নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আইপিএল, পিএসএল বাধ্য হয়ে স্থগিত করা হয়েছে। অবশেষে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পিছিয়ে যেতে পারে।
১৭ মে থেকে পুনরায় শুরু হবে পিএসএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ মে। আর বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। পিএসএল, বাংলাদেশ-পাকিস্তান সিরিজ তাতে সাংঘর্ষিক হয়েছে। সূত্রে জানা গেছে, সিরিজের পাঁচ টি-টোয়েন্টি বাংলাদেশ-পাকিস্তান খেলতে পারে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত। ২৭ মে, ২৯ মে ও ১ জুন সিরিজের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ফয়সালাবাদ। আর শেষ দুই টি-টোয়েন্টি ৩ ও ৫ জুন হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যদিও পাকিস্তান সফরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। এ পরিস্থিতিতে সিরিজ খেলতে পাকিস্তানে যেতে বাংলাদেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিতে হবে অনুমতি। বিসিবি অনুমতির বাইরে গিয়ে পাকিস্তান সফর করবে না বলেই জানা গেছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত সূচি দিয়ে বিসিবিকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানাতে পারে। তবে বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ দল আগামীকাল সকাল ১০টা ও সন্ধ্যা ৭টার ফ্লাইটে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে। ক্রিকেটার-কোচিং স্টাফসহ পুরো বহরের জন্য বিমানের টিকিট কাটা হয়েছে এভাবেই। আরব আমিরাত সিরিজ শেষে দল দেশে ফিরবে ২০ মে। সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আমিরাত।
টানা কদিন পাল্টাপাল্টি সংঘর্ষের পর এ সপ্তাহের শনিবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ (ভারত-পাকিস্তান) যুদ্ধবিরতিতে রাজি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত রাতে স্থগিত আইপিএলের নতুন সূচি প্রকাশ করেছে। ১৭ মে থেকে ৩ জুন পর্যন্ত হবে টুর্নামেন্টের বাকি ১৭ ম্যাচ।
আরও পড়ুন:

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আইপিএল, পিএসএল বাধ্য হয়ে স্থগিত করা হয়েছে। অবশেষে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পিছিয়ে যেতে পারে।
১৭ মে থেকে পুনরায় শুরু হবে পিএসএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ মে। আর বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। পিএসএল, বাংলাদেশ-পাকিস্তান সিরিজ তাতে সাংঘর্ষিক হয়েছে। সূত্রে জানা গেছে, সিরিজের পাঁচ টি-টোয়েন্টি বাংলাদেশ-পাকিস্তান খেলতে পারে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত। ২৭ মে, ২৯ মে ও ১ জুন সিরিজের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ফয়সালাবাদ। আর শেষ দুই টি-টোয়েন্টি ৩ ও ৫ জুন হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যদিও পাকিস্তান সফরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। এ পরিস্থিতিতে সিরিজ খেলতে পাকিস্তানে যেতে বাংলাদেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিতে হবে অনুমতি। বিসিবি অনুমতির বাইরে গিয়ে পাকিস্তান সফর করবে না বলেই জানা গেছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত সূচি দিয়ে বিসিবিকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানাতে পারে। তবে বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ দল আগামীকাল সকাল ১০টা ও সন্ধ্যা ৭টার ফ্লাইটে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে। ক্রিকেটার-কোচিং স্টাফসহ পুরো বহরের জন্য বিমানের টিকিট কাটা হয়েছে এভাবেই। আরব আমিরাত সিরিজ শেষে দল দেশে ফিরবে ২০ মে। সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আমিরাত।
টানা কদিন পাল্টাপাল্টি সংঘর্ষের পর এ সপ্তাহের শনিবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ (ভারত-পাকিস্তান) যুদ্ধবিরতিতে রাজি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত রাতে স্থগিত আইপিএলের নতুন সূচি প্রকাশ করেছে। ১৭ মে থেকে ৩ জুন পর্যন্ত হবে টুর্নামেন্টের বাকি ১৭ ম্যাচ।
আরও পড়ুন:

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১০ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১১ ঘণ্টা আগে