ঘরের ছেলে নেইমার ঘরে ফিরেছেন এ সপ্তাহে। ব্রাজিলের ফরোয়ার্ডকে রাজকীয় বরণ করেছিল সান্তোস। দীর্ঘ ১ যুগ পর ফেরা নেইমার মাঠে নামার সুযোগ পেয়েছেন বাংলাদেশ সময় আজ সকালে। তবে ফেরার ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া হলো না ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে আজ পুনরায় ক্লাবটির হয়ে যাত্রা শুরু হয় নেইমারের। বাংলাদেশ সময় সকালে হলেও তিনি ৪৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছেন ব্রাজিলের সময় গত রাতে। ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে সান্তোসের প্রতিপক্ষ ছিল বোতাফোগো। ম্যাচে ৩৮ মিনিটে তিকুইনো সোয়ারেস পেনাল্টি থেকে গোলে এগিয়ে নেন সান্তোসকে। এরপর ৬৭ মিনিটে সমতাসূচক গোল করেন বোতাফোগোর স্ট্রাইকার আলেক্সান্দ্রে ডি জেসুস। শেষ পর্যন্ত সান্তোস-বোতাফোগো ম্যাচ শেষ হয় ১-১ গোলে।
বদলি হিসেবে মাঠে নামলেও দীর্ঘ ১ যুগ পর ভিলা বেলমিরোতে খেলতে পেরে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত নেইমার। ম্যাচ শেষে ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘সান্তোসকে আমি ভালোবাসি। আজ রাতে (গতকাল) মাঠে পা রাখার পর নিজের অনুভূতির কথা বলে বোঝাতে পারব না।’
ক্যারিয়ারজুড়ে নেইমার লড়াই করেছেন চোটের সঙ্গে। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গত দুই বছরে নিয়মিত হতে পারেননি তিনি। ম্যাচ শেষে জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থার কথা। ৩৩ বছর বয়সী ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘ম্যাচ ও সময় দরকার আমার। শতভাগ ফিট অবস্থায় নেই আমি। দৌড়ানো ও ড্রিবলিং নিয়ে অত বেশি আশা করিনি। আশা করি, পরের চার-পাঁচ ম্যাচে আরও ভালো করতে পারব।’
সান্তোসেই নেইমারের ক্লাব ক্যারিয়ারের পথচলা শুরু। তবে ২০১৩ সালে ক্লাবটি ছেড়ে তিনি পাড়ি জমান ইউরোপে। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই—দুই ইউরোপীয় ক্লাবে খেলার পর আল হিলালে খেলেছেন। তবে চোটের কারণে আল হিলালে দুই বছরে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছেন তিনি। গত মাসের শেষ দিকে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। তাতে ১২ বছর পর সান্তোসে ফেরাটা সহজ হয় নেইমারের জন্য। যদিও আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগে ব্রাজিলের ফরোয়ার্ডের নিজের ঘরে ফেরা নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়।
ঘরের ছেলে নেইমার ঘরে ফিরেছেন এ সপ্তাহে। ব্রাজিলের ফরোয়ার্ডকে রাজকীয় বরণ করেছিল সান্তোস। দীর্ঘ ১ যুগ পর ফেরা নেইমার মাঠে নামার সুযোগ পেয়েছেন বাংলাদেশ সময় আজ সকালে। তবে ফেরার ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া হলো না ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে আজ পুনরায় ক্লাবটির হয়ে যাত্রা শুরু হয় নেইমারের। বাংলাদেশ সময় সকালে হলেও তিনি ৪৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছেন ব্রাজিলের সময় গত রাতে। ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে সান্তোসের প্রতিপক্ষ ছিল বোতাফোগো। ম্যাচে ৩৮ মিনিটে তিকুইনো সোয়ারেস পেনাল্টি থেকে গোলে এগিয়ে নেন সান্তোসকে। এরপর ৬৭ মিনিটে সমতাসূচক গোল করেন বোতাফোগোর স্ট্রাইকার আলেক্সান্দ্রে ডি জেসুস। শেষ পর্যন্ত সান্তোস-বোতাফোগো ম্যাচ শেষ হয় ১-১ গোলে।
বদলি হিসেবে মাঠে নামলেও দীর্ঘ ১ যুগ পর ভিলা বেলমিরোতে খেলতে পেরে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত নেইমার। ম্যাচ শেষে ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘সান্তোসকে আমি ভালোবাসি। আজ রাতে (গতকাল) মাঠে পা রাখার পর নিজের অনুভূতির কথা বলে বোঝাতে পারব না।’
ক্যারিয়ারজুড়ে নেইমার লড়াই করেছেন চোটের সঙ্গে। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গত দুই বছরে নিয়মিত হতে পারেননি তিনি। ম্যাচ শেষে জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থার কথা। ৩৩ বছর বয়সী ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘ম্যাচ ও সময় দরকার আমার। শতভাগ ফিট অবস্থায় নেই আমি। দৌড়ানো ও ড্রিবলিং নিয়ে অত বেশি আশা করিনি। আশা করি, পরের চার-পাঁচ ম্যাচে আরও ভালো করতে পারব।’
সান্তোসেই নেইমারের ক্লাব ক্যারিয়ারের পথচলা শুরু। তবে ২০১৩ সালে ক্লাবটি ছেড়ে তিনি পাড়ি জমান ইউরোপে। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই—দুই ইউরোপীয় ক্লাবে খেলার পর আল হিলালে খেলেছেন। তবে চোটের কারণে আল হিলালে দুই বছরে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছেন তিনি। গত মাসের শেষ দিকে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। তাতে ১২ বছর পর সান্তোসে ফেরাটা সহজ হয় নেইমারের জন্য। যদিও আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগে ব্রাজিলের ফরোয়ার্ডের নিজের ঘরে ফেরা নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে বৃষ্টি এখন বাগড়া দিচ্ছে নিয়মিত। টেস্টে গতকাল তৃতীয় দিনে খেলা হয়েছে অর্ধেকের মতো (৪৪ ওভার)। চতুর্থ দিনের খেলা আজ শুরু হয়েছে এক ঘণ্টা দেরিতে। খেলা শুরু হতে না হতেই উইকেট বিলিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
৪৪ মিনিট আগেটুর্নামেন্টের শেষভাগে এসে পড়েছে লা লিগা। একটু এদিক সেদিক হলেই ফস্কে যেতে পারে। এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামে গত রাতে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। কাতালানরা তাতে চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে পৌঁছে গেছে। ১–০ গোলে জয়ের পর বার্সেলোনার পয়েন্ট ৩৩ ম্যাচে ৭৬। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের...
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়ের দুই ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি আপিলে এক ম্যাচে কমিয়ে আনার ঘটনায় সমালোচিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে বোর্ডের দুই গুরুত্বপূর্ণ বিভাগ সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) ও আম্পায়ার্স কমিটির টেকনিক্যাল কমিটি একে...
২ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) শুরুটা ভালোই করেছিলেন রিশাদ হোসেন। পিএসএল ক্যারিয়ারের প্রথম দু্ই ম্যাচেই তিনটি করে উইকেট নিয়েছিলেন তিনি। তবে বাংলাদেশি এই লেগস্পিনারকে লেগেছে বড্ড অচেনা। মুক্তহস্তে রান বিলিয়েছেন। দল লাহোর কালান্দার্স হেরেছে বাজেভাবে।
৩ ঘণ্টা আগে