
জয় দিয়ে শুরু, জয় দিয়ে শেষ—এই ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের গল্পটা ঠিক এমনই। বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। আর আজ ক্রাইস্টচার্চে ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তুলির শেষ আঁচড় দিয়েছেন ইফতিখার আহমেদ। ইফতিখারের ছক্কায় ৫ উইকেটের জয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তান।
১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা প্রথম পাওয়ারপ্লের মধ্যেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে বাবর আজমের উইকেট নিয়ে ২৯ রানের জুটি ভেঙে দেন মাইকেল ব্রেসওয়েল। ১৪ বলে ১৫ রান করা বাবর বিদায় নিলে পাকিস্তানকে সাবলীলভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন মোহাম্মদ রিজওয়ান এবং শান মাসুদ। মাসুদকে আউট করে দ্বিতীয় উইকেটে ৩৫ রানের জুটি ভেঙে দেন ব্রেসওয়েল। ২১ বলে ১৯ রান করেছিলেন মাসুদ। এই বাঁহাতির বিদায়ের পর রিজওয়ানও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। ২৯ বলে ৩৪ রান করা রিজওয়ানকে ফিরিয়ে দেন ইশ সোধি।
মাসুদ, রিজওয়ান অল্প সময়ের ব্যবধানে আউট হলে পাকিস্তানের ওপর রানরেটের চাপ বাড়তে থাকে। ১১.৩ ওভারে পাকিস্তানের স্কোর তখন ৩ উইকেটে ৭৪ রান। এরপর নওয়াজ ও হায়দার আলি কিউই বোলারদের ওপর চড়াও হন। চতুর্থ উইকেটে ২৬ বলে ৫৬ রানের জুটি গড়েছেন নওয়াজ-হায়দার। হায়দার ও আসিফ আলি দ্রুত বিদায় নিলেও একপ্রান্ত আগলে ছিলেন নওয়াজ। পাকিস্তানের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে দারুণ সঙ্গ দিয়েছেন ইফতিখার। শেষ ওভারের তৃতীয় বলে ব্লেয়ার টিকনারকে ছক্কা মারেন ইফতিখার। তাতে পাকিস্তানিরা ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিজেদের করে নেন।
অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালে সেরা হয়েছেন মোহাম্মদ নওয়াজ। ২২ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এবং বোলিংয়ে ৩৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আর সিরিজ-সেরা হয়েছেন ব্রেসওয়েল। এই টুর্নামেন্টে ৮ উইকেট নেন নিউজিল্যান্ডের এই অফ স্পিনার। গড় ১০.৫০ এবং ইকোনমি ৪.৯৪।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাবর। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৭ উইকেটে ১৬৩ রান। নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংসটি খেলেন কেন উইলিয়ামসন। ৩৮ বলে ৫৯ রান করেন কিউই অধিনায়ক। পাকিস্তানি বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন হারিস রউফ ও নাসিম শাহ।

জয় দিয়ে শুরু, জয় দিয়ে শেষ—এই ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের গল্পটা ঠিক এমনই। বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। আর আজ ক্রাইস্টচার্চে ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তুলির শেষ আঁচড় দিয়েছেন ইফতিখার আহমেদ। ইফতিখারের ছক্কায় ৫ উইকেটের জয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তান।
১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা প্রথম পাওয়ারপ্লের মধ্যেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে বাবর আজমের উইকেট নিয়ে ২৯ রানের জুটি ভেঙে দেন মাইকেল ব্রেসওয়েল। ১৪ বলে ১৫ রান করা বাবর বিদায় নিলে পাকিস্তানকে সাবলীলভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন মোহাম্মদ রিজওয়ান এবং শান মাসুদ। মাসুদকে আউট করে দ্বিতীয় উইকেটে ৩৫ রানের জুটি ভেঙে দেন ব্রেসওয়েল। ২১ বলে ১৯ রান করেছিলেন মাসুদ। এই বাঁহাতির বিদায়ের পর রিজওয়ানও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। ২৯ বলে ৩৪ রান করা রিজওয়ানকে ফিরিয়ে দেন ইশ সোধি।
মাসুদ, রিজওয়ান অল্প সময়ের ব্যবধানে আউট হলে পাকিস্তানের ওপর রানরেটের চাপ বাড়তে থাকে। ১১.৩ ওভারে পাকিস্তানের স্কোর তখন ৩ উইকেটে ৭৪ রান। এরপর নওয়াজ ও হায়দার আলি কিউই বোলারদের ওপর চড়াও হন। চতুর্থ উইকেটে ২৬ বলে ৫৬ রানের জুটি গড়েছেন নওয়াজ-হায়দার। হায়দার ও আসিফ আলি দ্রুত বিদায় নিলেও একপ্রান্ত আগলে ছিলেন নওয়াজ। পাকিস্তানের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে দারুণ সঙ্গ দিয়েছেন ইফতিখার। শেষ ওভারের তৃতীয় বলে ব্লেয়ার টিকনারকে ছক্কা মারেন ইফতিখার। তাতে পাকিস্তানিরা ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিজেদের করে নেন।
অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালে সেরা হয়েছেন মোহাম্মদ নওয়াজ। ২২ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এবং বোলিংয়ে ৩৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আর সিরিজ-সেরা হয়েছেন ব্রেসওয়েল। এই টুর্নামেন্টে ৮ উইকেট নেন নিউজিল্যান্ডের এই অফ স্পিনার। গড় ১০.৫০ এবং ইকোনমি ৪.৯৪।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাবর। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৭ উইকেটে ১৬৩ রান। নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংসটি খেলেন কেন উইলিয়ামসন। ৩৮ বলে ৫৯ রান করেন কিউই অধিনায়ক। পাকিস্তানি বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন হারিস রউফ ও নাসিম শাহ।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে