
অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার ব্যাটারদের যেন ছিল বড্ড তাড়া। কেউই পারছিলেন না উইকেটে থিতু হতে। কিউই বোলারদের তোপে ১৯৮ রানের বড় ব্যবধানে হেরেছে লঙ্কানরা। ব্যাটিং বিপর্যয়ে ১০ বছর আগে কেনিয়ার করা লজ্জার রেকর্ডে ভাগ বসাল তারা।
২৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করতে থাকে শ্রীলঙ্কা। ৯.৪ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩১ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দাসুন শানাকার দল খেলতে পারেনি ২০ ওভারও। ১৯.৫ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায়। লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৮ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। কিউই বোলারদের সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন হেনরি শিপলি।
৭৬ রানে অলআউট হয়ে ওয়ানডেতে টানা দুই ম্যাচে ১০০-এর নিচে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। এ বছরের জানুয়ারিতে তিরুবনন্তপুরমে ভারতের বিপক্ষে ৭৩ রানে অলআউট হয়েছিল তারা। লঙ্কানদের আগে এমন রেকর্ড ছিল কেনিয়ার। ২০১৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে ৮৯ ও ৯৩ রানে অলআউট হয়েছিল কেনিয়া।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচ-সেরা হয়েছেন হেনরি শিপলি। ৭ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারেই এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন কিউই এই পেসার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা। প্রথমে ব্যাটিং করে ৪৯.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। কিউই ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫১ রান করেছেন ফিন অ্যালেন। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন চামিকা করুণারত্নে।

অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার ব্যাটারদের যেন ছিল বড্ড তাড়া। কেউই পারছিলেন না উইকেটে থিতু হতে। কিউই বোলারদের তোপে ১৯৮ রানের বড় ব্যবধানে হেরেছে লঙ্কানরা। ব্যাটিং বিপর্যয়ে ১০ বছর আগে কেনিয়ার করা লজ্জার রেকর্ডে ভাগ বসাল তারা।
২৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করতে থাকে শ্রীলঙ্কা। ৯.৪ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩১ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দাসুন শানাকার দল খেলতে পারেনি ২০ ওভারও। ১৯.৫ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায়। লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৮ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। কিউই বোলারদের সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন হেনরি শিপলি।
৭৬ রানে অলআউট হয়ে ওয়ানডেতে টানা দুই ম্যাচে ১০০-এর নিচে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। এ বছরের জানুয়ারিতে তিরুবনন্তপুরমে ভারতের বিপক্ষে ৭৩ রানে অলআউট হয়েছিল তারা। লঙ্কানদের আগে এমন রেকর্ড ছিল কেনিয়ার। ২০১৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে ৮৯ ও ৯৩ রানে অলআউট হয়েছিল কেনিয়া।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচ-সেরা হয়েছেন হেনরি শিপলি। ৭ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারেই এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন কিউই এই পেসার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা। প্রথমে ব্যাটিং করে ৪৯.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। কিউই ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫১ রান করেছেন ফিন অ্যালেন। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন চামিকা করুণারত্নে।

ক্লাব ফুটবলে এক সময় তাঁরা ছিলেন সতীর্থ। লিভারপুলে একসঙ্গে খেলেছিলেন পাঁচ বছর। কথাটা যে মোহাম্মদ সালাহ ও সাদিও মানের প্রসঙ্গে বলা, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। গতকাল দুই বন্ধু হয়ে গেলেন প্রতিপক্ষ। শেষ হাসি হেসেছেন মানে।
৩১ মিনিট আগে
২০২৩ সালে শমিত সোম যোগ দিয়েছিলেন কানাডার ক্লাব ক্যাভালরি এফসিতে। অবশেষে ক্লাবটির সঙ্গে তাঁর তিন বছরের পথচলা শেষ হলো। ২৮ বছর বয়সী বাংলাদেশের এই মিডফিল্ডারকে ছেড়ে দিল ক্যাভালরি এফসি।
১ ঘণ্টা আগে
অপরাজিত থেকে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করল যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। প্রমোশন পেয়ে আগামী মৌসুমে ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ স্তরের টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলবে তারা।
১ ঘণ্টা আগে
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
১৩ ঘণ্টা আগে