
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের সূচি প্রকাশ হয়েছিল আগেই।কোন কোন ভেন্যুতে ম্যাচগুলো হবে, সেটা জানাই ছিল বাকি। সিরিজের চূড়ান্ত সূচি জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনার সূচি অনুযায়ী চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। লাহোরে কোনো টেস্ট হবে না সেটার ইঙ্গিত আগেই দিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। সংবাদ মাধ্যমকে পিসিবি প্রধান জানিয়েছিলেন,তাদের আইকনিক গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কারমূলক কাজ চলায় সেখানে কোনো ম্যাচ রাখা হয়নি।
বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হচ্ছে পাকিস্তানের ঘরের মাঠের ২০২৪-২৫ মৌসুম। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের তিনটি টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ২০২৫ সালের জানুয়ারিতে করাচি ও মুলতানে। মুলতানে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ওয়ানডে সংস্করণে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান।
বাংলাদেশ-পাকিস্তান এ পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে। এর মধ্যে ১২টি টেস্ট জিতেছে পাকিস্তান, একটি টেস্ট ড্র হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ। চার বছর পর আবারও যাচ্ছে তারা। ২০২১ সালে নিজেদের মাঠে অবশ্য পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলেছিল বাংলাদেশ।
৬৮.৫১ শতাংশ সফলতা নিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সফলতার হার ৬২.৫০ শতাংশ। পাকিস্তান ও বাংলাদেশ আছে পয়েন্ট তালিকার পাঁচ ও আট নম্বরে।

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের সূচি প্রকাশ হয়েছিল আগেই।কোন কোন ভেন্যুতে ম্যাচগুলো হবে, সেটা জানাই ছিল বাকি। সিরিজের চূড়ান্ত সূচি জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনার সূচি অনুযায়ী চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। লাহোরে কোনো টেস্ট হবে না সেটার ইঙ্গিত আগেই দিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। সংবাদ মাধ্যমকে পিসিবি প্রধান জানিয়েছিলেন,তাদের আইকনিক গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কারমূলক কাজ চলায় সেখানে কোনো ম্যাচ রাখা হয়নি।
বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হচ্ছে পাকিস্তানের ঘরের মাঠের ২০২৪-২৫ মৌসুম। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের তিনটি টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ২০২৫ সালের জানুয়ারিতে করাচি ও মুলতানে। মুলতানে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ওয়ানডে সংস্করণে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান।
বাংলাদেশ-পাকিস্তান এ পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে। এর মধ্যে ১২টি টেস্ট জিতেছে পাকিস্তান, একটি টেস্ট ড্র হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ। চার বছর পর আবারও যাচ্ছে তারা। ২০২১ সালে নিজেদের মাঠে অবশ্য পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলেছিল বাংলাদেশ।
৬৮.৫১ শতাংশ সফলতা নিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সফলতার হার ৬২.৫০ শতাংশ। পাকিস্তান ও বাংলাদেশ আছে পয়েন্ট তালিকার পাঁচ ও আট নম্বরে।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২২ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে