ক্রীড়া ডেস্ক

বাছাইপর্বে তিন ম্যাচের তিনটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সাবলীলভাবে এগোতে থাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে বাংলাদেশের ইনিংসে হঠাৎই নামে ধস।
এলসিসিএ গ্রাউন্ডে আজ টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ১৩৯ বলে ১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। যা ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে এটা যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এই জুটি ভাঙতেই এলোমেলো হয়ে যায় এশিয়ার দলটি। একটা পর্যায়ে ৪৯ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়েছে তারা। খেই হারানো বাংলাদেশ ২০০ পেরোতে পেরেছে শেষের দিকের জুটিতে। জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ২২৮ রান।
সুপ্তা-পিংকির রেকর্ড জুটি ভাঙার পরই বাংলাদেশের ইনিংসের ধসের শুরু। ২৮তম ওভারের তৃতীয় বলে পিংকিকে ফিরিয়ে জুটি ভাঙেন আলিয়া অ্যালেইনে। ৭৮ বলে ৪২ রান করেন পিংকি। বাংলাদেশের এই ওপেনার মেরেছেন ৩ চার। একই ওভারের পঞ্চম বলে সুপ্তাকে ফিরিয়েছেন অ্যালেইনে। সুপ্তা ৭৯ বলে ১০ চারে ৬৭ রান করেছেন। অ্যালেইনে এরপর ফিরিয়েছেন জ্যোতিকে। বাংলাদেশ অধিনায়ক ১০ বলে করেন ৫ চার। কোনো বাউন্ডারি মারতে পারেননি। অ্যালেইনের তিন উইকেটের মধ্যে পিংকিকে করেছেন কট এন্ড বোল্ড। সুপ্তা, জ্যোতি দুজনেই বোল্ড আউট হয়েছেন।
অ্যালেইনের হঠাৎ আক্রমণে ৮ রানে ৩ উইকেট হারিয়ে ৩১.২ ওভারে ৪ উইকেটে ১৪২ রানে পরিণত হয় বাংলাদেশ। দিশেহারা বাংলাদেশ এরপর উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতেই। একটা পর্যায়ে জ্যোতির দলের স্কোর হয়ে যায় ৪৪ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান। নবম উইকেটে এরপর নাহিদা আক্তার ও রাবেয়া খান গড়েন ৩২ বলে ৩১ রানের জুটি। ৩৯ বলে ২৫ রান করে নাহিদা ফিরলেও ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন রাবেয়া। ইনিংসের শেষের তিন বলে অ্যালেইনেকে তিনটি চার মেরেছেন রাবেয়া। ১০ নম্বরে নেমে রাবেয়া ২০ বলে ৫ চারে ২৩ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ৯ উইকেটে করেছে ২২৭ রান।
সুপ্তার ৬৭ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন পিংকি। ওয়েস্ট ইন্ডিজের অ্যালেইনা ৯ ওভারে ৩৯ রানে নিয়েছেন ৪ উইকেট। দুই ওভার মেডেন দিয়েছেন ক্যারিবীয় এই পেসার। অ্যাফি ফ্লেচার ও উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস নিয়েছেন দুটি করে উইকেট। চিনিলি হেনরি পেয়েছেন এক উইকেট।

বাছাইপর্বে তিন ম্যাচের তিনটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সাবলীলভাবে এগোতে থাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে বাংলাদেশের ইনিংসে হঠাৎই নামে ধস।
এলসিসিএ গ্রাউন্ডে আজ টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ১৩৯ বলে ১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। যা ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে এটা যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এই জুটি ভাঙতেই এলোমেলো হয়ে যায় এশিয়ার দলটি। একটা পর্যায়ে ৪৯ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়েছে তারা। খেই হারানো বাংলাদেশ ২০০ পেরোতে পেরেছে শেষের দিকের জুটিতে। জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ২২৮ রান।
সুপ্তা-পিংকির রেকর্ড জুটি ভাঙার পরই বাংলাদেশের ইনিংসের ধসের শুরু। ২৮তম ওভারের তৃতীয় বলে পিংকিকে ফিরিয়ে জুটি ভাঙেন আলিয়া অ্যালেইনে। ৭৮ বলে ৪২ রান করেন পিংকি। বাংলাদেশের এই ওপেনার মেরেছেন ৩ চার। একই ওভারের পঞ্চম বলে সুপ্তাকে ফিরিয়েছেন অ্যালেইনে। সুপ্তা ৭৯ বলে ১০ চারে ৬৭ রান করেছেন। অ্যালেইনে এরপর ফিরিয়েছেন জ্যোতিকে। বাংলাদেশ অধিনায়ক ১০ বলে করেন ৫ চার। কোনো বাউন্ডারি মারতে পারেননি। অ্যালেইনের তিন উইকেটের মধ্যে পিংকিকে করেছেন কট এন্ড বোল্ড। সুপ্তা, জ্যোতি দুজনেই বোল্ড আউট হয়েছেন।
অ্যালেইনের হঠাৎ আক্রমণে ৮ রানে ৩ উইকেট হারিয়ে ৩১.২ ওভারে ৪ উইকেটে ১৪২ রানে পরিণত হয় বাংলাদেশ। দিশেহারা বাংলাদেশ এরপর উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতেই। একটা পর্যায়ে জ্যোতির দলের স্কোর হয়ে যায় ৪৪ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান। নবম উইকেটে এরপর নাহিদা আক্তার ও রাবেয়া খান গড়েন ৩২ বলে ৩১ রানের জুটি। ৩৯ বলে ২৫ রান করে নাহিদা ফিরলেও ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন রাবেয়া। ইনিংসের শেষের তিন বলে অ্যালেইনেকে তিনটি চার মেরেছেন রাবেয়া। ১০ নম্বরে নেমে রাবেয়া ২০ বলে ৫ চারে ২৩ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ৯ উইকেটে করেছে ২২৭ রান।
সুপ্তার ৬৭ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন পিংকি। ওয়েস্ট ইন্ডিজের অ্যালেইনা ৯ ওভারে ৩৯ রানে নিয়েছেন ৪ উইকেট। দুই ওভার মেডেন দিয়েছেন ক্যারিবীয় এই পেসার। অ্যাফি ফ্লেচার ও উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস নিয়েছেন দুটি করে উইকেট। চিনিলি হেনরি পেয়েছেন এক উইকেট।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
১১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১১ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১২ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১২ ঘণ্টা আগে