
অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার ব্যাটারদের যেন ছিল বড্ড তাড়া। কেউই পারছিলেন না উইকেটে থিতু হতে। কিউই বোলারদের তোপে ১৯৮ রানের বড় ব্যবধানে হেরেছে লঙ্কানরা। ব্যাটিং বিপর্যয়ে ১০ বছর আগে কেনিয়ার করা লজ্জার রেকর্ডে ভাগ বসাল তারা।
২৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করতে থাকে শ্রীলঙ্কা। ৯.৪ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩১ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দাসুন শানাকার দল খেলতে পারেনি ২০ ওভারও। ১৯.৫ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায়। লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৮ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। কিউই বোলারদের সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন হেনরি শিপলি।
৭৬ রানে অলআউট হয়ে ওয়ানডেতে টানা দুই ম্যাচে ১০০-এর নিচে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। এ বছরের জানুয়ারিতে তিরুবনন্তপুরমে ভারতের বিপক্ষে ৭৩ রানে অলআউট হয়েছিল তারা। লঙ্কানদের আগে এমন রেকর্ড ছিল কেনিয়ার। ২০১৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে ৮৯ ও ৯৩ রানে অলআউট হয়েছিল কেনিয়া।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচ-সেরা হয়েছেন হেনরি শিপলি। ৭ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারেই এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন কিউই এই পেসার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা। প্রথমে ব্যাটিং করে ৪৯.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। কিউই ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫১ রান করেছেন ফিন অ্যালেন। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন চামিকা করুণারত্নে।

অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার ব্যাটারদের যেন ছিল বড্ড তাড়া। কেউই পারছিলেন না উইকেটে থিতু হতে। কিউই বোলারদের তোপে ১৯৮ রানের বড় ব্যবধানে হেরেছে লঙ্কানরা। ব্যাটিং বিপর্যয়ে ১০ বছর আগে কেনিয়ার করা লজ্জার রেকর্ডে ভাগ বসাল তারা।
২৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করতে থাকে শ্রীলঙ্কা। ৯.৪ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩১ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দাসুন শানাকার দল খেলতে পারেনি ২০ ওভারও। ১৯.৫ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায়। লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৮ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। কিউই বোলারদের সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন হেনরি শিপলি।
৭৬ রানে অলআউট হয়ে ওয়ানডেতে টানা দুই ম্যাচে ১০০-এর নিচে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। এ বছরের জানুয়ারিতে তিরুবনন্তপুরমে ভারতের বিপক্ষে ৭৩ রানে অলআউট হয়েছিল তারা। লঙ্কানদের আগে এমন রেকর্ড ছিল কেনিয়ার। ২০১৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে ৮৯ ও ৯৩ রানে অলআউট হয়েছিল কেনিয়া।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচ-সেরা হয়েছেন হেনরি শিপলি। ৭ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারেই এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন কিউই এই পেসার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা। প্রথমে ব্যাটিং করে ৪৯.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। কিউই ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫১ রান করেছেন ফিন অ্যালেন। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন চামিকা করুণারত্নে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে