ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ সিরিজের পর সময়টা ভালোই কাটছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। উইন্ডিজ সিরিজ চলার মাঝেই বড় ধাক্কা খেল এশিয়ার দলটি। তারকা এক ক্রিকেটারকে এই সিরিজে আর পাবেই না পাকিস্তান।
হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাকি অংশে আর খেলতে পারবেন না ফখর জামান। বাংলাদেশ সময় আজ সকালে ফ্লোরিডার লডারহিলে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না তিনি। পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও। ৮ আগস্ট ত্রিনিদাদে শুরু হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১০ ও ১২ আগস্ট একই মাঠে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফখরের ছিটকে যাওয়ার কথা। পিসিবি জানিয়েছে, তাঁর তৎক্ষণাৎ চিকিৎসার প্রয়োজন। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি শেষে ফখরের পাকিস্তানে ফেরার কথা। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে ফখরের পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হবে। ওয়ানডে সিরিজে ফখরের পরিবর্তে কে আসবে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফ্লোরিডার লডারহিলে তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ২৮ ও ২০ রান করেছেন। দুই ম্যাচ মিলে ১১১.৬২ স্ট্রাইকরেটে করেন ৪৮ রান। বিপাকে পড়েছেন ফিল্ডিংয়ের সময়। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৯তম ওভারে যখন হাসান আলী বোলিংয়ে আসেন, সেই ওভারে বল থামাতে গিয়ে চোট পেয়েছেন তিনি। তৎক্ষণাৎ মেডিকেল টিম এসে পরীক্ষানিরীক্ষা করে তাঁর (ফখর) বাঁ পাশের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট খুঁজে পেয়েছে। এই চোটই পাকিস্তানি বাঁহাতি ব্যাটারকে উইন্ডিজ সিরিজ থেকে ছিটকে দিয়েছে। ফখরের পরিবর্তে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেছেন খুশদিল শাহ। পাঁচ নম্বরে নেমে ৬ বলে ১১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন খুশদিল।

বাংলাদেশ সিরিজের পর সময়টা ভালোই কাটছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। উইন্ডিজ সিরিজ চলার মাঝেই বড় ধাক্কা খেল এশিয়ার দলটি। তারকা এক ক্রিকেটারকে এই সিরিজে আর পাবেই না পাকিস্তান।
হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাকি অংশে আর খেলতে পারবেন না ফখর জামান। বাংলাদেশ সময় আজ সকালে ফ্লোরিডার লডারহিলে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না তিনি। পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও। ৮ আগস্ট ত্রিনিদাদে শুরু হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১০ ও ১২ আগস্ট একই মাঠে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফখরের ছিটকে যাওয়ার কথা। পিসিবি জানিয়েছে, তাঁর তৎক্ষণাৎ চিকিৎসার প্রয়োজন। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি শেষে ফখরের পাকিস্তানে ফেরার কথা। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে ফখরের পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হবে। ওয়ানডে সিরিজে ফখরের পরিবর্তে কে আসবে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফ্লোরিডার লডারহিলে তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ২৮ ও ২০ রান করেছেন। দুই ম্যাচ মিলে ১১১.৬২ স্ট্রাইকরেটে করেন ৪৮ রান। বিপাকে পড়েছেন ফিল্ডিংয়ের সময়। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৯তম ওভারে যখন হাসান আলী বোলিংয়ে আসেন, সেই ওভারে বল থামাতে গিয়ে চোট পেয়েছেন তিনি। তৎক্ষণাৎ মেডিকেল টিম এসে পরীক্ষানিরীক্ষা করে তাঁর (ফখর) বাঁ পাশের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট খুঁজে পেয়েছে। এই চোটই পাকিস্তানি বাঁহাতি ব্যাটারকে উইন্ডিজ সিরিজ থেকে ছিটকে দিয়েছে। ফখরের পরিবর্তে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেছেন খুশদিল শাহ। পাঁচ নম্বরে নেমে ৬ বলে ১১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন খুশদিল।

ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১৯ মিনিট আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৩২ মিনিট আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে