ক্রীড়া ডেস্ক

ম্যাচ তো নয়, যেন মিস ম্যাচ। মাত্র ২৭ বল খেলেই পরশু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জিতেছে ভারত। শক্তিশালী প্রতিপক্ষের সামনে পড়লে যা হয়, দুবাইয়ের সেই ম্যাচে তা-ই হয়েছে। একই ভেন্যুতে আজ শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ‘পুঁচকে’ ওমান। আজও কি আরেকটি মিস ম্যাচ দেখবে এশিয়া কাপ? এই প্রথমবারের মতো এশিয়া কাপ খেলছে তারা।
কেউ কেউ তো বলছেন, এবারের এশিয়া কাপের বাছাইপর্ব যদি ২০২৪ সালে না হয়ে এ বছর হতো, তাহলে হয়তো এশিয়া কাপ খেলা হতো না ওমানের। দেড় বছর আগে ওমানের যে দল এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল, সেই দলের সঙ্গে বর্তমান দলের তেমন মিল নেই। সেই দলের চেয়ে ওমানের এই দল আরও দুর্বল। কেন দুর্বল? চলতি বছরের শুরুর দিকে ওমানের ক্রিকেট বোর্ড সময়মতো খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ায় ক্রিকেটার ও বোর্ড দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।
ক্রিকেটারদের পাওনা পরিশোধ করা হলেও ২০২৪টি -টোয়েন্টি বিশ্বকাপে খেলা ওমানের বেশির ভাগ অভিজ্ঞ ক্রিকেটার নেই বর্তমান দলে। যাঁরা আছেন, তাঁদের অর্ধেকও ছিলেন না টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা দলটিতে। তাই এশিয়া কাপে নিজেদের শুরুর ম্যাচে আজ দুর্বল এক প্রতিপক্ষ পাচ্ছে পাকিস্তান। আর সেই কারণে ম্যাচ ওমানের বিপক্ষে হলেও পাকিস্তানের কিউই কোচ মাইক হেসনের চিন্তায় ভারত। ১৪ সেপ্টেম্বর যে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে পাকিস্তান।
ওমান ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে মাইক হেসন বললেন, তার চেয়ে বেশি বললেন পরের ম্যাচের প্রতিপক্ষ ভারতকে নিয়ে, ‘আমরা জানি ভারত প্রচণ্ড আত্মবিশ্বাসী, আর তা হওয়ার কথাও। কারণ, তারা দারুণ খেলছে। তারা আমিরাতকে মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে দিয়েছে।' আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি হবে ওমানের সঙ্গে পাকিস্তানের প্রথম সাক্ষাৎ।

ম্যাচ তো নয়, যেন মিস ম্যাচ। মাত্র ২৭ বল খেলেই পরশু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জিতেছে ভারত। শক্তিশালী প্রতিপক্ষের সামনে পড়লে যা হয়, দুবাইয়ের সেই ম্যাচে তা-ই হয়েছে। একই ভেন্যুতে আজ শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ‘পুঁচকে’ ওমান। আজও কি আরেকটি মিস ম্যাচ দেখবে এশিয়া কাপ? এই প্রথমবারের মতো এশিয়া কাপ খেলছে তারা।
কেউ কেউ তো বলছেন, এবারের এশিয়া কাপের বাছাইপর্ব যদি ২০২৪ সালে না হয়ে এ বছর হতো, তাহলে হয়তো এশিয়া কাপ খেলা হতো না ওমানের। দেড় বছর আগে ওমানের যে দল এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল, সেই দলের সঙ্গে বর্তমান দলের তেমন মিল নেই। সেই দলের চেয়ে ওমানের এই দল আরও দুর্বল। কেন দুর্বল? চলতি বছরের শুরুর দিকে ওমানের ক্রিকেট বোর্ড সময়মতো খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ায় ক্রিকেটার ও বোর্ড দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।
ক্রিকেটারদের পাওনা পরিশোধ করা হলেও ২০২৪টি -টোয়েন্টি বিশ্বকাপে খেলা ওমানের বেশির ভাগ অভিজ্ঞ ক্রিকেটার নেই বর্তমান দলে। যাঁরা আছেন, তাঁদের অর্ধেকও ছিলেন না টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা দলটিতে। তাই এশিয়া কাপে নিজেদের শুরুর ম্যাচে আজ দুর্বল এক প্রতিপক্ষ পাচ্ছে পাকিস্তান। আর সেই কারণে ম্যাচ ওমানের বিপক্ষে হলেও পাকিস্তানের কিউই কোচ মাইক হেসনের চিন্তায় ভারত। ১৪ সেপ্টেম্বর যে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে পাকিস্তান।
ওমান ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে মাইক হেসন বললেন, তার চেয়ে বেশি বললেন পরের ম্যাচের প্রতিপক্ষ ভারতকে নিয়ে, ‘আমরা জানি ভারত প্রচণ্ড আত্মবিশ্বাসী, আর তা হওয়ার কথাও। কারণ, তারা দারুণ খেলছে। তারা আমিরাতকে মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে দিয়েছে।' আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি হবে ওমানের সঙ্গে পাকিস্তানের প্রথম সাক্ষাৎ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৪ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে