নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভালো কিছু করার লক্ষ্য নিয়েই জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। কাগজে-কলমে জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী দল হলেও আত্মতুষ্টিতে ভুগছে না বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে কষ্ট করেই জিততে হবে বলে মনে করেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। রওনা দেওয়ার আগে বিমানবন্দরে নিজের ও দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তাসকিন।
জিম্বাবুয়েতে সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই লড়তে হবে বাংলাদেশকে। তবে তারুণ্যনির্ভর বাংলাদেশকে কষ্ট করে জিততে হবে জানিয়ে তাসকিন বলেছেন, ‘ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়। গত বছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের কঠিন চ্যালেঞ্জ দিয়েছিল ওরা। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। তবে সহজ হবে না।’
সফরে নিজের লক্ষ্য নিয়ে তাসকিন আরও বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দলকে জেতানোর পেছনে আমার যেন অবদান থাকে।’
‘নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে, কেমন বোলিং করা যায় ওটাই আরকি।’ আরও যোগ করেন তাসকিন।
তাসকিনদের এবার খেলতে হবে নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের অধীনে। তাঁকে নিয়ে তাসকিন বলেছেন, ‘(নুরুল হাসান সোহান) আশা করি অবশ্যই ভালো করবে। ঘরোয়া ক্রিকেটে তো সব সময় ভালো করে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। তবে আশাবাদী সেও ভালো করবে।’
সিনিয়রদের অনুপস্থিতি নিয়ে জানতে চাইলে তাসকিন বলেছেন, ‘সিনিয়ররা তো বাংলাদেশের জন্য সব সময় করেন। তাঁদের যে অবদান ছিল সেটা আর আমাদের বলতে হবে না, সবাই জানেন। এখন আসলে এটাই, একটা সময় সবাইকে যেতে হবে। একটা সময় আমরাও চলে যাব, আরেক গ্রুপ আসবে। এটাই বাস্তবতা। এখন যেহেতু আমরা আছি, সবাই মিলে চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার।’

ভালো কিছু করার লক্ষ্য নিয়েই জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। কাগজে-কলমে জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী দল হলেও আত্মতুষ্টিতে ভুগছে না বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে কষ্ট করেই জিততে হবে বলে মনে করেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। রওনা দেওয়ার আগে বিমানবন্দরে নিজের ও দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তাসকিন।
জিম্বাবুয়েতে সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই লড়তে হবে বাংলাদেশকে। তবে তারুণ্যনির্ভর বাংলাদেশকে কষ্ট করে জিততে হবে জানিয়ে তাসকিন বলেছেন, ‘ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়। গত বছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের কঠিন চ্যালেঞ্জ দিয়েছিল ওরা। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। তবে সহজ হবে না।’
সফরে নিজের লক্ষ্য নিয়ে তাসকিন আরও বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দলকে জেতানোর পেছনে আমার যেন অবদান থাকে।’
‘নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে, কেমন বোলিং করা যায় ওটাই আরকি।’ আরও যোগ করেন তাসকিন।
তাসকিনদের এবার খেলতে হবে নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের অধীনে। তাঁকে নিয়ে তাসকিন বলেছেন, ‘(নুরুল হাসান সোহান) আশা করি অবশ্যই ভালো করবে। ঘরোয়া ক্রিকেটে তো সব সময় ভালো করে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। তবে আশাবাদী সেও ভালো করবে।’
সিনিয়রদের অনুপস্থিতি নিয়ে জানতে চাইলে তাসকিন বলেছেন, ‘সিনিয়ররা তো বাংলাদেশের জন্য সব সময় করেন। তাঁদের যে অবদান ছিল সেটা আর আমাদের বলতে হবে না, সবাই জানেন। এখন আসলে এটাই, একটা সময় সবাইকে যেতে হবে। একটা সময় আমরাও চলে যাব, আরেক গ্রুপ আসবে। এটাই বাস্তবতা। এখন যেহেতু আমরা আছি, সবাই মিলে চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৫ ঘণ্টা আগে