নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনেকটা হুট করেই দাবিটা তুললেন বাফুফে নির্বাহী কমিটি ও জাতীয় দল কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। ভরা সংবাদ সম্মেলনে খোদ বাফুফেরই লোক কোচের পদত্যাগ চাইবেন তা অপ্রত্যাশিতই বটে।
ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে বাংলাদেশের হারের পর কোচ হাভিয়ের কাবরেরার কৌশল নিয়ে হচ্ছে সমালোচনা। সমর্থক থেকে শুরু করে সাবেক ফুটবলাররা কাটাছেঁড়া করছেন তাঁকে। বাফুফের মধ্যেও এনিয়ে রয়েছে অন্তর্কোন্দল। যা প্রকাশ্যে এলো শাহীনের মাধ্যমে।
বিপরীতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোনো কিছুই খোলাসা করেননি। শাহীনের মন্তব্য নিয়ে তিনি বলেন, ‘যেটা হয়েছে দুর্ভাগ্যজনক। এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব।’
সিঙ্গাপুর ম্যাচের পরদিন কাবরেরা ছুটি কাটাতে চলে যান স্পেনে। সেই ম্যাচ নিয়ে পরে জাতীয় কমিটি পর্যালোচনা করবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘বিষয়টা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলব। এটা আসলে এখনও প্রি-ম্যাচিউর প্রশ্ন এবং উত্তর দিলেও প্রি-ম্যাচিউর হবে। আমাদের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। যেখানে জাতীয় দল কমিটি পর্যালোচনা ও মূল্যায়ন করবে। সেখানে কোচিং স্টাফ, খেলোয়াড়, ম্যানেজমেন্ট সবাই জড়িত। মূল্যায়নের পর আপনাদের প্রশ্ন নেওয়া যাবে এবং উত্তরও দেওয়া যাবে। বর্তমানে আমরা প্রক্রিয়া মেনে এগোচ্ছি।’
চুক্তি অনুযায়ী কাবরেরা বাংলাদেশের দায়িত্বে থাকবেন আগামী বছরের এপ্রিল পর্যন্ত। সাড়ে তিন বছরে ৩২ ম্যাচে ডাগআউটে থেকেছেন তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পেছনে দায় কার? ম্যাচ শেষে এমনই প্রশ্ন রাখা হয়েছিল কোচ কাবরেরার কাছে। তেমন কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। এমনকি কারও ঘাড়ে দোষও চাপিয়ে দেননি। তবে সমালোচকেরা সবচেয়ে বড় দায়টা দিচ্ছেন তাঁর ওপরই।
বাফুফের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তাই শাহীন বলেন, ‘জাতীয় দল কমিটির সদস্য হিসেবে আমি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে মুক্ত করতে কাবরেরার পদত্যাগ চাচ্ছি। কোচকে সরানোই আমার এজেন্ডা।’

অনেকটা হুট করেই দাবিটা তুললেন বাফুফে নির্বাহী কমিটি ও জাতীয় দল কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। ভরা সংবাদ সম্মেলনে খোদ বাফুফেরই লোক কোচের পদত্যাগ চাইবেন তা অপ্রত্যাশিতই বটে।
ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে বাংলাদেশের হারের পর কোচ হাভিয়ের কাবরেরার কৌশল নিয়ে হচ্ছে সমালোচনা। সমর্থক থেকে শুরু করে সাবেক ফুটবলাররা কাটাছেঁড়া করছেন তাঁকে। বাফুফের মধ্যেও এনিয়ে রয়েছে অন্তর্কোন্দল। যা প্রকাশ্যে এলো শাহীনের মাধ্যমে।
বিপরীতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোনো কিছুই খোলাসা করেননি। শাহীনের মন্তব্য নিয়ে তিনি বলেন, ‘যেটা হয়েছে দুর্ভাগ্যজনক। এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব।’
সিঙ্গাপুর ম্যাচের পরদিন কাবরেরা ছুটি কাটাতে চলে যান স্পেনে। সেই ম্যাচ নিয়ে পরে জাতীয় কমিটি পর্যালোচনা করবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘বিষয়টা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলব। এটা আসলে এখনও প্রি-ম্যাচিউর প্রশ্ন এবং উত্তর দিলেও প্রি-ম্যাচিউর হবে। আমাদের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। যেখানে জাতীয় দল কমিটি পর্যালোচনা ও মূল্যায়ন করবে। সেখানে কোচিং স্টাফ, খেলোয়াড়, ম্যানেজমেন্ট সবাই জড়িত। মূল্যায়নের পর আপনাদের প্রশ্ন নেওয়া যাবে এবং উত্তরও দেওয়া যাবে। বর্তমানে আমরা প্রক্রিয়া মেনে এগোচ্ছি।’
চুক্তি অনুযায়ী কাবরেরা বাংলাদেশের দায়িত্বে থাকবেন আগামী বছরের এপ্রিল পর্যন্ত। সাড়ে তিন বছরে ৩২ ম্যাচে ডাগআউটে থেকেছেন তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পেছনে দায় কার? ম্যাচ শেষে এমনই প্রশ্ন রাখা হয়েছিল কোচ কাবরেরার কাছে। তেমন কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। এমনকি কারও ঘাড়ে দোষও চাপিয়ে দেননি। তবে সমালোচকেরা সবচেয়ে বড় দায়টা দিচ্ছেন তাঁর ওপরই।
বাফুফের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তাই শাহীন বলেন, ‘জাতীয় দল কমিটির সদস্য হিসেবে আমি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে মুক্ত করতে কাবরেরার পদত্যাগ চাচ্ছি। কোচকে সরানোই আমার এজেন্ডা।’

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৫ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৬ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৭ ঘণ্টা আগে