ক্রীড়া ডেস্ক

কদিন পর পরই পাকিস্তান দলের কোচ নিয়োগ। এবার সাদা বলের জন্য নতুন কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিউই কোচ। আগামী ২৬ মে থেকে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
২৫ মে শেষ হবে পিএসএল। ২৭ মে থেকে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে মোহাম্মদ রিজওয়ানের দল। পাকিস্তানের কোচ হিসেবে হেসনের প্রথম অ্যাসাইনমেন্টই হবে বাংলাদেশ সিরিজ।
পাকিস্তানের প্রধান কোচের পদ খালি ছিল মাঝের কিছুদিন। আকিব জাভেদ অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলে যাচ্ছিলেন। সবশেষ পূর্ণকালীন প্রধান কোচ ছিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেন। তিনি স্বল্প সময়ের পাকিস্তান অধ্যায় চুকিয়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন সাবেক পাক পেসার আকিব। তাঁর অধীনে কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি খেলেছে বাবর-শাহিনরা। কিন্তু জাভেদের সঙ্গেও পিসিবির চুক্তি মেয়াদ ফুরোয় গত ফেব্রুয়ারিতে। এরপরই তিনি আর চুক্তি নবায়ন করবেন না বলে জানিয়ে দেন। এবার ডিরেক্টর অব হাই পারফরম্যান্সের দায়িত্ব পেয়েছেন আকিব।
কোচ হিসেবে মাইক হেসনের লম্বা সময়ের অভিজ্ঞতা। ২০১১ সালে কেনিয়া ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেওয়ার পর ‘নিরাপত্তাজনিত কারণে’ পদত্যাগ করেন। ২০১২ সালের জুলাইয়ে নিউজিল্যান্ড দলের কোচের দায়িত্ব নিয়ে ২০১৮ সালে পদত্যাগ করেন। এ ছাড়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালকের দায়িত্বেও ছিলেন হেসন।
২০২৩ সালের নভেম্বরে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব নেন হেসন। তাঁর অধীনে গত মৌসুমে পিএসএলে নিজেদের তৃতীয় শিরোপা জেতে দলটি। পিএসএলে সেটা ছিল হেসনের অভিষেক মৌসুম। এবারও প্লে-অফে ওঠার দৌড়ে দারুণভাবে টিকে আছে ইসলামাবাদ।

কদিন পর পরই পাকিস্তান দলের কোচ নিয়োগ। এবার সাদা বলের জন্য নতুন কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিউই কোচ। আগামী ২৬ মে থেকে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
২৫ মে শেষ হবে পিএসএল। ২৭ মে থেকে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে মোহাম্মদ রিজওয়ানের দল। পাকিস্তানের কোচ হিসেবে হেসনের প্রথম অ্যাসাইনমেন্টই হবে বাংলাদেশ সিরিজ।
পাকিস্তানের প্রধান কোচের পদ খালি ছিল মাঝের কিছুদিন। আকিব জাভেদ অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলে যাচ্ছিলেন। সবশেষ পূর্ণকালীন প্রধান কোচ ছিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেন। তিনি স্বল্প সময়ের পাকিস্তান অধ্যায় চুকিয়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন সাবেক পাক পেসার আকিব। তাঁর অধীনে কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি খেলেছে বাবর-শাহিনরা। কিন্তু জাভেদের সঙ্গেও পিসিবির চুক্তি মেয়াদ ফুরোয় গত ফেব্রুয়ারিতে। এরপরই তিনি আর চুক্তি নবায়ন করবেন না বলে জানিয়ে দেন। এবার ডিরেক্টর অব হাই পারফরম্যান্সের দায়িত্ব পেয়েছেন আকিব।
কোচ হিসেবে মাইক হেসনের লম্বা সময়ের অভিজ্ঞতা। ২০১১ সালে কেনিয়া ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেওয়ার পর ‘নিরাপত্তাজনিত কারণে’ পদত্যাগ করেন। ২০১২ সালের জুলাইয়ে নিউজিল্যান্ড দলের কোচের দায়িত্ব নিয়ে ২০১৮ সালে পদত্যাগ করেন। এ ছাড়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালকের দায়িত্বেও ছিলেন হেসন।
২০২৩ সালের নভেম্বরে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব নেন হেসন। তাঁর অধীনে গত মৌসুমে পিএসএলে নিজেদের তৃতীয় শিরোপা জেতে দলটি। পিএসএলে সেটা ছিল হেসনের অভিষেক মৌসুম। এবারও প্লে-অফে ওঠার দৌড়ে দারুণভাবে টিকে আছে ইসলামাবাদ।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
১০ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১০ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১১ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১১ ঘণ্টা আগে