নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক মাধ্যমে গত রাতে হঠাৎ করেই এক পোস্টে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তাঁর (মুশফিক) অবসরের পর ফেসবুকে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তরা আবেগী বার্তা দিয়েছেন। ওয়ানডেকে বিদায় বলা মুশফিককে আজ ‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শুরুর আগে।
মিরপুর শেরেবাংলায় এখন চলছে ডিপিএলের মোহামেডান স্পোর্টিং ক্লাব-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচ। মোহামেডানে মুশফিক খেলছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে। চেনা পরিচিত মিরপুরে আজ মুশফিককে ‘গার্ড অব অনার’ দিয়েছে তামিমের নেতৃত্বাধীন মোহামেডান। যেহেতু মোহামেডান টস জিতে ফিল্ডিং নিয়েছে, মুশফিক তাই কিপিং গ্লাভস পরে তৈরি হয়েছেন। ম্যাচের আগে বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন তাঁকে দুই পাশে ঘিরে করতালির মাধ্যমে সংবর্ধনা দিয়েছেন তামিমরা।
২০০৬-এর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মুশফিকের ওয়ানডেতে পথচলা শুরু। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে খেলেছেন ২৭৪ ওয়ানডে। রাওয়ালপিন্ডিতে গত ২৪ ফেব্রুয়ারি ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে করেছেন ২ রান। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ২৭৪ ওয়ানডেতে ৭৯.৭০ স্ট্রাইকরেটে ৭৭৯৫ রান করেছেন। ৯ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪৯ ফিফটি। তবে অল্পের জন্য ডিসমিসালে আরেকটি মাইলফলক ছোঁয়ার আক্ষেপটা রয়েই গেল। ওয়ানডেতে মুশফিকের ডিসমিসাল ২৯৯। ২৪৩ ক্যাচের পাশাপাশি ৫৬ স্ট্যাম্পিং করেছেন। যার মধ্যে উইকেটরক্ষক হিসেবেই ধরেছেন ২৪১ ক্যাচ।
টস জিতে আজ প্রথমে ফিল্ডিং নেওয়ার সুবিধাটা ভালোভাবেই কাজে লাগাচ্ছে মোহামেডান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান করেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। মোহাম্মদ আল আমিন জুনিয়র ৩৭ রানে অপরাজিত। তানবীর হায়দার ১২ রানে ব্যাটিং করছেন।

সামাজিক মাধ্যমে গত রাতে হঠাৎ করেই এক পোস্টে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তাঁর (মুশফিক) অবসরের পর ফেসবুকে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তরা আবেগী বার্তা দিয়েছেন। ওয়ানডেকে বিদায় বলা মুশফিককে আজ ‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শুরুর আগে।
মিরপুর শেরেবাংলায় এখন চলছে ডিপিএলের মোহামেডান স্পোর্টিং ক্লাব-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচ। মোহামেডানে মুশফিক খেলছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে। চেনা পরিচিত মিরপুরে আজ মুশফিককে ‘গার্ড অব অনার’ দিয়েছে তামিমের নেতৃত্বাধীন মোহামেডান। যেহেতু মোহামেডান টস জিতে ফিল্ডিং নিয়েছে, মুশফিক তাই কিপিং গ্লাভস পরে তৈরি হয়েছেন। ম্যাচের আগে বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন তাঁকে দুই পাশে ঘিরে করতালির মাধ্যমে সংবর্ধনা দিয়েছেন তামিমরা।
২০০৬-এর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মুশফিকের ওয়ানডেতে পথচলা শুরু। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে খেলেছেন ২৭৪ ওয়ানডে। রাওয়ালপিন্ডিতে গত ২৪ ফেব্রুয়ারি ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে করেছেন ২ রান। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ২৭৪ ওয়ানডেতে ৭৯.৭০ স্ট্রাইকরেটে ৭৭৯৫ রান করেছেন। ৯ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪৯ ফিফটি। তবে অল্পের জন্য ডিসমিসালে আরেকটি মাইলফলক ছোঁয়ার আক্ষেপটা রয়েই গেল। ওয়ানডেতে মুশফিকের ডিসমিসাল ২৯৯। ২৪৩ ক্যাচের পাশাপাশি ৫৬ স্ট্যাম্পিং করেছেন। যার মধ্যে উইকেটরক্ষক হিসেবেই ধরেছেন ২৪১ ক্যাচ।
টস জিতে আজ প্রথমে ফিল্ডিং নেওয়ার সুবিধাটা ভালোভাবেই কাজে লাগাচ্ছে মোহামেডান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান করেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। মোহাম্মদ আল আমিন জুনিয়র ৩৭ রানে অপরাজিত। তানবীর হায়দার ১২ রানে ব্যাটিং করছেন।

মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ভারতের মাঠে এবারই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে কিউইরা। আটবারের চেষ্টায় কিউইরা সফল হলো যে অধিনায়কের নেতৃত্বে, এবার তাঁকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দল।
১ ঘণ্টা আগে
আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে নাটকীয়তা শেষে মরক্কোকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেনেগাল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরে ফিফা র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে সাদিও মানেরা। আন্তর্জাতিক ফুটবল সংস্থা প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি করেছে সেনেগালিজরা।
১ ঘণ্টা আগে
নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভারতের পরিবর্তে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের কথায় আইসিসি অযৌক্তিক চাপ সৃষ্টি করলে সেটা মেনে নেওয়া হবে না বলে জানালেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল তারা।
৪ ঘণ্টা আগে