নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজ সোমবার থেকে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে পাকিস্তান। দুই দিন আগে ঢাকায় আসা শাদাব খান-ফখর জামানরা আজ সকাল ১০টার দিকে মিরপুরে আসেন। দলের সঙ্গে এলেও এখনো অনুশীলনে যোগ দেননি মোহাম্মদ রিজওয়ান। আজ না করলেও আগামীকাল অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে এই উইকেটকিপার ব্যাটারের।
বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার আগে ফ্লুতে আক্রান্ত রিজওয়ান দুই রাত আইসিইউতে ছিলেন। পরে আশ্চর্যজনকভাবে সেখানে উন্নতি ঘটিয়ে নেমে পড়েন সেমিফাইনালে। দুর্দান্ত এক ইনিংসও খেলেন। পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস রিজওয়ানকে আজ বিশ্রামে রাখার কথা জানিয়েছেন। অনুশীলনে না থাকলেও দলের প্রতিনিধি হয়ে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেন, ‘আমি এখন ভালো অনুভব করছি। আশা করি, আগামীকাল অনুশীলনে যোগ দিতে পারব।’
ঘরের মাঠে সর্বশেষ দুই সিরিজে স্লো উইকেটে প্রতিপক্ষের পরীক্ষা নিয়েছে বাংলাদেশ। সাধারণত বাংলাদেশের কন্ডিশন স্পিনারদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। কন্ডিশন আর উইকেট নিয়ে প্রশ্নে রিজওয়ান জানালেন, ‘অতীতে এখনকার কন্ডিশন স্পিনারদের পক্ষে হাত বাড়িয়ে দিতে দেখেছি। বল গ্রিপ করে এবং স্পিন করে। নিজের দারুণ ফর্মে থাকা নিয়ে বলেছেন, এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করতে পেরে আমি খুবই খুশি। কিন্তু আমি আরও বেশি খুশি, দেশের হয়ে রেকর্ডটা করতে পেরে।’
বিশ্বকাপের সেমিফাইনালে হারার আগপর্যন্ত একমাত্র অপরাজিত দল ছিল পাকিস্তান। দল হিসেবে দুর্দান্ত করেছে পুরো টুর্নামেন্টে। নিজেদের শক্তিমত্তার কথা বলতে গিয়ে রিজওয়ান জানালেন, ‘পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে উইকেট না হারানো আর বোলিংয়ে দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়া বিশ্বকাপে আমাদের মূল শক্তির জায়গা ছিল।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজ সোমবার থেকে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে পাকিস্তান। দুই দিন আগে ঢাকায় আসা শাদাব খান-ফখর জামানরা আজ সকাল ১০টার দিকে মিরপুরে আসেন। দলের সঙ্গে এলেও এখনো অনুশীলনে যোগ দেননি মোহাম্মদ রিজওয়ান। আজ না করলেও আগামীকাল অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে এই উইকেটকিপার ব্যাটারের।
বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার আগে ফ্লুতে আক্রান্ত রিজওয়ান দুই রাত আইসিইউতে ছিলেন। পরে আশ্চর্যজনকভাবে সেখানে উন্নতি ঘটিয়ে নেমে পড়েন সেমিফাইনালে। দুর্দান্ত এক ইনিংসও খেলেন। পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস রিজওয়ানকে আজ বিশ্রামে রাখার কথা জানিয়েছেন। অনুশীলনে না থাকলেও দলের প্রতিনিধি হয়ে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেন, ‘আমি এখন ভালো অনুভব করছি। আশা করি, আগামীকাল অনুশীলনে যোগ দিতে পারব।’
ঘরের মাঠে সর্বশেষ দুই সিরিজে স্লো উইকেটে প্রতিপক্ষের পরীক্ষা নিয়েছে বাংলাদেশ। সাধারণত বাংলাদেশের কন্ডিশন স্পিনারদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। কন্ডিশন আর উইকেট নিয়ে প্রশ্নে রিজওয়ান জানালেন, ‘অতীতে এখনকার কন্ডিশন স্পিনারদের পক্ষে হাত বাড়িয়ে দিতে দেখেছি। বল গ্রিপ করে এবং স্পিন করে। নিজের দারুণ ফর্মে থাকা নিয়ে বলেছেন, এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করতে পেরে আমি খুবই খুশি। কিন্তু আমি আরও বেশি খুশি, দেশের হয়ে রেকর্ডটা করতে পেরে।’
বিশ্বকাপের সেমিফাইনালে হারার আগপর্যন্ত একমাত্র অপরাজিত দল ছিল পাকিস্তান। দল হিসেবে দুর্দান্ত করেছে পুরো টুর্নামেন্টে। নিজেদের শক্তিমত্তার কথা বলতে গিয়ে রিজওয়ান জানালেন, ‘পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে উইকেট না হারানো আর বোলিংয়ে দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়া বিশ্বকাপে আমাদের মূল শক্তির জায়গা ছিল।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে