নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খেলার মাঠে ঝগড়াঝাঁটি, হাতাহাতির ঘটনা নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে পাড়ার ক্রিকেট—সব জায়গায় এমন ঘটনা ঘটে হরহামেশাই। মিরপুরে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে হঠাৎই লেগে গেছে।
মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হয়েছে গতকাল। আজ দ্বিতীয় দিনে ম্যাচের মাঝে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হঠাৎ হাতাহাতি শুরু হয়ে যায়। বাংলাদেশের ইনিংসের ১০৫তম ওভারের ঘটনা। প্রথম বল করার পর রিপন মন্ডলের দিকে তেড়ে যান প্রোটিয়া স্পিনার সেপো ইনোসেন্ট এনতুলি। রিপন তখন এনতুলিকে থামাতে গিয়েছেন। কিন্তু এনতুলি যে থামার পাত্র নন। উল্টো তিনি রিপনের হেলমেট ধরে টান দিয়েছেন। পরিস্থিতি সামলাতে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন। তবু রিপন-এনতুলির মধ্যে তর্কযুদ্ধ থামেনি। একপর্যায়ে প্রোটিয়া ক্রিকেটারকে ব্যাট দিয়ে মারতে যান রিপন।
প্রথম ইনিংসে ৮৯ ওভারে ৭ উইকেটে ২৪২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগে খেলা হয়েছে ২৫ ওভার। বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৪ ওভারে ৮ উইকেটে ৩৪৩ রান করেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত। রিপন মন্ডল (৪২) ও মেহেদী হাসান (১৭) এখন উইকেটে আছেন। বাংলাদেশের ইনিংসে অবশ্য ইফতেখার হোসেন ইফতির (১০৯) পর আরও একটা সেঞ্চুরি হতে পারত। তবে সাত নম্বরে নামা মঈন খান ৯১ রান করে আউট হয়েছেন।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের জন্য এটা সিরিজ নির্ধারণী চার দিনের ম্যাচ। এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুই দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছে। সেই ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

খেলার মাঠে ঝগড়াঝাঁটি, হাতাহাতির ঘটনা নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে পাড়ার ক্রিকেট—সব জায়গায় এমন ঘটনা ঘটে হরহামেশাই। মিরপুরে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে হঠাৎই লেগে গেছে।
মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হয়েছে গতকাল। আজ দ্বিতীয় দিনে ম্যাচের মাঝে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হঠাৎ হাতাহাতি শুরু হয়ে যায়। বাংলাদেশের ইনিংসের ১০৫তম ওভারের ঘটনা। প্রথম বল করার পর রিপন মন্ডলের দিকে তেড়ে যান প্রোটিয়া স্পিনার সেপো ইনোসেন্ট এনতুলি। রিপন তখন এনতুলিকে থামাতে গিয়েছেন। কিন্তু এনতুলি যে থামার পাত্র নন। উল্টো তিনি রিপনের হেলমেট ধরে টান দিয়েছেন। পরিস্থিতি সামলাতে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন। তবু রিপন-এনতুলির মধ্যে তর্কযুদ্ধ থামেনি। একপর্যায়ে প্রোটিয়া ক্রিকেটারকে ব্যাট দিয়ে মারতে যান রিপন।
প্রথম ইনিংসে ৮৯ ওভারে ৭ উইকেটে ২৪২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগে খেলা হয়েছে ২৫ ওভার। বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৪ ওভারে ৮ উইকেটে ৩৪৩ রান করেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত। রিপন মন্ডল (৪২) ও মেহেদী হাসান (১৭) এখন উইকেটে আছেন। বাংলাদেশের ইনিংসে অবশ্য ইফতেখার হোসেন ইফতির (১০৯) পর আরও একটা সেঞ্চুরি হতে পারত। তবে সাত নম্বরে নামা মঈন খান ৯১ রান করে আউট হয়েছেন।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের জন্য এটা সিরিজ নির্ধারণী চার দিনের ম্যাচ। এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুই দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছে। সেই ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৭ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে