Ajker Patrika

তামিম-জিসানরা এভাবে কাঁপিয়েছেন এনসিএলে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২০: ৪১
আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। এবারের এনসিএলে সর্বোচ্চ রানসংগ্রাহকের প্রথম পাঁচে আছেন তিনি। ছবি: এসিসি
আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। এবারের এনসিএলে সর্বোচ্চ রানসংগ্রাহকের প্রথম পাঁচে আছেন তিনি। ছবি: এসিসি

ম্যাড়মেড়ে এক ফাইনাল দিয়ে সিলেটে আজ শেষ হলো জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম মৌসুম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর-ঢাকা মহানগর ফাইনালে চার-ছক্কার ফুলঝুরি দূরে থাক, রান করতেই ব্যাটারদের রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা।

ফাইনাল যেমনই হোক, দেশীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এনসিএলের প্রথম মৌসুমে ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্যপূর্ণ লড়াই দেখা গেছে। পুরো টুর্নামেন্টে ৭.৭৫ ইকোনমিতে রান উঠেছে। ৭২৩ চার ও ৪১৮ ছক্কা হয়েছে। নাঈম শেখ, নুরুল হাসান সোহানদের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন জিসান আলম, আজিজুল হাকিম তামিমের মতো তরুণরা। ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপ জয়ী বাংলাদেশ অধিনায়ক তামিম এবারের এনসিএলে খেলেছেন খুলনার হয়ে। ৯ ম্যাচে ২ ফিফটিতে ২৩৭ রান করেছেন তামিম। গড় ও স্ট্রাইকরেট ২৬.৩৩ ও ১৩৬.৯৯। তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।

ঝোড়ো ব্যাটিংয়ে নজর কেড়েছেন জিসান আলম। ১৫৮.৭৬ স্ট্রাইকরেটে সিলেটের এই ওপেনার করেন ২৮১ রান। একটি সেঞ্চুরিও করেছেন তিনি। জিসানের চেয়ে এবারের এনসিএল টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করেছেন নাঈম শেখ। ঢাকা মহানগরের হয়ে এবার করেছেন ৩১৬ রান। সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিন ও চারে আছেন দুই সোহান। নুরুল হাসান সোহান ও হাবিবুর রহমান সোহান করেছেন ২৬৬ ও ২৫৯ রান। এ ছাড়া ব্যাটিংয়ে ২০০ বা তার বেশি রান করেছেন ইমরানুজ্জামান (২২৮), আরিফুল ইসলাম (২১৩), আকবর আলী (২০৮) ও তৌফিক খান (২০০)। আকবরের নেতৃত্বেই এবার চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।

সিরিজে সর্বোচ্চ ১৯ উইকেট নিয়েছেন রংপুরের আলাউদ্দিন বাবু। ৫.৫০ ইকোনমিতে বোলিং করেছেন এই পেসার। দুইয়ে থাকা চট্টগ্রামের আহমেদ শরীফ নিয়েছেন ১৭ উইকেট। তিন থেকে পাঁচ-সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় থাকা এই তিন বোলারই ঢাকা মহানগরের। ১৫,১৪ ও ১৩ উইকেট নিয়েছেন রাকিবুল হাসান, আলিস আল ইসলাম ও আবু হায়দার রনি। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী রাকিবুল আজ ফাইনালে ১ উইকেট নিলেও ১৬ ইকোনমিতে বোলিং করেছেন। অবশ্য ঢাকা মহাগর তো ৬৩ রানের মামুলি লক্ষ্য দিয়েছিল রংপুরের সামনে।

সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় নাঈম শেখ ও নুরুল হাসান সোহান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দিন বাইরে আছেন। বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ নাঈম সবশেষ খেলেছেন গত বছরের ৯ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে বাংলাদেশ হেরেছিল ২১ রানে। সোহানও আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। তবে তাঁর সেই ম্যাচ ছিল টেস্টে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও হেরেছিল বাংলাদেশ।

এবারের এনসিএলে দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান করেন জিসান আলম। ঝোড়ো গতিতে সেঞ্চুরিও করেছেন তিনি। ছবি: বিসিবি
এবারের এনসিএলে দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান করেন জিসান আলম। ঝোড়ো গতিতে সেঞ্চুরিও করেছেন তিনি। ছবি: বিসিবি

এনসিএল টি-টোয়েন্টির প্রথম মৌসুমের সেরা ৫ ব্যাটার

ব্যাটার রান দল সেরা স্ট্রাইকরেট

নাঈম শেখ ৩১৬ ঢাকা মহানগর ৬৯ ১৩৫.০৪

জিসান আলম ২৮১ সিলেট ১০০ ১৫৮.৭৬

নুরুল হাসান সোহান ২৬৬ খুলনা ৫২ ১২৬.০৭

হাবিবুর রহমান সোহান ২৫৯ রাজশাহী ৬৬ ১৬০.৮৭

আজিজুল হাকিম তামিম ২৩৭ লনা ৬৬ ১৩৬.৯৯

সেরা ৫ বোলার

বোলার উইকেট দল সেরা ইকোনমি

আলাউদ্দিন বাবু ১৯ রংপুর ৪/৯ ৫.৫০

আহমেদ শরীফ ১৭ চট্টগ্রাম ৪/২৬ ৭.৭৭

রাকিবুল হাসান ১৫ ঢাকা মহানগর ৩/২৬ ৬.৪১

আলিস আল ইসলাম ১৪ ঢাকা মহানগর ৩/২২ ৫.৩২

আবু হায়দার রনি ১৩ ঢাকা মহানগর ৩/৭ ৬.০৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

এলাকার খবর
Loading...