নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভালো কিছু করার লক্ষ্য নিয়েই জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। কাগজে-কলমে জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী দল হলেও আত্মতুষ্টিতে ভুগছে না বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে কষ্ট করেই জিততে হবে বলে মনে করেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। রওনা দেওয়ার আগে বিমানবন্দরে নিজের ও দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তাসকিন।
জিম্বাবুয়েতে সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই লড়তে হবে বাংলাদেশকে। তবে তারুণ্যনির্ভর বাংলাদেশকে কষ্ট করে জিততে হবে জানিয়ে তাসকিন বলেছেন, ‘ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়। গত বছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের কঠিন চ্যালেঞ্জ দিয়েছিল ওরা। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। তবে সহজ হবে না।’
সফরে নিজের লক্ষ্য নিয়ে তাসকিন আরও বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দলকে জেতানোর পেছনে আমার যেন অবদান থাকে।’
‘নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে, কেমন বোলিং করা যায় ওটাই আরকি।’ আরও যোগ করেন তাসকিন।
তাসকিনদের এবার খেলতে হবে নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের অধীনে। তাঁকে নিয়ে তাসকিন বলেছেন, ‘(নুরুল হাসান সোহান) আশা করি অবশ্যই ভালো করবে। ঘরোয়া ক্রিকেটে তো সব সময় ভালো করে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। তবে আশাবাদী সেও ভালো করবে।’
সিনিয়রদের অনুপস্থিতি নিয়ে জানতে চাইলে তাসকিন বলেছেন, ‘সিনিয়ররা তো বাংলাদেশের জন্য সব সময় করেন। তাঁদের যে অবদান ছিল সেটা আর আমাদের বলতে হবে না, সবাই জানেন। এখন আসলে এটাই, একটা সময় সবাইকে যেতে হবে। একটা সময় আমরাও চলে যাব, আরেক গ্রুপ আসবে। এটাই বাস্তবতা। এখন যেহেতু আমরা আছি, সবাই মিলে চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার।’

ভালো কিছু করার লক্ষ্য নিয়েই জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। কাগজে-কলমে জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী দল হলেও আত্মতুষ্টিতে ভুগছে না বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে কষ্ট করেই জিততে হবে বলে মনে করেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। রওনা দেওয়ার আগে বিমানবন্দরে নিজের ও দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তাসকিন।
জিম্বাবুয়েতে সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই লড়তে হবে বাংলাদেশকে। তবে তারুণ্যনির্ভর বাংলাদেশকে কষ্ট করে জিততে হবে জানিয়ে তাসকিন বলেছেন, ‘ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়। গত বছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের কঠিন চ্যালেঞ্জ দিয়েছিল ওরা। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। তবে সহজ হবে না।’
সফরে নিজের লক্ষ্য নিয়ে তাসকিন আরও বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দলকে জেতানোর পেছনে আমার যেন অবদান থাকে।’
‘নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে, কেমন বোলিং করা যায় ওটাই আরকি।’ আরও যোগ করেন তাসকিন।
তাসকিনদের এবার খেলতে হবে নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের অধীনে। তাঁকে নিয়ে তাসকিন বলেছেন, ‘(নুরুল হাসান সোহান) আশা করি অবশ্যই ভালো করবে। ঘরোয়া ক্রিকেটে তো সব সময় ভালো করে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। তবে আশাবাদী সেও ভালো করবে।’
সিনিয়রদের অনুপস্থিতি নিয়ে জানতে চাইলে তাসকিন বলেছেন, ‘সিনিয়ররা তো বাংলাদেশের জন্য সব সময় করেন। তাঁদের যে অবদান ছিল সেটা আর আমাদের বলতে হবে না, সবাই জানেন। এখন আসলে এটাই, একটা সময় সবাইকে যেতে হবে। একটা সময় আমরাও চলে যাব, আরেক গ্রুপ আসবে। এটাই বাস্তবতা। এখন যেহেতু আমরা আছি, সবাই মিলে চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
২ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৬ ঘণ্টা আগে