Ajker Patrika

‘ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটের জন্য দুঃখজনক মুহূর্ত হতো’

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১১: ৪৮
‘ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটের জন্য দুঃখজনক মুহূর্ত হতো’

ভারতের জন্য মঞ্চ প্রস্তুতই ছিল। তবে শেষ পর্যন্ত মঞ্চের হৃদয় জয় করতে পারেনি তারা। এক যুগ বিশ্বকাপ না জেতার আক্ষেপ ঘরের মাঠেও ফুরাতে পারেননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ খুইয়ে যখন পুরো ভারত বিধ্বস্ত, তখন যেন সুযোগের সদ্ব্যবহার করলেন আব্দুল রাজ্জাক। 

সুযোগ পেলেই সাধারণত চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা একে অপরকে খোঁচা মারেন। সেই সুযোগ এবার পাকিস্তানের সাবেক অলরাউন্ডার রাজ্জাকও নিলেন। সেটিও আবার কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো এক খোঁচা দিয়েছেন তিনি। তাঁর মতে, ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটের জন্য দুঃখজনক মুহূর্ত হতো। 

পাকিস্তানি টিভি শো ‘হাসনা মানা হ্যায়’তে এমন মন্তব্য করেছেন রাজ্জাক। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘যদি সত্যি বলি, ক্রিকেটের জয় হয়েছে। নিজেদের জন্য তারা কন্ডিশনের (পিচ) সুবিধা নিচ্ছিল। ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটের জন্য দুঃখজনক মুহূর্ত হতো। ক্রিকেট স্পষ্ট করেছে, যে দল সাহসী এবং মানসিকভাবে শক্তিশালী তাদের সহায়তা করে।’ 

বিশ্বকাপের পিচ নিরপেক্ষ হওয়া উচিত ছিল বলে মনে করেন রাজ্জাক। তিনি বলেছেন, ‘ভারত জিতলে আমার খুবই খারাপ লাগত। পিচগুলো নিরপেক্ষ হওয়া এবং উভয় দলের জন্য ভারসাম্য থাকা উচিত ছিল। এমনকি ভারত ফাইনালেও সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। কোহলি যদি আরেকটি সেঞ্চুরি করত, তাহলে ভারত আবারও ম্যাচ জিতত।’ 

কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করতে গিয়ে ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন রাজ্জাক। প্রচুর সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। এবার ভারতকে নিয়ে এমন মন্তব্য করে বসলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত