
বার্বাডোজ থেকে পাল্লেকেলে—গুগল ম্যাপসে দূরত্ব দেখাচ্ছে ১৫ হাজার কিলোমিটার। গতকাল স্যাম কারান এই বিশাল দূরত্বকে যেন এক বিন্দুতে মিলিয়ে দিয়েছেন। তাঁর হ্যাটট্রিকে ভারতকে পেছনে ফেলেছে ইংল্যান্ড। ইংলিশদের লক্ষ্য এখন সবার ওপরে থাকা শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের রেকর্ড ভাঙা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হ্যাটট্রিকের বর্ণনা দিতেই মূলত ১৫ হাজার কিলোমিটার দূরত্বের দুই শহরের গল্পটা বলা। প্রথম ইংলিশ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক ক্রিস জর্ডান করেছিলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। আলী খান, নশথুস কেনজিগে, সৌরভ নেত্রাভালকার—যুক্তরাষ্ট্রের এই তিন ক্রিকেটারকে ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নিয়েছিলেন জর্ডান। গতকাল পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে স্যাম কারান টানা ৩ বলে ৩ উইকেট নেওয়ায় ইংল্যান্ডের ১৯ মাসের অপেক্ষা ফুরিয়েছে। তাতে পেছনে পড়ে গেছে ভারত।
এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারত কেবল একটি হ্যাটট্রিক করতে পেরেছে। ২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আমিনুল ইসলাম বিপ্লবকে ফিরিয়ে হ্যাটট্রিক করেছিলেন ভারতের দীপক চাহার। সেই ম্যাচে ৩.২ ওভারে ৭ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েসহ ২১ দেশের একটি করে হ্যাটট্রিক রয়েছে। ছয়টি করে হ্যাটট্রিক করে এই তালিকায় যৌথভাবে শীর্ষে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। যার মধ্যে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও নিউজিল্যান্ডের টিম সাউদি দুটি করে হ্যাটট্রিক করেছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।
পাল্লেকেলেতে গতকাল শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দফায় দফায় বৃষ্টি বাগড়া দিয়েছে। প্রথমে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে আগে ব্যাটিং পেয়ে শ্রীলঙ্কা ১৬.২ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায়। স্যাম কারান ৩ ওভারে ৩৮ রানে নিয়েছেন ৩ উইকেট। যেখানে ১৬তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে শ্রীলঙ্কার দাসুন শানাকা, মাহিশ তিকশানা ও মাথিসা পাতিরানাকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন স্যাম কারান।
শ্রীলঙ্কার দেওয়া ১৩৪ রানের লক্ষ্য ১৭ ওভারে তাড়া করতে নেমে ইংল্যান্ডের স্কোর একটা পর্যায়ে ১৫ ওভারে ৪ উইকেটে ১২৫ রান হয়ে যায়। ফের বৃষ্টি বাগড়া দিলে ডাকওয়ার্থ লুইস অ্যান্ড স্টার্ন (ডিএলএস) মেথডে ১১ রানে জয় পায় ইংলিশরা। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন ইংল্যান্ড। একই মাঠে কাল ও ৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশের গল্প শেষ। বাংলাদেশ ভারতে না যেতে চাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাদের জায়গায় স্কটল্যান্ডকে নিয়েছে। ক্রিকেটাররা ভারতে না যেতে পারলেও বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাচ্ছেন দুই আম্পায়ার।
১ ঘণ্টা আগে
সুপার সিক্সে ইংল্যান্ডের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ আজ নামবে সান্ত্বনার জয়ের খোঁজে। বুলাওয়েতে বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ।
১ ঘণ্টা আগে
অপেক্ষার পালা শেষে আজ নেপালে শুরু হচ্ছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। ৪ দলের অংশগ্রহণে টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে পিটার বাটলারের দলের প্রতিপক্ষ ভুটান।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে দলগুলোর অবস্থা, কন্ডিশন, কোন দল কেমন করবে—এমন আলোচনা বেশি হওয়ার কথা ছিল। তবে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে পরিস্থিতি এতটা ঘোলাটে হবে, সেটা হয়তো অনেকেই কল্পনা করতে পারেননি। বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিমুখী ‘যুদ্ধ’ নিয়ে রশিদ লতিফ
২ ঘণ্টা আগে