Ajker Patrika

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ২১: ৪৬
ইফতেখার রহমান মিঠু। ছবি: সংগৃহীত
ইফতেখার রহমান মিঠু। ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু।

সম্প্রতি তামিম ইকবালকে ভারতীয় দালাল মন্তব্য করে আলোচনায় আসেন নাজমুল। তাঁর করা গত বুধবারের মন্তব্য ছিল আরও বেশি বিতর্কিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বিসিবি ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়ার বিষয়ে ভাববে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাইছি নাকি।’

আরেক প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ‘আমরা যে ওদের (ক্রিকেটারদের) পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক পুরস্কার পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’

এমন মন্তব্য করে রীতিমতো তোপের মুখে পড়েন নাজমুল। তাঁকে বরখাস্ত করা না হলে মাঠে না ফেরার ঘোষণা দেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। কিন্তু বিসিবির নিয়মে কোনো পরিচালক মৃত্যু নাহলে, মানসিকভাবে অসুস্থ না হলে কিংবা টানা তিনটি বোর্ড মিটিংয়ে হাজির না হলেই কেবল একজন পরিচালককে বরখাস্ত করা যায়। তাই কোয়াবের দাবি পুরোপুরি না রাখা সম্ভব হলেও নাজমুলকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেয় বিসিবি। এরপরও মাঠে ফেরেনি ক্রিকেটাররা। তাই গতকাল বিপিএলের দুটি ম্যাচ হয়নি। তবে আলোচনা করে শেষ পর্যন্ত আজ ক্রিকেটারদের মাঠে ফেরাতে রাজি করিয়েছে বোর্ড।

আলোচিত বিষয়টি নিয়ে আজ সংবাদমাধ্যমকে মিঠু বলেন, ‘ক্রিকেট মাঠে গড়ানোটা আমাদের সবার কাছে বেশি জরুরি। আপনার ব্যক্তিগত অভিমত আপনি দিতে পারেন। অবশ্যই (এমন বক্তব্য দিয়ে হারিয়ে যাওয়া বিব্রবতকর)। এটা একেকজনের ব্যক্তিগত বিষয়। আমি হলে হয়তো মন্তব্যই করতাম না। ভালো কিংবা খারাপ-একজন একটা বক্তব্য দিয়েছে। এটা তাঁর ব্যক্তিগত বক্তব্য। যেহেতু এটা বলেছেন, বিষয়টা তাঁকে মোকাবেলা করতে হবে এবং পরিষ্কার করতে হবে। কারণ এই মন্তব্যের কারণে আমাদের একটি দিন খেলা বন্ধ ছিল, কতকিছু হয়ে গেল। আজ যদি মাঠে খেলা না গড়াতো তাহলে বিপিএল শেষ করার সময় ছিল না। দর্শকদের কষ্ট হয়েছে। আমরা সবাই একটা সমস্যায় পড়ে গেছিলাম। আমি খেলোয়াড়, আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই কারণ আমরা গতকাল রাতে এটা সমাধান করতে পেরেছি।’

ওই ঘটনার পর থেকেই আড়ালে আছেন নাজমুল। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। মিঠু বলেন, ‘উনার (এম নাজমুল ইসলাম) ফোন বাজছে। হয়তো ফোন ধরছেন না। আমি যোগাযোগ করেছি, কথা বলেছি। বলেছি এরকম পরিস্থিতি এখন যেটা হয়েছে, এমনিই হাই হ্যালো করেছি। এই বিষয়ে (আলোচিত বিষয়) কথা বলিনি। গতকাল তো বলেই দিয়েছি আমরা কী করছি। এখন দেখা যাক। উনি কাল ১১টা পর্যন্ত উত্তর দিতে পারবেন। আমরা উত্তরের অপেক্ষা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত