নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘরের মাঠে অভিষেকেই হামজা চৌধুরী পেয়েছেন গোলের দেখা। গতকাল জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রথমার্ধের ৪৫ মিনিট খেলেছেন তিনি। তবু খেলায় তাঁর প্রভাবই বেশি ছিল। এটা যেমন মানছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা, তেমনি মানছেন ভুটানের কোচ আতসুশি নাকামুরাও।
ম্যাচের ষষ্ঠ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে জাল কাঁপান হামজা। যা ড্রেসিংরুমে বাড়তি আনন্দের জোগান দিয়েছে। এমনটাই জানান ম্যাচের দ্বিতীয় গোলদাতা সোহেল রানা। সেই আনন্দ ধরে রাখার চেষ্টা করবেন ১০ জুন সিঙ্গাপুর ম্যাচেও।
আজ টিম হোটেলে সোহেল বলেন, ‘প্রতিটি ম্যাচ জয়ের পর ড্রেসিংরুমের সবাই খুশি থাকে, কালও একই বিষয় ছিল। বিশেষ করে যেহেতু হামজা দেশের মাঠে প্রথম খেলেছে, প্রথম ম্যাচেই গোল পেয়েছে, এতে খেলোয়াড়দের সবার মধ্যে বাড়তি আনন্দ কাজ করেছে। এই আনন্দ আমরা ভবিষ্যতেও ধরে রাখার চেষ্টা করব। জিতলে ড্রেসিংরুমে যে আনন্দের আবহ থাকে, সেটা ধরে রাখার চেষ্টা করব।’
হামজার কাছ থেকে সবসময়ই শিখছেন সোহেল, ‘যতক্ষণ তার সঙ্গে থাকি, আমরা শিখি। সে গোল করার পর আমরা সবাই উদ্যাপন করেছি তার সঙ্গে। যেটা তার খুব ভালো লেগেছে। এটা তার কাছে জানতে চাইলেও আপনারা একই কথা জানতে পারবেন।’
ম্যাচে সোহেলের গোলটি আসে ৪৯ মিনিটে। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন এই মিডফিল্ডার, ‘আমার গোলের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ; আমার মনে হয়, দলের জন্য কিছু করতে পেরেছি, এটাই আমার ভালো লেগেছে। তাছাড়া কালকের ম্যাচটা ছিল সিঙ্গাপুরের বিপক্ষে আমরা কিভাবে খেলব, সেটা ঠিক করা দিকে আমাদের মনোযোগ ছিল বেশি। ব্যক্তিগতভাবে গোল পাওয়ায় ভালো লেগেছে, এটা ভালো লাগার ব্যাপারও।’
ভুটান ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ফাহামিদুল। শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও তা কাটিয়ে ওঠেন। দলের সঙ্গে দ্রুতই মানিয়ে নেবেন তিনি বলে প্রত্যাশা সোহেলের, ‘দেখুন, (বাংলাদেশের হয়ে) ফাহামিদুলের এটা প্রথম ম্যাচ ছিল, সব মিলিয়ে তার পারফরম্যান্স ভালো ছিল। আমি মনে করি, কন্ডিশন ও দলের সঙ্গে সে দ্রুত মানিয়ে নেবে। কোচ খুবই সহযোগিতা করছে তাকে, যাতে সে সবার সঙ্গে মানিয়ে নিতে পারে। আমরাও চেষ্টা করেছি আমাদের সঙ্গে যেন তার বোঝাপড়াটা দ্রুত হয়। সিঙ্গাপুরের ম্যাচের আগে আরও কিছু সময় আছে, আমরাও তার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ভালো একটা সময় পাব।’
ভুটানের ম্যাচে না খেললেও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে দেখা যাবে শমিত শোমকে। কানাডা প্রবাসী এই মিডফিল্ডার যোগ হওয়ায় দলের শক্তি আরও বেড়েছে।
সোহেল বলেন, ‘শমিত শোম এসেছে। আমার মনে হয়, এদের নিয়ে আমাদের দল আরও শক্তিশালী হয়েছে। দিনকে দিন আমরা আরও শক্তিশালী হচ্ছি। এটা আমাদের দেশের ফুটবলের জন্য ভালো। আমি মনে করি, ভবিষ্যতে এমন আরও অনেক ফুটবলার আসবে, এটা দেশের জন্য ভালো, দেশের ফুটবলের জন্য ভালো। আমার মনে হয়, আমরা সিঙ্গাপুরের বিপক্ষে পুরো শক্তি নিয়ে মাঠে নামব।’

ঘরের মাঠে অভিষেকেই হামজা চৌধুরী পেয়েছেন গোলের দেখা। গতকাল জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রথমার্ধের ৪৫ মিনিট খেলেছেন তিনি। তবু খেলায় তাঁর প্রভাবই বেশি ছিল। এটা যেমন মানছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা, তেমনি মানছেন ভুটানের কোচ আতসুশি নাকামুরাও।
ম্যাচের ষষ্ঠ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে জাল কাঁপান হামজা। যা ড্রেসিংরুমে বাড়তি আনন্দের জোগান দিয়েছে। এমনটাই জানান ম্যাচের দ্বিতীয় গোলদাতা সোহেল রানা। সেই আনন্দ ধরে রাখার চেষ্টা করবেন ১০ জুন সিঙ্গাপুর ম্যাচেও।
আজ টিম হোটেলে সোহেল বলেন, ‘প্রতিটি ম্যাচ জয়ের পর ড্রেসিংরুমের সবাই খুশি থাকে, কালও একই বিষয় ছিল। বিশেষ করে যেহেতু হামজা দেশের মাঠে প্রথম খেলেছে, প্রথম ম্যাচেই গোল পেয়েছে, এতে খেলোয়াড়দের সবার মধ্যে বাড়তি আনন্দ কাজ করেছে। এই আনন্দ আমরা ভবিষ্যতেও ধরে রাখার চেষ্টা করব। জিতলে ড্রেসিংরুমে যে আনন্দের আবহ থাকে, সেটা ধরে রাখার চেষ্টা করব।’
হামজার কাছ থেকে সবসময়ই শিখছেন সোহেল, ‘যতক্ষণ তার সঙ্গে থাকি, আমরা শিখি। সে গোল করার পর আমরা সবাই উদ্যাপন করেছি তার সঙ্গে। যেটা তার খুব ভালো লেগেছে। এটা তার কাছে জানতে চাইলেও আপনারা একই কথা জানতে পারবেন।’
ম্যাচে সোহেলের গোলটি আসে ৪৯ মিনিটে। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন এই মিডফিল্ডার, ‘আমার গোলের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ; আমার মনে হয়, দলের জন্য কিছু করতে পেরেছি, এটাই আমার ভালো লেগেছে। তাছাড়া কালকের ম্যাচটা ছিল সিঙ্গাপুরের বিপক্ষে আমরা কিভাবে খেলব, সেটা ঠিক করা দিকে আমাদের মনোযোগ ছিল বেশি। ব্যক্তিগতভাবে গোল পাওয়ায় ভালো লেগেছে, এটা ভালো লাগার ব্যাপারও।’
ভুটান ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ফাহামিদুল। শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও তা কাটিয়ে ওঠেন। দলের সঙ্গে দ্রুতই মানিয়ে নেবেন তিনি বলে প্রত্যাশা সোহেলের, ‘দেখুন, (বাংলাদেশের হয়ে) ফাহামিদুলের এটা প্রথম ম্যাচ ছিল, সব মিলিয়ে তার পারফরম্যান্স ভালো ছিল। আমি মনে করি, কন্ডিশন ও দলের সঙ্গে সে দ্রুত মানিয়ে নেবে। কোচ খুবই সহযোগিতা করছে তাকে, যাতে সে সবার সঙ্গে মানিয়ে নিতে পারে। আমরাও চেষ্টা করেছি আমাদের সঙ্গে যেন তার বোঝাপড়াটা দ্রুত হয়। সিঙ্গাপুরের ম্যাচের আগে আরও কিছু সময় আছে, আমরাও তার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ভালো একটা সময় পাব।’
ভুটানের ম্যাচে না খেললেও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে দেখা যাবে শমিত শোমকে। কানাডা প্রবাসী এই মিডফিল্ডার যোগ হওয়ায় দলের শক্তি আরও বেড়েছে।
সোহেল বলেন, ‘শমিত শোম এসেছে। আমার মনে হয়, এদের নিয়ে আমাদের দল আরও শক্তিশালী হয়েছে। দিনকে দিন আমরা আরও শক্তিশালী হচ্ছি। এটা আমাদের দেশের ফুটবলের জন্য ভালো। আমি মনে করি, ভবিষ্যতে এমন আরও অনেক ফুটবলার আসবে, এটা দেশের জন্য ভালো, দেশের ফুটবলের জন্য ভালো। আমার মনে হয়, আমরা সিঙ্গাপুরের বিপক্ষে পুরো শক্তি নিয়ে মাঠে নামব।’

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে