ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ অংশের জন্য মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। যে পিএসএলে আগে কখনোই খেলার সুযোগ হয়নি, সেই টুর্নামেন্টে খেলতে মুখিয়ে আছেন তিনি।
পাকিস্তানে পৌঁছেই লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন মিরাজ। পিএসএলের জন্য নিজেকে প্রস্তুত করছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজকে নিয়ে কালান্দার্স গত রাতে একটি ভিডিও পোস্ট করেছে। পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজির পোস্ট করা ভিডিওতে তিনি বলেছেন, ‘কালান্দার্স নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। দলের একটা অংশ আমি। তারা আমাকে সুযোগ সুবিধা দিয়েছে।’
মিরাজ শুধুই পিএসএলের প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এলিমিনেটরে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-করাচি কিংস। এই ম্যাচের আগে অনুশীলনে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না মিরাজ। লাহোর কালান্দার্সের গত রাতের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, মিরাজ বোলিং-ব্যাটিং দুইটাই অনুশীলন করছেন নিজের পুরোটা নিংড়ে দিয়ে।
টি-টোয়েন্টিতে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের যে বিকল্প নেই, সেটা মাথায় রেখেই অনুশীলনে বিশাল ছক্কা মেরেছেন তিনি। মিরাজ বলেন, ‘সব সময় ভালো জায়গায় বোলিংয়ের চেষ্টা করি। কারণ, ভালো জায়গায় বোলিং করলে ব্যাটারকে বেকায়দায় ফেলা যাবে। টি-টোয়েন্টি খেলাটা সব সময়ই বাউন্ডারির। যত তাড়াতাড়ি সম্ভব, বাউন্ডারি মারার চেষ্টা করি। এখানে সময়টা উপভোগ করছি। প্রস্তুত হচ্ছি আগামীকালের ম্যাচের জন্য।’
লাহোর কালান্দার্সের পোস্ট করা ভিডিওতে দেখানো হয়েছে, কীভাবে মিরাজকে বরণ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিসহ প্রায় সবার সঙ্গেই মিরাজ করমর্দন করেছেন। করতালি দিয়ে মিরাজকে স্বাগত জানানোর সময় লাহোর কালান্দার্সের সত্ত্বাধিকারী সামিন রানা বলেন, ‘অল্প সময়ের নোটিশে এসেছ দেখে অনেক ধন্যবাদ।’
লাহোর কালান্দার্সে আছেন আরেক বাংলাদেশি সাকিব আল হাসান। সাকিব-মিরাজ বাংলাদেশের দুই তারকাকে হয়তো আজ গাদ্দাফি স্টেডিয়ামে একসঙ্গে দেখা যেতে পারে। মিরাজরা এলিমিনেটরে হারলে তো বাদ। এমনকি জিতলেও ফাইনালে যাচ্ছে না। ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোরকে খেলতে হবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। কারণ, গত রাতে প্রথম কোয়ালিফায়ারে ইসলামাবাদকে ৩০ রানে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ অংশের জন্য মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। যে পিএসএলে আগে কখনোই খেলার সুযোগ হয়নি, সেই টুর্নামেন্টে খেলতে মুখিয়ে আছেন তিনি।
পাকিস্তানে পৌঁছেই লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন মিরাজ। পিএসএলের জন্য নিজেকে প্রস্তুত করছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজকে নিয়ে কালান্দার্স গত রাতে একটি ভিডিও পোস্ট করেছে। পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজির পোস্ট করা ভিডিওতে তিনি বলেছেন, ‘কালান্দার্স নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। দলের একটা অংশ আমি। তারা আমাকে সুযোগ সুবিধা দিয়েছে।’
মিরাজ শুধুই পিএসএলের প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এলিমিনেটরে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-করাচি কিংস। এই ম্যাচের আগে অনুশীলনে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না মিরাজ। লাহোর কালান্দার্সের গত রাতের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, মিরাজ বোলিং-ব্যাটিং দুইটাই অনুশীলন করছেন নিজের পুরোটা নিংড়ে দিয়ে।
টি-টোয়েন্টিতে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের যে বিকল্প নেই, সেটা মাথায় রেখেই অনুশীলনে বিশাল ছক্কা মেরেছেন তিনি। মিরাজ বলেন, ‘সব সময় ভালো জায়গায় বোলিংয়ের চেষ্টা করি। কারণ, ভালো জায়গায় বোলিং করলে ব্যাটারকে বেকায়দায় ফেলা যাবে। টি-টোয়েন্টি খেলাটা সব সময়ই বাউন্ডারির। যত তাড়াতাড়ি সম্ভব, বাউন্ডারি মারার চেষ্টা করি। এখানে সময়টা উপভোগ করছি। প্রস্তুত হচ্ছি আগামীকালের ম্যাচের জন্য।’
লাহোর কালান্দার্সের পোস্ট করা ভিডিওতে দেখানো হয়েছে, কীভাবে মিরাজকে বরণ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিসহ প্রায় সবার সঙ্গেই মিরাজ করমর্দন করেছেন। করতালি দিয়ে মিরাজকে স্বাগত জানানোর সময় লাহোর কালান্দার্সের সত্ত্বাধিকারী সামিন রানা বলেন, ‘অল্প সময়ের নোটিশে এসেছ দেখে অনেক ধন্যবাদ।’
লাহোর কালান্দার্সে আছেন আরেক বাংলাদেশি সাকিব আল হাসান। সাকিব-মিরাজ বাংলাদেশের দুই তারকাকে হয়তো আজ গাদ্দাফি স্টেডিয়ামে একসঙ্গে দেখা যেতে পারে। মিরাজরা এলিমিনেটরে হারলে তো বাদ। এমনকি জিতলেও ফাইনালে যাচ্ছে না। ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোরকে খেলতে হবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। কারণ, গত রাতে প্রথম কোয়ালিফায়ারে ইসলামাবাদকে ৩০ রানে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৭ ঘণ্টা আগে