Ajker Patrika

‘সবাই ১২০ ভাগ দিয়েছি, লিটন দেখিয়েছে দক্ষতা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুন ২০২৪, ১১: ৫৭
‘সবাই ১২০ ভাগ দিয়েছি, লিটন দেখিয়েছে দক্ষতা’

শ্রীলঙ্কার দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা হয়েছিল বাংলাদেশ দলের। নিজেদের প্রথম ম্যাচে বোলিং ও ফিল্ডিংটা অবশ্য দুর্দান্ত করেছে তারা। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের তোপ, রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে রাখে বাংলাদেশ। 

তৃতীয় ওভারে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ। তারপর আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। ১৮ রান দিয়ে মোস্তাফিজ নিয়েছেন ৩ উইকেট। ঘূর্ণি জাদুতে লঙ্কানদের মিডল অর্ডারে ধস নামিয়েছেন রিশাদ হোসেন। ২২ রান দিয়ে এই লেগ স্পিনারের শিকার ৩ উইকেট। 

চোট থেকে ফিরে বল হাতে তাসকিন ছিলেন চেনা ছন্দে। ২৫ রানে তাসকিন নিয়েছেন ২টি উইকেট। ২৪ রান দিয়ে তানজিম হাসান সাকিব নিয়েছেন ১টি উইকেট। শ্রীলঙ্কার দুই ওপেনার পাতুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ছাড়া কোনো ব্যাটারের স্ট্রাইকরেট ১০০ পর্যন্ত পৌঁছায়নি। 

ম্যাচ শেষে দলের বোলিং-ফিল্ডিং নিয়ে তৃপ্ত বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘দলের সবার শরীরী ভাষা ছিল দুর্দান্ত। আমরা আমাদের ১২০ ভাগ দিয়েছি। গত ১০-১৫ দিন ধরে আমরা পরিকল্পনা করেছি এবং ফিল্ডাররা সেভাবে তাদের দায়িত্ব পালন করছে।’ 

ম্যাচ জয়ের পর কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলোচনা করছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: এএফপিশান্তর মতে, লঙ্কান বোলাররা ভালো বল করেছেন। তাঁদের বিপক্ষে লিটন দাস-তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমি মনে করি, তারা (শ্রীলঙ্কার বোলাররা) সত্যিই ভালো বোলিং করেছে, কিন্তু এ ধরনের উইকেটে আমাদের জেতা উচিত ছিল। লিটনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সে সংগ্রাম করছিল, আজ তার দক্ষতা দেখিয়েছে। হৃদয় সত্যিই সাহসী ছিল। আমি মনে করি সে যেভাবে ওভার খেলেছিল, তা সত্যিই সাহসী ছিল। সে যেভাবে খেলেছে, আমাদের সহায়তা করেছে।’ 

দলের বিপর্যয়ে চতুর্থ উইকেটে ৩৮ বলে ৬৩ রানের দারুণ একটি জুটি গড়েন হৃদয় ও লিটন। ২০ বলে ৪০ রান করেছেন হৃদয়। ৩৮ বলে ৩৬ রানের কার্যকর এক ইনিংস খেলেছেন লিটন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

রমজানের সময়সূচি ২০২৬: সেহরি ও ইফতারের ক্যালেন্ডার

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত