Ajker Patrika

গোল করে এবার মায়ামিকে বাঁচালেন মেসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৫: ২৩
লিওনেল মেসির গোলে এবার হার থেকে বাঁচল ইন্টার মায়ামি।  ছবি: এএফপি
লিওনেল মেসির গোলে এবার হার থেকে বাঁচল ইন্টার মায়ামি। ছবি: এএফপি

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪ এপ্রিল পুরো ৯০ মিনিট খেলেছিলেন লিওনেল মেসি। তবে একের পর এক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। লস অ্যাঞ্জেলেসের কাছে ইন্টার মায়ামি হেরেছিল ১-০ গোলে। দুই দিন বিরতির পর আজ মাঠে নেমে দলকে বাঁচালেন মেসি।

বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারে (এমএলএস) চেজ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও টরন্টো। এই ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। মায়ামির একমাত্র গোলটি এসেছে মেসির পা থেকেই।

চেজ স্টেডিয়ামে মায়ামি-টরন্টো ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে মায়ামির রক্ষণদুর্গ চিড়ে দুর্দান্ত এক গোল করেন টরন্টো মিডফিল্ডার ফেদেরিকো বার্নারদেস্কি। তাঁকে অ্যাসিস্ট করেন লরেনৎসো ইনসাইনি। টরন্টো গোল দেওয়ার পর অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৫ মিনিটে সমতাসূচক গোল করেন মেসি। ইন্টার মায়ামির মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া প্রথমে পাস দেন। সেই পাস মেসি রিসিভ করে বাঁ পায়ের দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন।

প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি, টরন্টো দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। মেসি, লুইস সুয়ারেজ গোলের একাধিক সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়েছেন। ১-১ গোলের ড্রয়েই শেষ হয় ইন্টার মায়ামি-টরন্টো ম্যাচ। এই ড্রয়ের পর মায়ামি এখন এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দুইয়ে। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট এখন মেসি-সুয়ারেজদের মায়ামির। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

ফাটা বাঁশের চিপায় ইরান

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

আজকের রাশিফল: রোমান্সের চেয়ে তর্কের যোগ বেশি, মেজাজটা পকেটে রাখুন

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত