ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান ক্রিকেট দল। চোটে দল থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে এ দুই দল। ওয়াসিমের চোটে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে স্বাগতিকদের। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার আব্বাস আফ্রিদি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পেসার ওয়াসিম সদ্য শেষ হওয়া পিএসএলে সাইড স্ট্রেইনের (পাঁজর) চোটে আক্রান্ত হন। যথা সময়ে সুস্থ হয়ে ওঠার কথা থাকলেও সেটা হয়নি। তাঁর জায়গায় আব্বাসকে নেওয়া হয়েছে।
আব্বাস পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ২০টি। নিয়েছেন ৩৩টি উইকেট। পিএসএলে বল হাতে দেখিয়েছেন ঝলক। ১৭ উইকেট নিয়ে তালিকার যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।
অবশ্য ২১ মে যখন শুরুর স্কোয়াড ঘোষণা করা হয়, আব্বাস আফ্রিদিকে বাদ দেওয়ায় সেটা প্রশ্নের জন্ম দিয়েছিল। কারণ তাতে উল্লেখ ছিল পিএসএলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই দল ঘোষণা করেছে তারা। অথচ সেখানেই শুরুতে বঞ্চিত হন আব্বাস। তখনই ১০ ম্যাচে তাঁর উইকেট ছিল ১৭।
ওয়াসিম পিএসএলে ৮ ম্যাচে শিকার করেছেন ১০ উইকেট। ব্যাট হাতেও তেমন উল্লেখযোগ্য অবদান নেই। ২০২৪ সালের জানুয়ারির পর পাকিস্তান দলেই নেই তিনি। আব্বাস আফ্রিদি মার্চে নিউজিল্যান্ড সফরের দলেও ছিলেন।
মজার ব্যাপার হলো, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি ওয়াসিম জুনিয়রই। তাঁর শিকার ১০ উইকেট। সে বিবেচনায় সফরকারীদের বিপক্ষে নিজেদের সফল বোলারকেই হারাল স্বাগতিকেরা।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান ক্রিকেট দল। চোটে দল থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে এ দুই দল। ওয়াসিমের চোটে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে স্বাগতিকদের। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার আব্বাস আফ্রিদি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পেসার ওয়াসিম সদ্য শেষ হওয়া পিএসএলে সাইড স্ট্রেইনের (পাঁজর) চোটে আক্রান্ত হন। যথা সময়ে সুস্থ হয়ে ওঠার কথা থাকলেও সেটা হয়নি। তাঁর জায়গায় আব্বাসকে নেওয়া হয়েছে।
আব্বাস পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ২০টি। নিয়েছেন ৩৩টি উইকেট। পিএসএলে বল হাতে দেখিয়েছেন ঝলক। ১৭ উইকেট নিয়ে তালিকার যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।
অবশ্য ২১ মে যখন শুরুর স্কোয়াড ঘোষণা করা হয়, আব্বাস আফ্রিদিকে বাদ দেওয়ায় সেটা প্রশ্নের জন্ম দিয়েছিল। কারণ তাতে উল্লেখ ছিল পিএসএলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই দল ঘোষণা করেছে তারা। অথচ সেখানেই শুরুতে বঞ্চিত হন আব্বাস। তখনই ১০ ম্যাচে তাঁর উইকেট ছিল ১৭।
ওয়াসিম পিএসএলে ৮ ম্যাচে শিকার করেছেন ১০ উইকেট। ব্যাট হাতেও তেমন উল্লেখযোগ্য অবদান নেই। ২০২৪ সালের জানুয়ারির পর পাকিস্তান দলেই নেই তিনি। আব্বাস আফ্রিদি মার্চে নিউজিল্যান্ড সফরের দলেও ছিলেন।
মজার ব্যাপার হলো, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি ওয়াসিম জুনিয়রই। তাঁর শিকার ১০ উইকেট। সে বিবেচনায় সফরকারীদের বিপক্ষে নিজেদের সফল বোলারকেই হারাল স্বাগতিকেরা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৮ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৯ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১০ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১০ ঘণ্টা আগে