নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভালো কিছু করার লক্ষ্য নিয়েই জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। কাগজে-কলমে জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী দল হলেও আত্মতুষ্টিতে ভুগছে না বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে কষ্ট করেই জিততে হবে বলে মনে করেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। রওনা দেওয়ার আগে বিমানবন্দরে নিজের ও দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তাসকিন।
জিম্বাবুয়েতে সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই লড়তে হবে বাংলাদেশকে। তবে তারুণ্যনির্ভর বাংলাদেশকে কষ্ট করে জিততে হবে জানিয়ে তাসকিন বলেছেন, ‘ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়। গত বছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের কঠিন চ্যালেঞ্জ দিয়েছিল ওরা। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। তবে সহজ হবে না।’
সফরে নিজের লক্ষ্য নিয়ে তাসকিন আরও বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দলকে জেতানোর পেছনে আমার যেন অবদান থাকে।’
‘নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে, কেমন বোলিং করা যায় ওটাই আরকি।’ আরও যোগ করেন তাসকিন।
তাসকিনদের এবার খেলতে হবে নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের অধীনে। তাঁকে নিয়ে তাসকিন বলেছেন, ‘(নুরুল হাসান সোহান) আশা করি অবশ্যই ভালো করবে। ঘরোয়া ক্রিকেটে তো সব সময় ভালো করে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। তবে আশাবাদী সেও ভালো করবে।’
সিনিয়রদের অনুপস্থিতি নিয়ে জানতে চাইলে তাসকিন বলেছেন, ‘সিনিয়ররা তো বাংলাদেশের জন্য সব সময় করেন। তাঁদের যে অবদান ছিল সেটা আর আমাদের বলতে হবে না, সবাই জানেন। এখন আসলে এটাই, একটা সময় সবাইকে যেতে হবে। একটা সময় আমরাও চলে যাব, আরেক গ্রুপ আসবে। এটাই বাস্তবতা। এখন যেহেতু আমরা আছি, সবাই মিলে চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার।’

ভালো কিছু করার লক্ষ্য নিয়েই জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। কাগজে-কলমে জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী দল হলেও আত্মতুষ্টিতে ভুগছে না বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে কষ্ট করেই জিততে হবে বলে মনে করেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। রওনা দেওয়ার আগে বিমানবন্দরে নিজের ও দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তাসকিন।
জিম্বাবুয়েতে সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই লড়তে হবে বাংলাদেশকে। তবে তারুণ্যনির্ভর বাংলাদেশকে কষ্ট করে জিততে হবে জানিয়ে তাসকিন বলেছেন, ‘ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়। গত বছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের কঠিন চ্যালেঞ্জ দিয়েছিল ওরা। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। তবে সহজ হবে না।’
সফরে নিজের লক্ষ্য নিয়ে তাসকিন আরও বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দলকে জেতানোর পেছনে আমার যেন অবদান থাকে।’
‘নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে, কেমন বোলিং করা যায় ওটাই আরকি।’ আরও যোগ করেন তাসকিন।
তাসকিনদের এবার খেলতে হবে নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের অধীনে। তাঁকে নিয়ে তাসকিন বলেছেন, ‘(নুরুল হাসান সোহান) আশা করি অবশ্যই ভালো করবে। ঘরোয়া ক্রিকেটে তো সব সময় ভালো করে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। তবে আশাবাদী সেও ভালো করবে।’
সিনিয়রদের অনুপস্থিতি নিয়ে জানতে চাইলে তাসকিন বলেছেন, ‘সিনিয়ররা তো বাংলাদেশের জন্য সব সময় করেন। তাঁদের যে অবদান ছিল সেটা আর আমাদের বলতে হবে না, সবাই জানেন। এখন আসলে এটাই, একটা সময় সবাইকে যেতে হবে। একটা সময় আমরাও চলে যাব, আরেক গ্রুপ আসবে। এটাই বাস্তবতা। এখন যেহেতু আমরা আছি, সবাই মিলে চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার।’

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২০ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে