ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চে থাকতে হচ্ছে তাঁকে।
রিয়ালের কোচের চাকরিটা যায় যায় বলে ডাক উঠেছে আরও আগেই। এখনো টিকে থাকলেও মিহিন সুতোয় ঝুলছে তাঁর ভাগ্য। আজকের স্প্যানিশ সুপার কাপের ফাইনালটাকে আরেকটি ‘সুযোগ’ হিসেবেই দেখা হচ্ছে আলোনসোর জন্য। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ক্লাব ফুটবলের এই দুই স্প্যানিশ পরাশক্তি।
লা লিগার শীর্ষস্থান আগেই হারিয়েছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগেও তাদের অজেয় রূপটি আর নেই; হেরেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির কাছে। সব মিলিয়ে আগেই ‘আলোনসো হটাও’ দাবি উঠেছিল বার্নাব্যুতে। স্প্যানিশ পত্রপত্রিকার খবর, গত ১১ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির কাছে হারের পর নিজেদের সাবেক ফুটবলারকে বরখাস্ত করতে প্রস্তুত ছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ জয়ের পর সে সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে আসে রিয়াল বোর্ড। আলোনসোর ওপর মাদ্রিদের ক্লাবটির আস্থা আরেকটু পোক্ত হতে পারে আজ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারিয়ে সুপার কাপ জিততে পারলে।
পরিসংখ্যান বলছে, কাজটা রিয়ালের জন্য সহজ হবে না। চলতি মৌসুমের ফর্ম, সাম্প্রতিক দুই দলের সাক্ষাতের রেকর্ড–সবকিছুই বার্সার হয়ে। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সুপার কাপের ফাইনাল খেলতে যাচ্ছে দুই দল। আগের তিন আসরের মধ্যে দুবারই শিরোপা জিতেছে বার্সা; ২০২৩ ও ২০২৫ সালে। মাঝে ২০২৪ সালে শিরোপা উঠেছে রিয়ালের শোকেসে। গত অক্টোবরে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের মাঠ থেকে ২-১ গোলের হার নিয়ে ফেরে বার্সা। এরপর দুই দল খেলেছে ১৪টি করে ম্যাচ। যেখানে ১২ জয়ের বিপরীতে ফ্লিকের দলের সঙ্গী একটি করে ড্র এবং হার। রিয়াল জিতেছে আট ম্যাচ; সমান তিনটি করে ম্যাচে ড্র এবং হারের সাক্ষী হয়েছে তারা।
রিয়ালের সবচেয়ে বড় চিন্তার কারণ ফাইনালে প্রথম পছন্দের বেশ কয়েকজনকে না পাওয়া। চোট এবং জাতীয় দায়িত্বের কারণে ডেভিড আলাবা, অ্যান্তনিও রুডিগার, ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ড, এদের মিলিতাও, ব্রাহিম দিয়াজের মতো ফুটবলারকে পাচ্ছেন না আলোনসো। তবে রিয়ালের তুরুপের তাস কিলিয়ান এমবাপ্পে খেলবেন বলে জাবি আলোনসো নিশ্চিত করেছেন। আজকের ফাইনাল নিয়ে আলোনসো বলছেন, ‘দুটি বিষয় পরিষ্কার—এই মুহূর্তে যেহেতু আমরা এই টুর্নামেন্টটাই খেলছি, তাই এটিই (এখন আমাদের কাছে) সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
জাবি আলোনসোর কাছে তা বেশিই ‘গুরুত্বপূর্ণ’ হওয়ার কথা। আজকের এল ক্লাসিকো জিততে না পারলে যে চলে যেতে পারে তাঁর চাকরিটাও।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চে থাকতে হচ্ছে তাঁকে।
রিয়ালের কোচের চাকরিটা যায় যায় বলে ডাক উঠেছে আরও আগেই। এখনো টিকে থাকলেও মিহিন সুতোয় ঝুলছে তাঁর ভাগ্য। আজকের স্প্যানিশ সুপার কাপের ফাইনালটাকে আরেকটি ‘সুযোগ’ হিসেবেই দেখা হচ্ছে আলোনসোর জন্য। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ক্লাব ফুটবলের এই দুই স্প্যানিশ পরাশক্তি।
লা লিগার শীর্ষস্থান আগেই হারিয়েছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগেও তাদের অজেয় রূপটি আর নেই; হেরেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির কাছে। সব মিলিয়ে আগেই ‘আলোনসো হটাও’ দাবি উঠেছিল বার্নাব্যুতে। স্প্যানিশ পত্রপত্রিকার খবর, গত ১১ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির কাছে হারের পর নিজেদের সাবেক ফুটবলারকে বরখাস্ত করতে প্রস্তুত ছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ জয়ের পর সে সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে আসে রিয়াল বোর্ড। আলোনসোর ওপর মাদ্রিদের ক্লাবটির আস্থা আরেকটু পোক্ত হতে পারে আজ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারিয়ে সুপার কাপ জিততে পারলে।
পরিসংখ্যান বলছে, কাজটা রিয়ালের জন্য সহজ হবে না। চলতি মৌসুমের ফর্ম, সাম্প্রতিক দুই দলের সাক্ষাতের রেকর্ড–সবকিছুই বার্সার হয়ে। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সুপার কাপের ফাইনাল খেলতে যাচ্ছে দুই দল। আগের তিন আসরের মধ্যে দুবারই শিরোপা জিতেছে বার্সা; ২০২৩ ও ২০২৫ সালে। মাঝে ২০২৪ সালে শিরোপা উঠেছে রিয়ালের শোকেসে। গত অক্টোবরে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের মাঠ থেকে ২-১ গোলের হার নিয়ে ফেরে বার্সা। এরপর দুই দল খেলেছে ১৪টি করে ম্যাচ। যেখানে ১২ জয়ের বিপরীতে ফ্লিকের দলের সঙ্গী একটি করে ড্র এবং হার। রিয়াল জিতেছে আট ম্যাচ; সমান তিনটি করে ম্যাচে ড্র এবং হারের সাক্ষী হয়েছে তারা।
রিয়ালের সবচেয়ে বড় চিন্তার কারণ ফাইনালে প্রথম পছন্দের বেশ কয়েকজনকে না পাওয়া। চোট এবং জাতীয় দায়িত্বের কারণে ডেভিড আলাবা, অ্যান্তনিও রুডিগার, ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ড, এদের মিলিতাও, ব্রাহিম দিয়াজের মতো ফুটবলারকে পাচ্ছেন না আলোনসো। তবে রিয়ালের তুরুপের তাস কিলিয়ান এমবাপ্পে খেলবেন বলে জাবি আলোনসো নিশ্চিত করেছেন। আজকের ফাইনাল নিয়ে আলোনসো বলছেন, ‘দুটি বিষয় পরিষ্কার—এই মুহূর্তে যেহেতু আমরা এই টুর্নামেন্টটাই খেলছি, তাই এটিই (এখন আমাদের কাছে) সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
জাবি আলোনসোর কাছে তা বেশিই ‘গুরুত্বপূর্ণ’ হওয়ার কথা। আজকের এল ক্লাসিকো জিততে না পারলে যে চলে যেতে পারে তাঁর চাকরিটাও।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে