
বিশ্বকাপের মিশন শুরু করতে নেমে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চার-ছক্কার বৃষ্টি নামিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। শ্রীলঙ্কার বোলারদের তুলোধুনো করে বিশ্বকাপের রেকর্ডের পাতা ওলটপালট করেছেন কুইন্টন ডি কক-রাসি ফন ডার ডুসেন। দুই সতীর্থের সেঞ্চুরির পর বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এইডেন মার্করাম।
১
বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন এইডেন মার্করামের। ৪৯ বলে এই কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। ৫৪ বলে ১০৬ রানে আউট হয়েছেন তিনি। আগের রেকর্ডটি ছিল কেভিন ও’ব্রায়েনের, ৫০ বলে।
প্রথম দল হিসেবে বিশ্বকাপের এক ইনিংসে ৩ সেঞ্চুরির রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। ৩ সেঞ্চুরিয়ান হচ্ছেন—কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম। ওয়ানডেতে সব মিলিয়ে তৃতীয়বার করল প্রোটিয়ারা।
বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডও এখন দক্ষিণ আফ্রিকার। আজ দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ৪২৮ রান করেছে প্রোটিয়ারা। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৪১৭ রানের কীর্তি গড়েছিলেন অজিরা।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে ৪২৮ রানের রেকর্ড গড়ার পথে ভারতকে ছাড়িয়ে গেছে তারা। এত দিন ৭ উইকেটে ৪১৪ রান নিয়ে শীর্ষ ছিল ভারত।
ওয়ানডে বিশ্বকাপে তো অবশ্যই আইসিসির যেকোনো ইভেন্টে কুইন্টন ডি ককের এটি প্রথম সেঞ্চুরি।
শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ডি কক-ফন ডার ডুসেন। দ্বিতীয় উইকেটে ২০৪ রানে জুটি গড়েন দুজনে। দলের হয়ে আগের সর্বোচ্চ জুটি ছিল ১৮৭ রানের হাশিম আমলা ও ডি ককের।
২
বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্বিতীয় খরুচে বোলার মাতিশা পাথিরানা। ১০ ওভারে ৯৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। তাঁর ওপরে আছেন ১৯৮৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ ওভারে ৯৭ রান দেওয়া অশান্তা দে মেল। সেদিন তিনিও পাথিরানার মতো এক উইকেট নিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বয়স্ক ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রাসি ফন ডার ডুসেন। কীর্তি গড়ার সময় তাঁর বয়স ছিল ৩২ বছর ২৪২ দিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৯ বিশ্বকাপে ৩৪ বছর ৩৫৮ দিনে বয়সে সেঞ্চুরি করে বয়স্কতম খেলোয়াড়ের কীর্তি গড়েছেন ফ্যাফ ডু প্লেসিস।
সঙ্গী পেলেন এবি ডি ভিলিয়ার্স। এত দিন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার ছিলেন। এবার তাঁর পাশে বসেছেন কুইন্টন ডি কক।
৩
রেকর্ডটা আগে থেকেই দক্ষিণ আফ্রিকার দখলে ছিল। এবার তা আরও বাড়িয়ে নিল। তৃতীয়বারের মতো বিশ্বকাপে ৪০০ বা তার বেশি রানের ইনিংস খেলেছে প্রোটিয়ারা। সব মিলিয়ে ওয়ানডের রেকর্ডও তাদের। আটবার।

বিশ্বকাপের মিশন শুরু করতে নেমে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চার-ছক্কার বৃষ্টি নামিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। শ্রীলঙ্কার বোলারদের তুলোধুনো করে বিশ্বকাপের রেকর্ডের পাতা ওলটপালট করেছেন কুইন্টন ডি কক-রাসি ফন ডার ডুসেন। দুই সতীর্থের সেঞ্চুরির পর বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এইডেন মার্করাম।
১
বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন এইডেন মার্করামের। ৪৯ বলে এই কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। ৫৪ বলে ১০৬ রানে আউট হয়েছেন তিনি। আগের রেকর্ডটি ছিল কেভিন ও’ব্রায়েনের, ৫০ বলে।
প্রথম দল হিসেবে বিশ্বকাপের এক ইনিংসে ৩ সেঞ্চুরির রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। ৩ সেঞ্চুরিয়ান হচ্ছেন—কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম। ওয়ানডেতে সব মিলিয়ে তৃতীয়বার করল প্রোটিয়ারা।
বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডও এখন দক্ষিণ আফ্রিকার। আজ দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ৪২৮ রান করেছে প্রোটিয়ারা। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৪১৭ রানের কীর্তি গড়েছিলেন অজিরা।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে ৪২৮ রানের রেকর্ড গড়ার পথে ভারতকে ছাড়িয়ে গেছে তারা। এত দিন ৭ উইকেটে ৪১৪ রান নিয়ে শীর্ষ ছিল ভারত।
ওয়ানডে বিশ্বকাপে তো অবশ্যই আইসিসির যেকোনো ইভেন্টে কুইন্টন ডি ককের এটি প্রথম সেঞ্চুরি।
শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ডি কক-ফন ডার ডুসেন। দ্বিতীয় উইকেটে ২০৪ রানে জুটি গড়েন দুজনে। দলের হয়ে আগের সর্বোচ্চ জুটি ছিল ১৮৭ রানের হাশিম আমলা ও ডি ককের।
২
বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্বিতীয় খরুচে বোলার মাতিশা পাথিরানা। ১০ ওভারে ৯৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। তাঁর ওপরে আছেন ১৯৮৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ ওভারে ৯৭ রান দেওয়া অশান্তা দে মেল। সেদিন তিনিও পাথিরানার মতো এক উইকেট নিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বয়স্ক ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রাসি ফন ডার ডুসেন। কীর্তি গড়ার সময় তাঁর বয়স ছিল ৩২ বছর ২৪২ দিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৯ বিশ্বকাপে ৩৪ বছর ৩৫৮ দিনে বয়সে সেঞ্চুরি করে বয়স্কতম খেলোয়াড়ের কীর্তি গড়েছেন ফ্যাফ ডু প্লেসিস।
সঙ্গী পেলেন এবি ডি ভিলিয়ার্স। এত দিন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার ছিলেন। এবার তাঁর পাশে বসেছেন কুইন্টন ডি কক।
৩
রেকর্ডটা আগে থেকেই দক্ষিণ আফ্রিকার দখলে ছিল। এবার তা আরও বাড়িয়ে নিল। তৃতীয়বারের মতো বিশ্বকাপে ৪০০ বা তার বেশি রানের ইনিংস খেলেছে প্রোটিয়ারা। সব মিলিয়ে ওয়ানডের রেকর্ডও তাদের। আটবার।

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৯ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে