ক্রীড়া ডেস্ক

বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় মন কাঁদছে দেশের ক্রিকেটারদেরও। তামিম ইকবাল-মোস্তাফিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছেন। তামিম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের জন্য দোয়া করছি।’ কিছুক্ষণ পরে ফেসবুকে তামিম লিখেছেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। আমরা বিধ্বস্ত।’
মিরপুরে গত রাতে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর সেটার রেশ হয়তো আজ দুপুর পর্যন্ত ছিল মোস্তাফিজের। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনা যে নাড়া দিয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসারকে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজ লিখেছেন, ‘মাইলস্টোন স্কুলে এয়ারক্রাফট দুর্ঘটনার খবর শুনে মন খারাপ লাগছে। যারা এই দুর্ঘটনায় ভুক্তভোগী, তাদের জন্য দোয়া করছি।’ লিটন দাস নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল ও কলেজে হতাহতদের প্রতি অন্তরের অন্তস্তল থেকে সমবেদনা । দ্রুত যেন তারা এই শোক কাটিয়ে উঠতে পারেন।’
মাশরাফি বিন মর্তুজা যেন উত্তরার ঘটনায় শোক প্রকাশের ভাষাটুকু হারিয়ে ফেলেছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘উত্তরায় ফাইটার বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানাতে ভাষা হারিয়ে ফেলেছি। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই—হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।’
ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) শোক প্রকাশ করেছে। বাফুফে এক বিবৃতিতে বলেছে, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’ বিসিবি লিখেছে, ‘ঢাকার মাইলস্টোন কলেজে হতাহতের ঘটনায় বিসিবি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি বিসিবির সমবেদনা।’
উত্তরার দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান আজ বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। পুলিশ জানিয়েছে, দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি এলাকায় বিকট শব্দে বিমান বিধ্বস্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বর্তমানে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থলে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চলছে। এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
আরও খবর পড়ুন:

বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় মন কাঁদছে দেশের ক্রিকেটারদেরও। তামিম ইকবাল-মোস্তাফিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছেন। তামিম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের জন্য দোয়া করছি।’ কিছুক্ষণ পরে ফেসবুকে তামিম লিখেছেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। আমরা বিধ্বস্ত।’
মিরপুরে গত রাতে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর সেটার রেশ হয়তো আজ দুপুর পর্যন্ত ছিল মোস্তাফিজের। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনা যে নাড়া দিয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসারকে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজ লিখেছেন, ‘মাইলস্টোন স্কুলে এয়ারক্রাফট দুর্ঘটনার খবর শুনে মন খারাপ লাগছে। যারা এই দুর্ঘটনায় ভুক্তভোগী, তাদের জন্য দোয়া করছি।’ লিটন দাস নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল ও কলেজে হতাহতদের প্রতি অন্তরের অন্তস্তল থেকে সমবেদনা । দ্রুত যেন তারা এই শোক কাটিয়ে উঠতে পারেন।’
মাশরাফি বিন মর্তুজা যেন উত্তরার ঘটনায় শোক প্রকাশের ভাষাটুকু হারিয়ে ফেলেছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘উত্তরায় ফাইটার বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানাতে ভাষা হারিয়ে ফেলেছি। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই—হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।’
ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) শোক প্রকাশ করেছে। বাফুফে এক বিবৃতিতে বলেছে, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’ বিসিবি লিখেছে, ‘ঢাকার মাইলস্টোন কলেজে হতাহতের ঘটনায় বিসিবি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি বিসিবির সমবেদনা।’
উত্তরার দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান আজ বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। পুলিশ জানিয়েছে, দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি এলাকায় বিকট শব্দে বিমান বিধ্বস্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বর্তমানে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থলে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চলছে। এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
আরও খবর পড়ুন:

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে গতকাল থেকে টালমাটাল অবস্থা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে নির্দেশনা আসার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা নাইট রাইডার্স বাদ দেয় মোস্তাফিজকে। এমন ঘটনায় দেশের অনেকেই নিন্দা জানিয়েছেন।
৪ মিনিট আগে
উগ্রবাদী হিন্দু্ত্বের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
১০ ঘণ্টা আগে
রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
১৪ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
১৫ ঘণ্টা আগে