
যেকোনো পর্যায়ের ক্রিকেটেই চার শ পেরোনো রান করা সহজ কথা নয়। এই কঠিন কাজটাই করেছেন ফিনলে বিন। ইংল্যান্ডের দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়নশিপ ম্যাচে ৪৪১ রানের চোখধাঁধানো এক ইনিংস খেলেছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার। দুই বছর আগেই যে ক্রিকেটারের সঙ্গে কোনো ক্লাব চুক্তি করতে চায়নি তিনি কী না রেকর্ড বই উলটপালট করে দিলেন।
দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়নশিপ ম্যাচে নটিংহ্যামশায়ার প্রথমে ব্যাটিং করে ৫৩৪ রানের সংগ্রহ দাড় করায়। বিশাল রানের বোঝা মাথায় নিয়ে নটিংহ্যামের বিপক্ষে ইনিংস উদ্বোধন করতে নামেন ইয়র্কশায়ারের ওপেনার বিন। তৃতীয় দিন শেষে তিনি ৩৬৫ রানে অপরাজিত ছিলেন। ১৯৯৭ সালে সামারেসট দ্বিতীয় একাদশের হয়ে মার্কাস ট্রেসকোথিক ৩৩২ রান করেছিলেন। এত দিন পর্যন্ত দ্বিতীয় একাদশের চ্য়াম্পিয়নশিপে এটাই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ম্যাচের চতুর্থ দিনে ট্রেসকোথিকের রেকর্ড ভেঙে দেন বিন।
চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম ব্যাটার হিসাবে দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়নশিপে ৪০০ ছাড়িয়ে যান বিন। শেষ পর্যন্ত ক্যালভিন হ্যারিসনের বলে আউট হওয়ার আগে করেন ৪৪১ রান। বিনের ইনিংসটি সাজানো ছিল ৫২ চার ও তিনটি ছক্কায়। তাঁর অতিমানবীয় ইনিংসের সুবাদেই ইয়র্কশায়ার ৭ উইকেটের তোলে ৮১৪ রান করে।
তবে অবাক করার মতো বিষয় চার শ পেরোনো ইনিংস খেলা বিন ইংলিশ কাউন্টি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধই নন। ইয়র্কশায়ারের হয়ে তিনি বয়সভিত্তিক বিভাগে খেললেও, ২০২০ সালে ইয়র্কশায়ার অ্যাকাডেমি তাঁর সঙ্গে চুক্তিতে যায়নি। তাই কোনো দলের সঙ্গেই চুক্তিবদ্ধ নন বিন। কোনো চুক্তি ছাড়ায় আপাতত ইয়র্কশায়ারের খেলছেন তিনি। অবশ্য এই ইনিংসের পর নিশ্চয়ই অনেক কাউন্টি ক্লাব এখন তাঁর সঙ্গে চুক্তি করতে চাইবে।

যেকোনো পর্যায়ের ক্রিকেটেই চার শ পেরোনো রান করা সহজ কথা নয়। এই কঠিন কাজটাই করেছেন ফিনলে বিন। ইংল্যান্ডের দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়নশিপ ম্যাচে ৪৪১ রানের চোখধাঁধানো এক ইনিংস খেলেছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার। দুই বছর আগেই যে ক্রিকেটারের সঙ্গে কোনো ক্লাব চুক্তি করতে চায়নি তিনি কী না রেকর্ড বই উলটপালট করে দিলেন।
দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়নশিপ ম্যাচে নটিংহ্যামশায়ার প্রথমে ব্যাটিং করে ৫৩৪ রানের সংগ্রহ দাড় করায়। বিশাল রানের বোঝা মাথায় নিয়ে নটিংহ্যামের বিপক্ষে ইনিংস উদ্বোধন করতে নামেন ইয়র্কশায়ারের ওপেনার বিন। তৃতীয় দিন শেষে তিনি ৩৬৫ রানে অপরাজিত ছিলেন। ১৯৯৭ সালে সামারেসট দ্বিতীয় একাদশের হয়ে মার্কাস ট্রেসকোথিক ৩৩২ রান করেছিলেন। এত দিন পর্যন্ত দ্বিতীয় একাদশের চ্য়াম্পিয়নশিপে এটাই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ম্যাচের চতুর্থ দিনে ট্রেসকোথিকের রেকর্ড ভেঙে দেন বিন।
চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম ব্যাটার হিসাবে দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়নশিপে ৪০০ ছাড়িয়ে যান বিন। শেষ পর্যন্ত ক্যালভিন হ্যারিসনের বলে আউট হওয়ার আগে করেন ৪৪১ রান। বিনের ইনিংসটি সাজানো ছিল ৫২ চার ও তিনটি ছক্কায়। তাঁর অতিমানবীয় ইনিংসের সুবাদেই ইয়র্কশায়ার ৭ উইকেটের তোলে ৮১৪ রান করে।
তবে অবাক করার মতো বিষয় চার শ পেরোনো ইনিংস খেলা বিন ইংলিশ কাউন্টি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধই নন। ইয়র্কশায়ারের হয়ে তিনি বয়সভিত্তিক বিভাগে খেললেও, ২০২০ সালে ইয়র্কশায়ার অ্যাকাডেমি তাঁর সঙ্গে চুক্তিতে যায়নি। তাই কোনো দলের সঙ্গেই চুক্তিবদ্ধ নন বিন। কোনো চুক্তি ছাড়ায় আপাতত ইয়র্কশায়ারের খেলছেন তিনি। অবশ্য এই ইনিংসের পর নিশ্চয়ই অনেক কাউন্টি ক্লাব এখন তাঁর সঙ্গে চুক্তি করতে চাইবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৫ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৬ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে