নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আইপিএল, পিএসএল বাধ্য হয়ে স্থগিত করা হয়েছে। অবশেষে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পিছিয়ে যেতে পারে।
১৭ মে থেকে পুনরায় শুরু হবে পিএসএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ মে। আর বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। পিএসএল, বাংলাদেশ-পাকিস্তান সিরিজ তাতে সাংঘর্ষিক হয়েছে। সূত্রে জানা গেছে, সিরিজের পাঁচ টি-টোয়েন্টি বাংলাদেশ-পাকিস্তান খেলতে পারে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত। ২৭ মে, ২৯ মে ও ১ জুন সিরিজের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ফয়সালাবাদ। আর শেষ দুই টি-টোয়েন্টি ৩ ও ৫ জুন হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যদিও পাকিস্তান সফরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। এ পরিস্থিতিতে সিরিজ খেলতে পাকিস্তানে যেতে বাংলাদেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিতে হবে অনুমতি। বিসিবি অনুমতির বাইরে গিয়ে পাকিস্তান সফর করবে না বলেই জানা গেছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত সূচি দিয়ে বিসিবিকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানাতে পারে। তবে বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ দল আগামীকাল সকাল ১০টা ও সন্ধ্যা ৭টার ফ্লাইটে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে। ক্রিকেটার-কোচিং স্টাফসহ পুরো বহরের জন্য বিমানের টিকিট কাটা হয়েছে এভাবেই। আরব আমিরাত সিরিজ শেষে দল দেশে ফিরবে ২০ মে। সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আমিরাত।
টানা কদিন পাল্টাপাল্টি সংঘর্ষের পর এ সপ্তাহের শনিবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ (ভারত-পাকিস্তান) যুদ্ধবিরতিতে রাজি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত রাতে স্থগিত আইপিএলের নতুন সূচি প্রকাশ করেছে। ১৭ মে থেকে ৩ জুন পর্যন্ত হবে টুর্নামেন্টের বাকি ১৭ ম্যাচ।
আরও পড়ুন:

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আইপিএল, পিএসএল বাধ্য হয়ে স্থগিত করা হয়েছে। অবশেষে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পিছিয়ে যেতে পারে।
১৭ মে থেকে পুনরায় শুরু হবে পিএসএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ মে। আর বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। পিএসএল, বাংলাদেশ-পাকিস্তান সিরিজ তাতে সাংঘর্ষিক হয়েছে। সূত্রে জানা গেছে, সিরিজের পাঁচ টি-টোয়েন্টি বাংলাদেশ-পাকিস্তান খেলতে পারে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত। ২৭ মে, ২৯ মে ও ১ জুন সিরিজের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ফয়সালাবাদ। আর শেষ দুই টি-টোয়েন্টি ৩ ও ৫ জুন হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যদিও পাকিস্তান সফরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। এ পরিস্থিতিতে সিরিজ খেলতে পাকিস্তানে যেতে বাংলাদেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিতে হবে অনুমতি। বিসিবি অনুমতির বাইরে গিয়ে পাকিস্তান সফর করবে না বলেই জানা গেছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত সূচি দিয়ে বিসিবিকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানাতে পারে। তবে বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ দল আগামীকাল সকাল ১০টা ও সন্ধ্যা ৭টার ফ্লাইটে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে। ক্রিকেটার-কোচিং স্টাফসহ পুরো বহরের জন্য বিমানের টিকিট কাটা হয়েছে এভাবেই। আরব আমিরাত সিরিজ শেষে দল দেশে ফিরবে ২০ মে। সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আমিরাত।
টানা কদিন পাল্টাপাল্টি সংঘর্ষের পর এ সপ্তাহের শনিবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ (ভারত-পাকিস্তান) যুদ্ধবিরতিতে রাজি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত রাতে স্থগিত আইপিএলের নতুন সূচি প্রকাশ করেছে। ১৭ মে থেকে ৩ জুন পর্যন্ত হবে টুর্নামেন্টের বাকি ১৭ ম্যাচ।
আরও পড়ুন:

রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
৩ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
৪ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৬ ঘণ্টা আগে
চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
৬ ঘণ্টা আগে