ক্রীড়া ডেস্ক

বিরাট কোহলি-রোহিত শর্মাকে ছাড়া টেস্টে নতুন ভারতের এমন শুরুর চেয়ে দারুণ আর কী হতে পারে! হেডিংলি টেস্টের ফল আসতে এখনো অনেক দেরি। ম্যাচে যেকোনো কিছুই হতে পারে। তবে নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল টেস্টের প্রথম দিনই নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
হেডিংলিতে গতকাল শুরু হওয়া ইংল্যান্ড-ভারত টেস্টের প্রথম দিনই দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন গিল। ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়া ভারতীয় এই ব্যাটার ১৭৫ বলে ১২৭ রান করে এখনো অপরাজিত। অসাধারণ এই সেঞ্চুরিতে ভারতের অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করে গিল বসেছেন বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার ও বিরাট কোহলির পাশে। পঞ্চম ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে গিল এমন বিরল রেকর্ড করার পর সঞ্জয় মাঞ্জেরেকার বিস্ময়কর এক মন্তব্য করেছেন।
জিওস্টারে মাঞ্জেরেকার যা বলেছেন, তেমনটা বাস্তবে হলে গিলের বিরল রেকর্ড গড়া হতো না। গিল নয়, বরং জসপ্রীত বুমরা ভারতের টেস্ট অধিনায়ক হলে খুশি হতেন মাঞ্জেরেকার। জিওস্টারে ভারতীয় ধারাভাষ্যকার বলেন, ‘সত্যি বলতে আমি এটার (গিলকে ভারতের টেস্ট অধিনায়ক করা) বিরুদ্ধে ছিলাম। সত্যি বলতে বুমরাকে অধিনায়ক হিসেবে আরও ভালো ও যুক্তিসংগত মনে হয়েছিল। ভবিষ্যৎ নিয়ে অত চিন্তাভাবনা করিনি। আমার কাছে তাই গিলকে অধিনায়ক করা সঠিক সিদ্ধান্ত মনে হয়নি।’ হেডিংলিতে রেকর্ড গড়া সেঞ্চুরির পর অধিনায়ক গিলকে নিয়ে এখনই বেশি কিছু ভাবতে চান না মাঞ্জেরেকার। জিওস্টারে ভারতীয় এই ধারাভাষ্যকার বলেন, ‘কিন্তু অধিনায়ক হিসেবে শুবমান গিল ব্যর্থ হতে যাচ্ছে? না।’
ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৩ টেস্টের ক্যারিয়ারে গিলের গড় ৩৭.৪০। যেখানে ভারতের মাঠেই তাঁর টেস্টের গড় সর্বোচ্চ ৪২.০৩। ভেন্যু হিসেবে এই তালিকায় দুইয়ে আছে বাংলাদেশ। ২ টেস্ট খেলা ভারতীয় এই ক্রিকেটারের বাংলাদেশের মাঠে গড় ৩৯.২৫। এশিয়ান কন্ডিশনে গিল কতটা দুর্দান্ত, সেটার পক্ষে কথা বলছে এই পরিসংখ্যান। বিদেশের মাঠে তাঁর গড় খুব একটা ভালো না হলেও এশিয়ার মতো নয়।
ইংল্যান্ড সিরিজ দিয়ে বিদেশের মাঠেই যেহেতু টেস্ট অধিনায়কত্বের প্রথম পর্ব শুরু হচ্ছে গিলের, হয়তোবা একারণেই তাঁকে (গিল) নিয়ে চিন্তিত ছিলেন মাঞ্জেরেকার। ভারতীয় ধারাভাষ্যকার বলেন, ‘অধিনায়ক হিসেবে মেজাজের দিক থেকে আমাদের মনে হয়েছিল যে অধিনায়ক হওয়ার দুশ্চিন্তা তার (গিল) থাকবে না। তাছাড়া বিদেশের মাঠে তার পারফরম্যান্স আশানুরূপ না। এমন অবস্থায় অধিনায়কত্বের চাপ যোগ হলে কী হয়, সেটা নিয়ে কিছু প্রশ্ন ছিল।’
এ বছরের মে মাসে আইপিএল চলাকালীন রোহিত-কোহলি দুজনেই সামাজিক মাধ্যমে টেস্টকে বিদায় বলেছেন। রোহিতের অবসরে টেস্ট অধিনায়কত্বের শূন্যস্থান বুমরাকে নিয়ে পূরণ করার চিন্তাভাবনা চলছিল বলে জানা গেছে। তবে বুমরা তখনই ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়ে দিয়েছিলেন, তিনি টেস্ট অধিনায়ক হতে চান না। চিকিৎসকের পরামর্শে নিজের ওয়ার্কলোড নিয়ে সতর্ক ভারতীয় এই পেসার।
হেডিংলিতে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত প্রথম দিনের খেলা শেষ করেছে ৮৫ ওভারে ৩ উইকেটে ৩৫৯ রানে। গিল শুরু করবেন ১২৭ রান থেকে। ঋষভ পন্ত অপরাজিত ৬৫ রানে।
গিলের মতো হেডিংলিতে এবার সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়ালও। দুর্দান্ত সেঞ্চুরিতে জয়সওয়াল ভেঙেছেন স্যার ডন ব্র্যাডম্যানের একটি রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে কমপক্ষে ৫০০ রান করেছেন, তাঁদের মধ্যে সর্বোচ্চ ৯০.৩৩ গড় জয়সওয়ালের। ভারতীয় এই ব্যাটারের পর তালিকায় দুইয়ে থাকা ব্র্যাডম্যানের গড় ৮৯.৭৮।

বিরাট কোহলি-রোহিত শর্মাকে ছাড়া টেস্টে নতুন ভারতের এমন শুরুর চেয়ে দারুণ আর কী হতে পারে! হেডিংলি টেস্টের ফল আসতে এখনো অনেক দেরি। ম্যাচে যেকোনো কিছুই হতে পারে। তবে নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল টেস্টের প্রথম দিনই নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
হেডিংলিতে গতকাল শুরু হওয়া ইংল্যান্ড-ভারত টেস্টের প্রথম দিনই দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন গিল। ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়া ভারতীয় এই ব্যাটার ১৭৫ বলে ১২৭ রান করে এখনো অপরাজিত। অসাধারণ এই সেঞ্চুরিতে ভারতের অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করে গিল বসেছেন বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার ও বিরাট কোহলির পাশে। পঞ্চম ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে গিল এমন বিরল রেকর্ড করার পর সঞ্জয় মাঞ্জেরেকার বিস্ময়কর এক মন্তব্য করেছেন।
জিওস্টারে মাঞ্জেরেকার যা বলেছেন, তেমনটা বাস্তবে হলে গিলের বিরল রেকর্ড গড়া হতো না। গিল নয়, বরং জসপ্রীত বুমরা ভারতের টেস্ট অধিনায়ক হলে খুশি হতেন মাঞ্জেরেকার। জিওস্টারে ভারতীয় ধারাভাষ্যকার বলেন, ‘সত্যি বলতে আমি এটার (গিলকে ভারতের টেস্ট অধিনায়ক করা) বিরুদ্ধে ছিলাম। সত্যি বলতে বুমরাকে অধিনায়ক হিসেবে আরও ভালো ও যুক্তিসংগত মনে হয়েছিল। ভবিষ্যৎ নিয়ে অত চিন্তাভাবনা করিনি। আমার কাছে তাই গিলকে অধিনায়ক করা সঠিক সিদ্ধান্ত মনে হয়নি।’ হেডিংলিতে রেকর্ড গড়া সেঞ্চুরির পর অধিনায়ক গিলকে নিয়ে এখনই বেশি কিছু ভাবতে চান না মাঞ্জেরেকার। জিওস্টারে ভারতীয় এই ধারাভাষ্যকার বলেন, ‘কিন্তু অধিনায়ক হিসেবে শুবমান গিল ব্যর্থ হতে যাচ্ছে? না।’
ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৩ টেস্টের ক্যারিয়ারে গিলের গড় ৩৭.৪০। যেখানে ভারতের মাঠেই তাঁর টেস্টের গড় সর্বোচ্চ ৪২.০৩। ভেন্যু হিসেবে এই তালিকায় দুইয়ে আছে বাংলাদেশ। ২ টেস্ট খেলা ভারতীয় এই ক্রিকেটারের বাংলাদেশের মাঠে গড় ৩৯.২৫। এশিয়ান কন্ডিশনে গিল কতটা দুর্দান্ত, সেটার পক্ষে কথা বলছে এই পরিসংখ্যান। বিদেশের মাঠে তাঁর গড় খুব একটা ভালো না হলেও এশিয়ার মতো নয়।
ইংল্যান্ড সিরিজ দিয়ে বিদেশের মাঠেই যেহেতু টেস্ট অধিনায়কত্বের প্রথম পর্ব শুরু হচ্ছে গিলের, হয়তোবা একারণেই তাঁকে (গিল) নিয়ে চিন্তিত ছিলেন মাঞ্জেরেকার। ভারতীয় ধারাভাষ্যকার বলেন, ‘অধিনায়ক হিসেবে মেজাজের দিক থেকে আমাদের মনে হয়েছিল যে অধিনায়ক হওয়ার দুশ্চিন্তা তার (গিল) থাকবে না। তাছাড়া বিদেশের মাঠে তার পারফরম্যান্স আশানুরূপ না। এমন অবস্থায় অধিনায়কত্বের চাপ যোগ হলে কী হয়, সেটা নিয়ে কিছু প্রশ্ন ছিল।’
এ বছরের মে মাসে আইপিএল চলাকালীন রোহিত-কোহলি দুজনেই সামাজিক মাধ্যমে টেস্টকে বিদায় বলেছেন। রোহিতের অবসরে টেস্ট অধিনায়কত্বের শূন্যস্থান বুমরাকে নিয়ে পূরণ করার চিন্তাভাবনা চলছিল বলে জানা গেছে। তবে বুমরা তখনই ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়ে দিয়েছিলেন, তিনি টেস্ট অধিনায়ক হতে চান না। চিকিৎসকের পরামর্শে নিজের ওয়ার্কলোড নিয়ে সতর্ক ভারতীয় এই পেসার।
হেডিংলিতে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত প্রথম দিনের খেলা শেষ করেছে ৮৫ ওভারে ৩ উইকেটে ৩৫৯ রানে। গিল শুরু করবেন ১২৭ রান থেকে। ঋষভ পন্ত অপরাজিত ৬৫ রানে।
গিলের মতো হেডিংলিতে এবার সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়ালও। দুর্দান্ত সেঞ্চুরিতে জয়সওয়াল ভেঙেছেন স্যার ডন ব্র্যাডম্যানের একটি রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে কমপক্ষে ৫০০ রান করেছেন, তাঁদের মধ্যে সর্বোচ্চ ৯০.৩৩ গড় জয়সওয়ালের। ভারতীয় এই ব্যাটারের পর তালিকায় দুইয়ে থাকা ব্র্যাডম্যানের গড় ৮৯.৭৮।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৩ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৭ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৮ ঘণ্টা আগে