
জয় দিয়ে শুরু, জয় দিয়ে শেষ—এই ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের গল্পটা ঠিক এমনই। বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। আর আজ ক্রাইস্টচার্চে ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তুলির শেষ আঁচড় দিয়েছেন ইফতিখার আহমেদ। ইফতিখারের ছক্কায় ৫ উইকেটের জয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তান।
১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা প্রথম পাওয়ারপ্লের মধ্যেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে বাবর আজমের উইকেট নিয়ে ২৯ রানের জুটি ভেঙে দেন মাইকেল ব্রেসওয়েল। ১৪ বলে ১৫ রান করা বাবর বিদায় নিলে পাকিস্তানকে সাবলীলভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন মোহাম্মদ রিজওয়ান এবং শান মাসুদ। মাসুদকে আউট করে দ্বিতীয় উইকেটে ৩৫ রানের জুটি ভেঙে দেন ব্রেসওয়েল। ২১ বলে ১৯ রান করেছিলেন মাসুদ। এই বাঁহাতির বিদায়ের পর রিজওয়ানও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। ২৯ বলে ৩৪ রান করা রিজওয়ানকে ফিরিয়ে দেন ইশ সোধি।
মাসুদ, রিজওয়ান অল্প সময়ের ব্যবধানে আউট হলে পাকিস্তানের ওপর রানরেটের চাপ বাড়তে থাকে। ১১.৩ ওভারে পাকিস্তানের স্কোর তখন ৩ উইকেটে ৭৪ রান। এরপর নওয়াজ ও হায়দার আলি কিউই বোলারদের ওপর চড়াও হন। চতুর্থ উইকেটে ২৬ বলে ৫৬ রানের জুটি গড়েছেন নওয়াজ-হায়দার। হায়দার ও আসিফ আলি দ্রুত বিদায় নিলেও একপ্রান্ত আগলে ছিলেন নওয়াজ। পাকিস্তানের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে দারুণ সঙ্গ দিয়েছেন ইফতিখার। শেষ ওভারের তৃতীয় বলে ব্লেয়ার টিকনারকে ছক্কা মারেন ইফতিখার। তাতে পাকিস্তানিরা ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিজেদের করে নেন।
অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালে সেরা হয়েছেন মোহাম্মদ নওয়াজ। ২২ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এবং বোলিংয়ে ৩৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আর সিরিজ-সেরা হয়েছেন ব্রেসওয়েল। এই টুর্নামেন্টে ৮ উইকেট নেন নিউজিল্যান্ডের এই অফ স্পিনার। গড় ১০.৫০ এবং ইকোনমি ৪.৯৪।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাবর। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৭ উইকেটে ১৬৩ রান। নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংসটি খেলেন কেন উইলিয়ামসন। ৩৮ বলে ৫৯ রান করেন কিউই অধিনায়ক। পাকিস্তানি বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন হারিস রউফ ও নাসিম শাহ।

জয় দিয়ে শুরু, জয় দিয়ে শেষ—এই ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের গল্পটা ঠিক এমনই। বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। আর আজ ক্রাইস্টচার্চে ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তুলির শেষ আঁচড় দিয়েছেন ইফতিখার আহমেদ। ইফতিখারের ছক্কায় ৫ উইকেটের জয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তান।
১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা প্রথম পাওয়ারপ্লের মধ্যেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে বাবর আজমের উইকেট নিয়ে ২৯ রানের জুটি ভেঙে দেন মাইকেল ব্রেসওয়েল। ১৪ বলে ১৫ রান করা বাবর বিদায় নিলে পাকিস্তানকে সাবলীলভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন মোহাম্মদ রিজওয়ান এবং শান মাসুদ। মাসুদকে আউট করে দ্বিতীয় উইকেটে ৩৫ রানের জুটি ভেঙে দেন ব্রেসওয়েল। ২১ বলে ১৯ রান করেছিলেন মাসুদ। এই বাঁহাতির বিদায়ের পর রিজওয়ানও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। ২৯ বলে ৩৪ রান করা রিজওয়ানকে ফিরিয়ে দেন ইশ সোধি।
মাসুদ, রিজওয়ান অল্প সময়ের ব্যবধানে আউট হলে পাকিস্তানের ওপর রানরেটের চাপ বাড়তে থাকে। ১১.৩ ওভারে পাকিস্তানের স্কোর তখন ৩ উইকেটে ৭৪ রান। এরপর নওয়াজ ও হায়দার আলি কিউই বোলারদের ওপর চড়াও হন। চতুর্থ উইকেটে ২৬ বলে ৫৬ রানের জুটি গড়েছেন নওয়াজ-হায়দার। হায়দার ও আসিফ আলি দ্রুত বিদায় নিলেও একপ্রান্ত আগলে ছিলেন নওয়াজ। পাকিস্তানের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে দারুণ সঙ্গ দিয়েছেন ইফতিখার। শেষ ওভারের তৃতীয় বলে ব্লেয়ার টিকনারকে ছক্কা মারেন ইফতিখার। তাতে পাকিস্তানিরা ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিজেদের করে নেন।
অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালে সেরা হয়েছেন মোহাম্মদ নওয়াজ। ২২ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এবং বোলিংয়ে ৩৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আর সিরিজ-সেরা হয়েছেন ব্রেসওয়েল। এই টুর্নামেন্টে ৮ উইকেট নেন নিউজিল্যান্ডের এই অফ স্পিনার। গড় ১০.৫০ এবং ইকোনমি ৪.৯৪।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাবর। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৭ উইকেটে ১৬৩ রান। নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংসটি খেলেন কেন উইলিয়ামসন। ৩৮ বলে ৫৯ রান করেন কিউই অধিনায়ক। পাকিস্তানি বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন হারিস রউফ ও নাসিম শাহ।

২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌঁড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩৬ মিনিট আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
১ ঘণ্টা আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
২ ঘণ্টা আগে