
অপেক্ষার ফল নাকি সব সময় মধুর হয়। বাংলাদেশের অপেক্ষাটা একটু দীর্ঘই ছিল। দীর্ঘ অপেক্ষার পর দলে নির্ভরযোগ্য একজন লেগ স্পিনার পেয়েছে বাংলাদেশ। দলের আস্থা অর্জন করা রিশাদ হোসেন নিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখিয়েছেন ঘূর্ণি জাদু। শিকার করেছেন বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ উইকেট। উজ্জ্বল পারফরম্যান্সের সৌজন্যে জায়গা করে নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশেও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ ভারতের দেখা হচ্ছে দক্ষিণ আফ্রিকার। শিরোপাজয়ী নির্ধারণের আগেই টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। রিশাদ গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয়ও এই ছন্দ ধরে রাখেন।
এবারের বিশ্বকাপে ৭.৭৬ ইকোনমিতে ১৪ উইকেট শিকার করেছেন রিশাদ। বিশ্বকাপের এক টুর্নামেন্টে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড এটি। এ পর্যন্ত টুর্নামেন্টে উইকেট শিকারের তালিকায় রশিদ খানের সঙ্গে যৌথভাবে চারে আছেন ২১ বছর বয়সী এই লেগ স্পিনার।
ভারতীয় দল থেকে সর্বোচ্চ ৩ ক্রিকেটার জায়গা পেয়েছেন সিএর সেরা একাদশে। তাঁরা হলেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও জাসপ্রীত বুমরা। দুজন করে জায়গা পেয়েছেন আফগানিস্তান ও অস্ট্রেলিয়া থেকে। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া ও যুক্তরাষ্ট্র থেকে অ্যারন জোন্সকে বেছে নিয়েছে তারা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ: রোহিত শর্মা, ট্র্যাভিস হেড, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যারন জোন্স, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, রশিদ খান (অধিনায়ক), রিশাদ হোসেন, ফজলহক ফারুকি, জাসপ্রীত বুমরা, এনরিখ নরকিয়া।

অপেক্ষার ফল নাকি সব সময় মধুর হয়। বাংলাদেশের অপেক্ষাটা একটু দীর্ঘই ছিল। দীর্ঘ অপেক্ষার পর দলে নির্ভরযোগ্য একজন লেগ স্পিনার পেয়েছে বাংলাদেশ। দলের আস্থা অর্জন করা রিশাদ হোসেন নিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখিয়েছেন ঘূর্ণি জাদু। শিকার করেছেন বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ উইকেট। উজ্জ্বল পারফরম্যান্সের সৌজন্যে জায়গা করে নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশেও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ ভারতের দেখা হচ্ছে দক্ষিণ আফ্রিকার। শিরোপাজয়ী নির্ধারণের আগেই টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। রিশাদ গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয়ও এই ছন্দ ধরে রাখেন।
এবারের বিশ্বকাপে ৭.৭৬ ইকোনমিতে ১৪ উইকেট শিকার করেছেন রিশাদ। বিশ্বকাপের এক টুর্নামেন্টে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড এটি। এ পর্যন্ত টুর্নামেন্টে উইকেট শিকারের তালিকায় রশিদ খানের সঙ্গে যৌথভাবে চারে আছেন ২১ বছর বয়সী এই লেগ স্পিনার।
ভারতীয় দল থেকে সর্বোচ্চ ৩ ক্রিকেটার জায়গা পেয়েছেন সিএর সেরা একাদশে। তাঁরা হলেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও জাসপ্রীত বুমরা। দুজন করে জায়গা পেয়েছেন আফগানিস্তান ও অস্ট্রেলিয়া থেকে। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া ও যুক্তরাষ্ট্র থেকে অ্যারন জোন্সকে বেছে নিয়েছে তারা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ: রোহিত শর্মা, ট্র্যাভিস হেড, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যারন জোন্স, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, রশিদ খান (অধিনায়ক), রিশাদ হোসেন, ফজলহক ফারুকি, জাসপ্রীত বুমরা, এনরিখ নরকিয়া।

মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজদের সাময়িক খেলা বয়কটের কারণে ২০২৬ বিপিএলের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগ পর্বের ম্যাচই নয়, পরিবর্তন করতে হয়েছে প্লে-অফের সূচিও। তবে ফাইনাল হবে নির্ধারিত দিনেই।
২৪ মিনিট আগে
দীপক চাহারের বল এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারলেন মেহেদী হাসান মিরাজ। বল সীমানার দড়ি ছোঁয়ার আগেই মেহেদী হাসান মিরাজ শূন্যে উড়লেন। বাংলাদেশ ক্রিকেটের ডাগআউটে তখন উল্লাস। ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের কথা যে বলা হয়েছে, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পর ঝড় উঠেছে দেশের ক্রিকেটাঙ্গনে। পরশু নাজমুলের সংবাদমাধ্যমকে বলা কথা ছড়িয়ে পড়লে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তাঁর (নাজমুল) পদত্যাগের দাবিতে ক্রিকেট খেলা বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন। সেদিন যা
২ ঘণ্টা আগে
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠুর ওপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে, সেটা তিনিই ভালো জানেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের পর পরশু রাতে ক্রিকেটারদের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন যখন ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছিলেন
২ ঘণ্টা আগে