
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে চেন্নাই সুপার কিংস পোস্ট দিল মোস্তাফিজুর রহমানের ছবি আর ক্যাপশনে রেখে দিল যত রহস্য। সেই রহস্যময় পোস্ট নিয়ে চেন্নাই ও মোস্তাফিজের ভক্ত-সমর্থকদের মধ্যে চলছে যত আলোচনা।
কী সেই পোস্ট? আজ নিজেদের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টকে আতিথেয়তা দেবে চেন্নাই। ম্যাচের আগে চেন্নাই মোস্তাফিজের এক ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘শুধু দুজন হাসছে!’ এরপর দিয়েছে দুটি ইমোজি।
এই ক্যাপশন দিয়ে কী বোঝাতে চেয়েছে চেন্নাই, সেটিই এখনে রহস্যের ঘেরাটোপে। পোস্ট করা মোস্তাফিজের মুচকি হাসির ছবিটিও অবশ্য রহস্যময় ইঙ্গিতই দিচ্ছে।
এবারের আইপিএলে অবশ্য আর দুই ম্যাচ খেলেই ঢাকায় ফিরবেন মোস্তাফিজ। সামনে যে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি! এখন পর্যন্ত ২০২৪ আইপিএলে ৬ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন ফিজ। শুরুর দিকে তাঁর মাথায় সর্বোচ্চ উইকেটের পুরস্কার পার্পল ক্যাপ থাকলেও এখন সেটি চলে গেছে ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে শীর্ষে থাকা মুম্বাই ইন্ডিয়ানসের জসপ্রীত বুমরার মাথায়।
আজ অবশ্য মাঠ নামলে পার্পল ক্যাপ পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছেন মোস্তাফিজ। তবে একাদশে তাঁর জায়গা হবে তো? আগের ম্যাচে লক্ষ্ণৌর মাঠে ৮ উইকেটে হারা ম্যাচে বেশ খরুচে ছিলেন বাংলাদেশি পেসার। ৪৩ রানে নেন ১ উইকেট। সুযোগ পেলে সেই আক্ষেপ ঘুচিয়ে লক্ষ্ণৌর বিপক্ষে প্রতিশোধ নিয়ে চেন্নাইকে জয়ে ফেরাতে চাইবেন মোস্তাফিজ।
চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমে ৬ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসার জন্য ঢাকায় আসতে হওয়ায় খেলতে পারেননি ১ ম্যাচ। চেন্নাই এবারের সংস্করণে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে আছে তালিকার চারে।

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে চেন্নাই সুপার কিংস পোস্ট দিল মোস্তাফিজুর রহমানের ছবি আর ক্যাপশনে রেখে দিল যত রহস্য। সেই রহস্যময় পোস্ট নিয়ে চেন্নাই ও মোস্তাফিজের ভক্ত-সমর্থকদের মধ্যে চলছে যত আলোচনা।
কী সেই পোস্ট? আজ নিজেদের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টকে আতিথেয়তা দেবে চেন্নাই। ম্যাচের আগে চেন্নাই মোস্তাফিজের এক ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘শুধু দুজন হাসছে!’ এরপর দিয়েছে দুটি ইমোজি।
এই ক্যাপশন দিয়ে কী বোঝাতে চেয়েছে চেন্নাই, সেটিই এখনে রহস্যের ঘেরাটোপে। পোস্ট করা মোস্তাফিজের মুচকি হাসির ছবিটিও অবশ্য রহস্যময় ইঙ্গিতই দিচ্ছে।
এবারের আইপিএলে অবশ্য আর দুই ম্যাচ খেলেই ঢাকায় ফিরবেন মোস্তাফিজ। সামনে যে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি! এখন পর্যন্ত ২০২৪ আইপিএলে ৬ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন ফিজ। শুরুর দিকে তাঁর মাথায় সর্বোচ্চ উইকেটের পুরস্কার পার্পল ক্যাপ থাকলেও এখন সেটি চলে গেছে ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে শীর্ষে থাকা মুম্বাই ইন্ডিয়ানসের জসপ্রীত বুমরার মাথায়।
আজ অবশ্য মাঠ নামলে পার্পল ক্যাপ পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছেন মোস্তাফিজ। তবে একাদশে তাঁর জায়গা হবে তো? আগের ম্যাচে লক্ষ্ণৌর মাঠে ৮ উইকেটে হারা ম্যাচে বেশ খরুচে ছিলেন বাংলাদেশি পেসার। ৪৩ রানে নেন ১ উইকেট। সুযোগ পেলে সেই আক্ষেপ ঘুচিয়ে লক্ষ্ণৌর বিপক্ষে প্রতিশোধ নিয়ে চেন্নাইকে জয়ে ফেরাতে চাইবেন মোস্তাফিজ।
চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমে ৬ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসার জন্য ঢাকায় আসতে হওয়ায় খেলতে পারেননি ১ ম্যাচ। চেন্নাই এবারের সংস্করণে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে আছে তালিকার চারে।

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩৪ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে