
ব্যস্ত সময় যাচ্ছে পাকিস্তান দলের। অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাকিস্তানকে এবার নামতে হবে জিম্বাবুয়ে মিশনে। এবার সীমিত ওভারের সিরিজ বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের খেলতে হবে জিম্বাবুয়ের মাঠে। সফরকারীদের জন্য দল ঘোষণায় চমকে দিয়েছে জিম্বাবুয়ে।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের জন্যই গতকাল দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ট্রেভর গোয়ান্দু, তাসিঙ্গা মুসিকিউয়া, তিনোতেন্দা মাপোসা-এই তিন ক্রিকেটার আছেন দুই সিরিজের দলেই। যার মধ্যে গোয়ান্দু, মুসিকিউয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ৬ ও ৫ ম্যাচ। তবে মাপোসার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাপোসা তিন ম্যাচ নিয়েছেন ৪ উইকেট।
সিকান্দার রাজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানির মতো দুই সংস্করণের দলে থাকলেও রাজা অধিনায়ক টি-টোয়েন্টি সংস্করণের। ওয়ানডেতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ক্রেগ আরভিন। তিনি আবার টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না। শন উইলিয়ামসও শুধুই ওয়ানডে সিরিজ খেলবেন। এছাড়া ব্র্যান্ডন মাভুতা, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, দিওন মায়ার্স, ফারাজ আকরাম, ব্রায়ান ব্রেনেট-এই ৬ জিম্বাবুইয়ান পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই দলেই আছেন।
বুলাওয়েতে ২৪ নভেম্বর শুরু হচ্ছে জিম্বাবুয়ে-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের শেষ দুই ওয়ানডে হবে ২৬ ও ২৮ নভেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ১ ডিসেম্বর। বাকি দুই টি-টোয়েন্টি ৩ ও ৫ ডিসেম্বর। ৬ ম্যাচের সবগুলোই হবে বুলাওয়েতে। আন্তর্জাতিক ক্রিকেটে দল দুটি সবশেষ মুখোমুখি হয়েছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পার্থে বিশ্বকাপের সেই ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে। রাজা তখন হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে দল
ক্রেগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জয়লর্ড গাম্বি, ট্রেভর গোয়ান্দু, ক্লাইভ মাদান্দে, তিনোতেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ব্র্যান্ডন মাভুতা, তাসিঙ্গা মুসিকিউয়া, ব্লেসিং মুজারাবানি, দিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, শন উইলিয়ামস
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গোয়ান্দু, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তিনোতেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, তাসিঙ্গা মুসিকিউয়া, ব্লেসিং মুজারাবানি, দিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা

ব্যস্ত সময় যাচ্ছে পাকিস্তান দলের। অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাকিস্তানকে এবার নামতে হবে জিম্বাবুয়ে মিশনে। এবার সীমিত ওভারের সিরিজ বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের খেলতে হবে জিম্বাবুয়ের মাঠে। সফরকারীদের জন্য দল ঘোষণায় চমকে দিয়েছে জিম্বাবুয়ে।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের জন্যই গতকাল দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ট্রেভর গোয়ান্দু, তাসিঙ্গা মুসিকিউয়া, তিনোতেন্দা মাপোসা-এই তিন ক্রিকেটার আছেন দুই সিরিজের দলেই। যার মধ্যে গোয়ান্দু, মুসিকিউয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ৬ ও ৫ ম্যাচ। তবে মাপোসার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাপোসা তিন ম্যাচ নিয়েছেন ৪ উইকেট।
সিকান্দার রাজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানির মতো দুই সংস্করণের দলে থাকলেও রাজা অধিনায়ক টি-টোয়েন্টি সংস্করণের। ওয়ানডেতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ক্রেগ আরভিন। তিনি আবার টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না। শন উইলিয়ামসও শুধুই ওয়ানডে সিরিজ খেলবেন। এছাড়া ব্র্যান্ডন মাভুতা, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, দিওন মায়ার্স, ফারাজ আকরাম, ব্রায়ান ব্রেনেট-এই ৬ জিম্বাবুইয়ান পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই দলেই আছেন।
বুলাওয়েতে ২৪ নভেম্বর শুরু হচ্ছে জিম্বাবুয়ে-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের শেষ দুই ওয়ানডে হবে ২৬ ও ২৮ নভেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ১ ডিসেম্বর। বাকি দুই টি-টোয়েন্টি ৩ ও ৫ ডিসেম্বর। ৬ ম্যাচের সবগুলোই হবে বুলাওয়েতে। আন্তর্জাতিক ক্রিকেটে দল দুটি সবশেষ মুখোমুখি হয়েছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পার্থে বিশ্বকাপের সেই ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে। রাজা তখন হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে দল
ক্রেগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জয়লর্ড গাম্বি, ট্রেভর গোয়ান্দু, ক্লাইভ মাদান্দে, তিনোতেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ব্র্যান্ডন মাভুতা, তাসিঙ্গা মুসিকিউয়া, ব্লেসিং মুজারাবানি, দিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, শন উইলিয়ামস
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গোয়ান্দু, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তিনোতেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, তাসিঙ্গা মুসিকিউয়া, ব্লেসিং মুজারাবানি, দিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা

নিরাপত্তার অজুহাত দেখিয়ে মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিতে চিঠি দিয়েছে। আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মোস্তাফিজের
১ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে নেওয়ার পর হঠাৎ কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় তোপের মুখে পড়েছে ভারত। ভক্ত-সমর্থকেরা তো বটেই, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর ক্ষুব্ধ অনেক ক্রিকেটারও। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর প্রক্রিয়া শুরুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
৩ ঘণ্টা আগে
মাত্র ১৪ মাসের মাথায় আবারও কোচ পরিবর্তন করল ম্যানচেস্টার ইউনাইটেড। রুমেন আমোরিমকে ছাঁটাই করেছে তারা। এমন ঘোষণা অবশ্য আসন্ন ছিল।
৩ ঘণ্টা আগে