
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে বোলিংটা দারুণ হচ্ছে বাংলাদেশের। আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের সামনে এখন আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের হাতছানি। মিরপুরে তৃতীয় ওয়ানডেতে আজ নিগার সুলতানা জ্যোতির দলকে করতে হবে ১৮৬ রান।
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড করেছিল ৯৮ ও ১৯৩ রান। মিরপুরে আজ তৃতীয় ওয়ানডে ম্যাচটি আইরিশদের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। এই ম্যাচে সফরকারীরা পুরো ৫০ ওভার খেললেও করতে পেরেছে ১৮৬ রান।
ধবলধোলাই এড়ানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশরা যেন ভুলেই গেছে এটা টেস্ট নয়, ওয়ানডে ম্যাচ। কারণ, ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ওপেনার সারাহ ফোর্বসকে যখন বোল্ড করেন সুলতানা খাতুন, আইরিশদের স্কোর হয়ে যায় ৫.৪ ওভারে ১ উইকেটে ৯ রান। রানরেট ১.৫৯।
এমন পরিস্থিতিতে দ্বিতীয় উইকেটে অ্যামি হান্টার ও লুইস গড়েন ৪৮ রানের জুটি। ২০তম ওভারের প্রথম বলে হান্টারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন রাবেয়া খান। ৪০ বলে ১ চারে ২৩ রান করেন হান্টার। এরপর তৃতীয় উইকেটে ওরলা প্রেন্ডারগাস্টের সঙ্গে ৪০ রানের আরও একটি জুটি গড়তে অবদান রাখেন লুইস।
আয়ারল্যান্ডের অধিনায়ক লুইস ফিরতেই ধসের শুরু তাদের ইনিংসে। ৮৮ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৮৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। যেখানে ইনিংসের শেষ বলে ফাহিমা খাতুনকে উইকেট ছেড়ে বেরিয়ে খেলতে যান অ্যামি ম্যাগুয়ার। উইকেটরক্ষক জ্যোতি সহজেই স্টাম্পিং করেন।
আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৫২ রান করেন লুইস। ৭৯ বলের ইনিংসে মেরেছেন ৯ চার। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন ফাহিমা। ১০ ওভার বোলিং করে ৪৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন নাহিদা আকতার ও সুলতানা। দুজনেই ১০ ওভার করে বোলিং করেন। নাহিদা ও সুলতানা খরচ করেন ২৯ ও ৫৫ রান।

আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে বোলিংটা দারুণ হচ্ছে বাংলাদেশের। আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের সামনে এখন আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের হাতছানি। মিরপুরে তৃতীয় ওয়ানডেতে আজ নিগার সুলতানা জ্যোতির দলকে করতে হবে ১৮৬ রান।
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড করেছিল ৯৮ ও ১৯৩ রান। মিরপুরে আজ তৃতীয় ওয়ানডে ম্যাচটি আইরিশদের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। এই ম্যাচে সফরকারীরা পুরো ৫০ ওভার খেললেও করতে পেরেছে ১৮৬ রান।
ধবলধোলাই এড়ানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশরা যেন ভুলেই গেছে এটা টেস্ট নয়, ওয়ানডে ম্যাচ। কারণ, ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ওপেনার সারাহ ফোর্বসকে যখন বোল্ড করেন সুলতানা খাতুন, আইরিশদের স্কোর হয়ে যায় ৫.৪ ওভারে ১ উইকেটে ৯ রান। রানরেট ১.৫৯।
এমন পরিস্থিতিতে দ্বিতীয় উইকেটে অ্যামি হান্টার ও লুইস গড়েন ৪৮ রানের জুটি। ২০তম ওভারের প্রথম বলে হান্টারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন রাবেয়া খান। ৪০ বলে ১ চারে ২৩ রান করেন হান্টার। এরপর তৃতীয় উইকেটে ওরলা প্রেন্ডারগাস্টের সঙ্গে ৪০ রানের আরও একটি জুটি গড়তে অবদান রাখেন লুইস।
আয়ারল্যান্ডের অধিনায়ক লুইস ফিরতেই ধসের শুরু তাদের ইনিংসে। ৮৮ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৮৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। যেখানে ইনিংসের শেষ বলে ফাহিমা খাতুনকে উইকেট ছেড়ে বেরিয়ে খেলতে যান অ্যামি ম্যাগুয়ার। উইকেটরক্ষক জ্যোতি সহজেই স্টাম্পিং করেন।
আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৫২ রান করেন লুইস। ৭৯ বলের ইনিংসে মেরেছেন ৯ চার। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন ফাহিমা। ১০ ওভার বোলিং করে ৪৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন নাহিদা আকতার ও সুলতানা। দুজনেই ১০ ওভার করে বোলিং করেন। নাহিদা ও সুলতানা খরচ করেন ২৯ ও ৫৫ রান।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৯ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৯ ঘণ্টা আগে