যাওয়ায় তৈরি হয় শঙ্কা।
একটু পর সে শঙ্কাই সত্যি হলো। শুরুর আগেই সফর বাতিল করল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড দলের ৩ সদস্য করোনায় আক্রান্ত—প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে হৈচৈ পড়েছিল এমন উড়ো খবরে। পরে জানা গেল, করোনা নয়; নিরাপত্তা শঙ্কায় খেলতে রাজি নয় সফরকারীরা। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধেও মাঠে আসেনি টম ল্যাথামের দল।
দুদেশের ক্রিকেট বোর্ডই সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে লিখেছে, ‘নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) সকালে আমাদের জানিয়েছে, তাদের কাছে নিরাপত্তা নিয়ে আশঙ্কাজনক খবর রয়েছে। যে কারণে তারা ঝুঁকি নিতে একেবারেই রাজি নয়।’
পিসিবি আরও লিখেছে, ‘প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফোন কলে আশ্বস্ত করেছেন যে, আমাদের গোয়েন্দা ব্যবস্থা বিশ্বের সেরাগুলোর একটি। নিউজিল্যান্ড দলকেও নিচ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের নিরাপত্তা কর্মকর্তারাও সব কিছু পরখ করে সন্তোষ জানিয়েছিলেন।’
তবে এসব কথাতেও নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডানের মন গলেনি। এরই মধ্যে ক্রিকেট দলকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন তিনি।
আগামী অক্টোবরে ইংল্যান্ডেরও পাকিস্তান যাওয়ার কথা রয়েছে। এ ঘটনার পর হয়তো ইংলিশরাও সফর বাতিল করবে।
পুরো ঘটনায় নিঃসন্দেহে পাকিস্তানের ক্রিকেট আরেকটি বিব্রতকর পরিস্থিতির সাক্ষী হলো।

জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
৩৭ মিনিট আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে