
ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। অপ্রয়োজনীয় প্রকল্পে অযাচিত সরকারি ব্যয় দ্বীপ দেশটির বিপর্যয় ডেকে এনেছে। ৫১ বিলিয়ন ডলারের (৪ লাখ ৪১ হাজার কোটি টাকারও বেশি) আন্তর্জাতিক ঋণ মাথায় নিয়ে সম্প্রতি নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে গোতাবায়া রাজাপক্ষের সরকার।
এতে করে জনসাধারণের তোপের মুখ পড়েছে সরকার। বিক্ষোভে উত্তাল গোটা দেশ। সরকারের ভঙ্গুর পরিকল্পনা ও নজিরবিহীন দুর্নীতিকে দায়ী করছে তারা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বেশ কিছু দিন হলো বলছে, দুর্নীতির কালো ছায়া শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডেও (এসএলসি) পড়েছে। এক সময়কার আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের অবস্থা এখন যাচ্ছেতাই। দল নির্বাচন থেকে শুরু কর সর্বক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ চলে। এমনকি কোনো সিরিজের জন্য দল ঘোষণা করতেও ক্রীড়ামন্ত্রীর অনুমোদন লাগে। এসব করেই অস্তমিত তাদের ক্রিকেট-সূর্য।
আইসিসি প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অবস্থান সপ্তম, ওয়ানডেতে অষ্টম আর টি-টোয়েন্টিতে নবম। অনেকটা অগোছালো দল নিয়েই টেস্ট সিরিজ খেলতে রোববার বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা।
বোর্ডের সীমাহীন দুর্নীতি নিয়ে এবার মুখ খুলেছেন অর্জুনা রানাতুঙ্গা। ১৯৯৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মনে করেন, এসএলসি তাঁর দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা। এ কারণেই করুণ দশা। এই মুহূর্তে ভারতে থাকা রানাতুঙ্গা নিজ দেশের ক্রিকেট বোর্ডের সবাইকে কাঠগড়ায় তুলেছেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেটে এখন চরম অব্যবস্থাপনা। পেশাদারি বলে কিছু নেই। আমার মনে হয়, দেশের সবচেয়ে দুর্নীতিপরায়ণ সংস্থা হচ্ছে ক্রিকেট বোর্ড। তারা সবকিছু গোলমাল করে ফেলেছে। বোর্ডে কোনো সৎ ব্যক্তি নেই।’
খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর রানাতুঙ্গাও জড়িয়েছেন রাজনীতিতে। ৫৮ বছর বয়সী কিংবদন্তি তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী-উপমন্ত্রীও ছিলেন। বোর্ড সভাপতির দায়িত্বে ছিলেন এক বছর। শ্রীলঙ্কার অন্দরমহলের খুঁটিনাটি ভালো করেই জানা তাঁর। সে অভিজ্ঞতা থেকেই বলেছেন, ‘শ্রীলঙ্কায় প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। কিন্তু বোর্ডের অব্যবস্থাপনার কারণে আমরা প্রতিভাকে মূল্যায়ন করতে পারছি না। এটা বড় সমস্যা। নির্বাচনের সময় এলে দেখবেন ১৪৩-১৪৪ জন ভোটার। পুরো ব্যাপারটাই আর্থিক লেনদেনের ওপর চলে। এই মুহূর্তে আমাদের একজন ভালো ক্রীড়ামন্ত্রী দরকার, যিনি বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন। পুরো বিষয়টা গোছাতে পারবেন। কিন্তু সমস্যা হলো শ্রীলঙ্কায় সব চোরেরা বোর্ডের পদগুলো দখল করে নিয়েছে।’

ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। অপ্রয়োজনীয় প্রকল্পে অযাচিত সরকারি ব্যয় দ্বীপ দেশটির বিপর্যয় ডেকে এনেছে। ৫১ বিলিয়ন ডলারের (৪ লাখ ৪১ হাজার কোটি টাকারও বেশি) আন্তর্জাতিক ঋণ মাথায় নিয়ে সম্প্রতি নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে গোতাবায়া রাজাপক্ষের সরকার।
এতে করে জনসাধারণের তোপের মুখ পড়েছে সরকার। বিক্ষোভে উত্তাল গোটা দেশ। সরকারের ভঙ্গুর পরিকল্পনা ও নজিরবিহীন দুর্নীতিকে দায়ী করছে তারা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বেশ কিছু দিন হলো বলছে, দুর্নীতির কালো ছায়া শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডেও (এসএলসি) পড়েছে। এক সময়কার আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের অবস্থা এখন যাচ্ছেতাই। দল নির্বাচন থেকে শুরু কর সর্বক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ চলে। এমনকি কোনো সিরিজের জন্য দল ঘোষণা করতেও ক্রীড়ামন্ত্রীর অনুমোদন লাগে। এসব করেই অস্তমিত তাদের ক্রিকেট-সূর্য।
আইসিসি প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অবস্থান সপ্তম, ওয়ানডেতে অষ্টম আর টি-টোয়েন্টিতে নবম। অনেকটা অগোছালো দল নিয়েই টেস্ট সিরিজ খেলতে রোববার বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা।
বোর্ডের সীমাহীন দুর্নীতি নিয়ে এবার মুখ খুলেছেন অর্জুনা রানাতুঙ্গা। ১৯৯৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মনে করেন, এসএলসি তাঁর দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা। এ কারণেই করুণ দশা। এই মুহূর্তে ভারতে থাকা রানাতুঙ্গা নিজ দেশের ক্রিকেট বোর্ডের সবাইকে কাঠগড়ায় তুলেছেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেটে এখন চরম অব্যবস্থাপনা। পেশাদারি বলে কিছু নেই। আমার মনে হয়, দেশের সবচেয়ে দুর্নীতিপরায়ণ সংস্থা হচ্ছে ক্রিকেট বোর্ড। তারা সবকিছু গোলমাল করে ফেলেছে। বোর্ডে কোনো সৎ ব্যক্তি নেই।’
খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর রানাতুঙ্গাও জড়িয়েছেন রাজনীতিতে। ৫৮ বছর বয়সী কিংবদন্তি তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী-উপমন্ত্রীও ছিলেন। বোর্ড সভাপতির দায়িত্বে ছিলেন এক বছর। শ্রীলঙ্কার অন্দরমহলের খুঁটিনাটি ভালো করেই জানা তাঁর। সে অভিজ্ঞতা থেকেই বলেছেন, ‘শ্রীলঙ্কায় প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। কিন্তু বোর্ডের অব্যবস্থাপনার কারণে আমরা প্রতিভাকে মূল্যায়ন করতে পারছি না। এটা বড় সমস্যা। নির্বাচনের সময় এলে দেখবেন ১৪৩-১৪৪ জন ভোটার। পুরো ব্যাপারটাই আর্থিক লেনদেনের ওপর চলে। এই মুহূর্তে আমাদের একজন ভালো ক্রীড়ামন্ত্রী দরকার, যিনি বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন। পুরো বিষয়টা গোছাতে পারবেন। কিন্তু সমস্যা হলো শ্রীলঙ্কায় সব চোরেরা বোর্ডের পদগুলো দখল করে নিয়েছে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৮ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৯ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১০ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১০ ঘণ্টা আগে