Ajker Patrika

৬৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের বিশ্বরেকর্ড

৬৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের বিশ্বরেকর্ড

যে বয়সে নাতি-নাতনির সঙ্গে সময় কাটানোর কথা সেই বয়সে এসে কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে জিব্রাল্টারের এক নারী ক্রিকেটারের। অবিশ্বাস্য হলেও সত্য ৬৬ বছর বয়সে সংক্ষিপ্ত সংস্করণে অভিষেক হয়েছিল স্যালি বার্টনের। 

অথচ তিন নাতি-নাতনির সঙ্গে অবসর সময় কাটানোর বয়স বার্টনের। গত ২১ এপ্রিল এস্তোনিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইকেটরক্ষক ব্যাটারের অভিষেক হয়। সেদিন তাঁর দল প্রতিপক্ষের বিপক্ষে ১২৮ রানের জয় পেলেও বার্টনের ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি। আর উইকেটের পেছনে গ্লাভস হাতে কোনো ডিসমিসালে অবদান রাখতে না পারলেও কৃত্রিম পিচে ভালোই করেছেন তিনি। 

নারী ক্রিকেটে তো অবশ্যই নারী-পুরুষ উভয় মিলে এখন বেশি বয়সে অভিষেক হওয়া ক্রিকেটার বার্টন। অভিষেকের দিন তাঁর বয়স ছিল ৬৬ বছর ৩৩৪ দিন। অভিষেকের বিষয়ে বিবিসিকে তিনি বলেছেন, ‘আমার ডিকশনারিতে প্রবীণ বা প্রৌঢ় শব্দ নেই। তবে এটা ঠিক আমি কখনো ভাবিনি ষাটোর্ধ্ব বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলব। কিন্তু এটা দেখিয়েছে যে ক্রীড়াঙ্গনে থামার কোনো বয়স নেই।’ 

বার্টনের আগে এত দিন রেকর্ডের মালিক ছিলেন আকবর সৈয়দ। পর্তুগালের হয়ে ২০১২ সালে ফিনল্যান্ডের বিপক্ষে ৬৬ বছর ১২ দিন বয়সে অভিষেক হয়েছিল এই ব্যাটারের। নারী ক্রিকেটে গত বছর এই রেকর্ডটি ছিল ফিলিপ্পা স্টাহেলিনেুর। গত বছর গার্নসির হয়ে জার্সির বিপক্ষে ৬২ বছর ২৮ দিন বয়সে অভিষেক হয়েছিল এই নারী অলরাউন্ডারের। 

নিজের ফিটনেস ধরে রাখতে প্রতিদিন ফুটবল, ব্যাডমিন্টন, সাইক্লিং এবং হাঁটাহাঁটি করেন বার্টন। সঙ্গে ফিটনেস ধরে রাখার বিষয়ে আরেকটি গোপন পন্থার কথা বলেছেন তিনি। আর সেটা হচ্ছে ডার্ক চকলেট। গতকাল ৬৭ বছরে পা দেওয়া উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘দুই বর্গক্ষেত্রের ডার্ক চকলেট খাই। আমি মনে করি এটি মস্তিষ্ক ও হার্টের জন্য ভালো। এ ছাড়া ওজনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত