ক্রীড়া ডেস্ক

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লাহোর কালান্দার্সের জন্য হুমকি হয়ে উঠছিলেন রাইলি রুশো। উইকেটে এসে বোলারদের ওপর চড়াও হতে থাকেন তিনি। রিশাদ হোসেনকেও পড়তে হয় সেই ঝড়ের কবলে। তবে রুশোর সাজঘরের পথ দেখিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের এই স্পিনার। তাঁর ঘূর্ণিতে চড়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোরও পায় দারুণ এক জয়।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে লাহোর৷ প্রথমবার একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনান রিশাদ। ৪ ওভারে ৩১ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন তিনি। দুটি করে শিকার শাহিন আফ্রিদি, আসিফ আফ্রিদি ও সিকান্দার রাজার।
লাহোরের দেওয়া ২২০ রানের লক্ষ্যে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে কোয়েটা। ৯ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। তবু কুশল মেন্ডিসকে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রুশো।
পাওয়ার প্লে শেষে রিশাদকে বোলিংয়ে আনেন লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি। প্রথম ওভারে ৭ রান দেন রিশাদ। পরের ওভারে চতুর্থ বলে তাঁর গুগলিকে ছক্কায় পরিণত করেন রুশো। মনোবল শক্ত রেখে পরের বলে টপ স্পিন ডেলিভারি করেন রিশাদ। রুশো এবারও ব্যাট ঘুরিয়েছিলেন সজোরে। কিন্তু বল তাঁর ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত হানে স্টাম্পে। ১৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৪৪ রানে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।
তৃতীয় ওভারেও একটি ছক্কা হজম করে ৯ রান দেন রিশাদ। তবে শেষ ওভারে প্রথম বলেই বোল্ড করেন মোহাম্মদ আমিরকে। তৃতীয় বলে ছক্কা মারেন আবরার আহমেদ। কিন্তু রুশোর মতো ঠিক পরের বলেই বিদায় নিতে হয় তাঁকে। স্কয়ার লেগে থাকা মোহাম্মদ নাঈমকে ক্যাচ দেন তিনি৷ বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকটা এমন রঙিনভাবেই রাঙালেন রিশাদ। তাঁর প্রশংসায় শাহিন বলেন, ‘মাঝের ওভারে উইকেট নিতে পারে এমন বোলার চাচ্ছিলাম আমরা। এ কারণেই রিশাদকে একাদশে নেওয়া হয়। দুর্ভাগ্যবশত ডেভিড ভিসে চোটে পড়ে যায়৷ তাই রিশাদই ছিল আমাদের হাতে সেরা বিকল্প।’
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২১৯ রান করে লাহোর। ৩৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করেন ওপেনার ফখর জামান। ম্যাচসেরাও হন তিনি। শেষ দিকে ১৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন স্যাম বিলিংস। যা বোলারদের জন্য কাজ সহজ করে দেয়।
পিএসএলে লাহোরের পরের ম্যাচ মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লাহোর কালান্দার্সের জন্য হুমকি হয়ে উঠছিলেন রাইলি রুশো। উইকেটে এসে বোলারদের ওপর চড়াও হতে থাকেন তিনি। রিশাদ হোসেনকেও পড়তে হয় সেই ঝড়ের কবলে। তবে রুশোর সাজঘরের পথ দেখিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের এই স্পিনার। তাঁর ঘূর্ণিতে চড়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোরও পায় দারুণ এক জয়।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে লাহোর৷ প্রথমবার একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনান রিশাদ। ৪ ওভারে ৩১ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন তিনি। দুটি করে শিকার শাহিন আফ্রিদি, আসিফ আফ্রিদি ও সিকান্দার রাজার।
লাহোরের দেওয়া ২২০ রানের লক্ষ্যে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে কোয়েটা। ৯ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। তবু কুশল মেন্ডিসকে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রুশো।
পাওয়ার প্লে শেষে রিশাদকে বোলিংয়ে আনেন লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি। প্রথম ওভারে ৭ রান দেন রিশাদ। পরের ওভারে চতুর্থ বলে তাঁর গুগলিকে ছক্কায় পরিণত করেন রুশো। মনোবল শক্ত রেখে পরের বলে টপ স্পিন ডেলিভারি করেন রিশাদ। রুশো এবারও ব্যাট ঘুরিয়েছিলেন সজোরে। কিন্তু বল তাঁর ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত হানে স্টাম্পে। ১৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৪৪ রানে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।
তৃতীয় ওভারেও একটি ছক্কা হজম করে ৯ রান দেন রিশাদ। তবে শেষ ওভারে প্রথম বলেই বোল্ড করেন মোহাম্মদ আমিরকে। তৃতীয় বলে ছক্কা মারেন আবরার আহমেদ। কিন্তু রুশোর মতো ঠিক পরের বলেই বিদায় নিতে হয় তাঁকে। স্কয়ার লেগে থাকা মোহাম্মদ নাঈমকে ক্যাচ দেন তিনি৷ বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকটা এমন রঙিনভাবেই রাঙালেন রিশাদ। তাঁর প্রশংসায় শাহিন বলেন, ‘মাঝের ওভারে উইকেট নিতে পারে এমন বোলার চাচ্ছিলাম আমরা। এ কারণেই রিশাদকে একাদশে নেওয়া হয়। দুর্ভাগ্যবশত ডেভিড ভিসে চোটে পড়ে যায়৷ তাই রিশাদই ছিল আমাদের হাতে সেরা বিকল্প।’
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২১৯ রান করে লাহোর। ৩৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করেন ওপেনার ফখর জামান। ম্যাচসেরাও হন তিনি। শেষ দিকে ১৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন স্যাম বিলিংস। যা বোলারদের জন্য কাজ সহজ করে দেয়।
পিএসএলে লাহোরের পরের ম্যাচ মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে