
এবারের আইপিএলে দারুণ সময় কেটেছে মোস্তাফিজুর রহমানের। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম মৌসুমেই ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড় ও সমর্থকদের মন জয় করেছেন তিনি। প্রথমবার হলুদ জার্সি পরেই স্মরণ করিয়ে দিয়েছেন পুরোনো ফিজকে।
তবে আইপিএলের মাঝপথেই আন্তর্জাতিক দায়িত্ব সামলাতে দেশে ফিরতে হয়েছে মোস্তাফিজকে। আজ থেকে যে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ। এই সিরিজে খেলার সম্ভাবনা আছে ২৮ বছর বয়সী পেসারের। অবশ্য সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে নেই তিনি। এরপর ফিজ জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবেন যুক্তরাষ্ট্রে।
তবে আইপিএলের মাঝপথে দেশে ফিরে এলেও চেন্নাই সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে ভুলতে পারেননি মোস্তাফিজ। ড্রেসিংরুমে সহযোগিতার জন্য ভারতীয় কিংবদন্তির প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ধোনির সঙ্গে তাঁর অটোগ্রাফ নেওয়া এক জার্সি হাতে ছবি পোস্ট করে ফিজ ক্যাপশন দিয়েছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করাটা বিশেষ অনুভূতি ছিল। সব সময় আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শের প্রশংসা করি, আমি এ সবকিছুই মনে রাখব। আপনার সঙ্গে শিগগিরই সাক্ষাৎ ও খেলার জন্য অপেক্ষায় আছি।’
চলতি আইপিএলে শুরুতেই সর্বোচ্চ উইকেটপ্রাপ্তির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ নিজের দখলে নিয়ে নেন মোস্তাফিজ। তবে সেটি পরে হাতছাড়াও হয়। চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমেই ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির যৌথভাবে দুইয়ে আছেন ফিজ। বাংলাদেশি পেসারের সঙ্গী মুম্বাই ইন্ডিয়ানসের ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। তবে ফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন তিনি। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তাঁদের ওপরে শুধু সানরাইজার্স হায়দরাবাদের টি. নটরাজন।

এবারের আইপিএলে দারুণ সময় কেটেছে মোস্তাফিজুর রহমানের। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম মৌসুমেই ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড় ও সমর্থকদের মন জয় করেছেন তিনি। প্রথমবার হলুদ জার্সি পরেই স্মরণ করিয়ে দিয়েছেন পুরোনো ফিজকে।
তবে আইপিএলের মাঝপথেই আন্তর্জাতিক দায়িত্ব সামলাতে দেশে ফিরতে হয়েছে মোস্তাফিজকে। আজ থেকে যে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ। এই সিরিজে খেলার সম্ভাবনা আছে ২৮ বছর বয়সী পেসারের। অবশ্য সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে নেই তিনি। এরপর ফিজ জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবেন যুক্তরাষ্ট্রে।
তবে আইপিএলের মাঝপথে দেশে ফিরে এলেও চেন্নাই সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে ভুলতে পারেননি মোস্তাফিজ। ড্রেসিংরুমে সহযোগিতার জন্য ভারতীয় কিংবদন্তির প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ধোনির সঙ্গে তাঁর অটোগ্রাফ নেওয়া এক জার্সি হাতে ছবি পোস্ট করে ফিজ ক্যাপশন দিয়েছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করাটা বিশেষ অনুভূতি ছিল। সব সময় আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শের প্রশংসা করি, আমি এ সবকিছুই মনে রাখব। আপনার সঙ্গে শিগগিরই সাক্ষাৎ ও খেলার জন্য অপেক্ষায় আছি।’
চলতি আইপিএলে শুরুতেই সর্বোচ্চ উইকেটপ্রাপ্তির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ নিজের দখলে নিয়ে নেন মোস্তাফিজ। তবে সেটি পরে হাতছাড়াও হয়। চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমেই ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির যৌথভাবে দুইয়ে আছেন ফিজ। বাংলাদেশি পেসারের সঙ্গী মুম্বাই ইন্ডিয়ানসের ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। তবে ফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন তিনি। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তাঁদের ওপরে শুধু সানরাইজার্স হায়দরাবাদের টি. নটরাজন।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
১ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
২ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৬ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৭ ঘণ্টা আগে