Ajker Patrika

তামিম-জিসানরা এভাবে কাঁপিয়েছেন এনসিএলে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২০: ৪১
আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। এবারের এনসিএলে সর্বোচ্চ রানসংগ্রাহকের প্রথম পাঁচে আছেন তিনি। ছবি: এসিসি
আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। এবারের এনসিএলে সর্বোচ্চ রানসংগ্রাহকের প্রথম পাঁচে আছেন তিনি। ছবি: এসিসি

ম্যাড়মেড়ে এক ফাইনাল দিয়ে সিলেটে আজ শেষ হলো জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম মৌসুম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর-ঢাকা মহানগর ফাইনালে চার-ছক্কার ফুলঝুরি দূরে থাক, রান করতেই ব্যাটারদের রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা।

ফাইনাল যেমনই হোক, দেশীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এনসিএলের প্রথম মৌসুমে ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্যপূর্ণ লড়াই দেখা গেছে। পুরো টুর্নামেন্টে ৭.৭৫ ইকোনমিতে রান উঠেছে। ৭২৩ চার ও ৪১৮ ছক্কা হয়েছে। নাঈম শেখ, নুরুল হাসান সোহানদের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন জিসান আলম, আজিজুল হাকিম তামিমের মতো তরুণরা। ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপ জয়ী বাংলাদেশ অধিনায়ক তামিম এবারের এনসিএলে খেলেছেন খুলনার হয়ে। ৯ ম্যাচে ২ ফিফটিতে ২৩৭ রান করেছেন তামিম। গড় ও স্ট্রাইকরেট ২৬.৩৩ ও ১৩৬.৯৯। তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।

ঝোড়ো ব্যাটিংয়ে নজর কেড়েছেন জিসান আলম। ১৫৮.৭৬ স্ট্রাইকরেটে সিলেটের এই ওপেনার করেন ২৮১ রান। একটি সেঞ্চুরিও করেছেন তিনি। জিসানের চেয়ে এবারের এনসিএল টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করেছেন নাঈম শেখ। ঢাকা মহানগরের হয়ে এবার করেছেন ৩১৬ রান। সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিন ও চারে আছেন দুই সোহান। নুরুল হাসান সোহান ও হাবিবুর রহমান সোহান করেছেন ২৬৬ ও ২৫৯ রান। এ ছাড়া ব্যাটিংয়ে ২০০ বা তার বেশি রান করেছেন ইমরানুজ্জামান (২২৮), আরিফুল ইসলাম (২১৩), আকবর আলী (২০৮) ও তৌফিক খান (২০০)। আকবরের নেতৃত্বেই এবার চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।

সিরিজে সর্বোচ্চ ১৯ উইকেট নিয়েছেন রংপুরের আলাউদ্দিন বাবু। ৫.৫০ ইকোনমিতে বোলিং করেছেন এই পেসার। দুইয়ে থাকা চট্টগ্রামের আহমেদ শরীফ নিয়েছেন ১৭ উইকেট। তিন থেকে পাঁচ-সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় থাকা এই তিন বোলারই ঢাকা মহানগরের। ১৫,১৪ ও ১৩ উইকেট নিয়েছেন রাকিবুল হাসান, আলিস আল ইসলাম ও আবু হায়দার রনি। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী রাকিবুল আজ ফাইনালে ১ উইকেট নিলেও ১৬ ইকোনমিতে বোলিং করেছেন। অবশ্য ঢাকা মহাগর তো ৬৩ রানের মামুলি লক্ষ্য দিয়েছিল রংপুরের সামনে।

সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় নাঈম শেখ ও নুরুল হাসান সোহান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দিন বাইরে আছেন। বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ নাঈম সবশেষ খেলেছেন গত বছরের ৯ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে বাংলাদেশ হেরেছিল ২১ রানে। সোহানও আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। তবে তাঁর সেই ম্যাচ ছিল টেস্টে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও হেরেছিল বাংলাদেশ।

এবারের এনসিএলে দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান করেন জিসান আলম। ঝোড়ো গতিতে সেঞ্চুরিও করেছেন তিনি। ছবি: বিসিবি
এবারের এনসিএলে দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান করেন জিসান আলম। ঝোড়ো গতিতে সেঞ্চুরিও করেছেন তিনি। ছবি: বিসিবি

এনসিএল টি-টোয়েন্টির প্রথম মৌসুমের সেরা ৫ ব্যাটার

ব্যাটার রান দল সেরা স্ট্রাইকরেট

নাঈম শেখ ৩১৬ ঢাকা মহানগর ৬৯ ১৩৫.০৪

জিসান আলম ২৮১ সিলেট ১০০ ১৫৮.৭৬

নুরুল হাসান সোহান ২৬৬ খুলনা ৫২ ১২৬.০৭

হাবিবুর রহমান সোহান ২৫৯ রাজশাহী ৬৬ ১৬০.৮৭

আজিজুল হাকিম তামিম ২৩৭ লনা ৬৬ ১৩৬.৯৯

সেরা ৫ বোলার

বোলার উইকেট দল সেরা ইকোনমি

আলাউদ্দিন বাবু ১৯ রংপুর ৪/৯ ৫.৫০

আহমেদ শরীফ ১৭ চট্টগ্রাম ৪/২৬ ৭.৭৭

রাকিবুল হাসান ১৫ ঢাকা মহানগর ৩/২৬ ৬.৪১

আলিস আল ইসলাম ১৪ ঢাকা মহানগর ৩/২২ ৫.৩২

আবু হায়দার রনি ১৩ ঢাকা মহানগর ৩/৭ ৬.০৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আজই কি তাহলে সবার ওপরে রিশাদরা

ক্রীড়া ডেস্ক    
এবারের বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে খেলছেন রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত
এবারের বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে খেলছেন রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত

দুই ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশের পয়েন্ট টেবিলের শীর্ষে মেলবোর্ন স্টার্স। সমান ৪ পয়েন্ট রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনসেরও। আজ পার্থ স্করচার্সকে হারালে হোবার্টের হবে ৬ পয়েন্ট। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে পার্থ-হোবার্ট ম্যাচ। এবারে এটা হোবার্টের চতুর্থ ম্যাচ। তার আগে বেলা ১টা ৫ মিনিটে শুরু হবে সিডনি সিক্সার্স-মেলবোর্ন স্টার্স ম্যাচ। মেলবোর্ন জিতলে তাদেরও ৬ পয়েন্ট হবে। তখন চলে আসবে নেট রানরেটের ব্যাপার। তবে দুপুরে মেলবোর্ন হারলে আর বিকেলে হোবার্ট জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে তারা। ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) শুরু হচ্ছে আজ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

ক্রিকেট খেলা সরাসরি

বিপিএল

সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স

বেলা ৩টা

সরাসরি

চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস

সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট

সরাসরি

টি স্পোর্টস

মেলবোর্ন টেস্ট: ১ম দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ভোর ৫টা ৩০ মিনিট

সরাসরি

স্টার স্পোর্টস ১

বিগ ব্যাশ লিগ

সিডনি সিক্সার্স-মেলবোর্ন স্টার্স

বেলা ১টা ৫ মিনিট

সরাসরি

পার্থ স্করচার্স-হোবার্ট হারিকেনস

বিকেল ৪টা ১৫ মিনিট

সরাসরি

স্টার স্পোর্টস ২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

গিলক্রিস্টের ২৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙতে পারবেন তো ক্যারি

ক্রীড়া ডেস্ক    
অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড ভাঙার আরও কাছে অ্যালেক্স ক্যারি। ছবি: ক্রিকইনফো
অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড ভাঙার আরও কাছে অ্যালেক্স ক্যারি। ছবি: ক্রিকইনফো

ক্যারিয়ারের সেরা সময়টা অ্যালেক্স ক্যারি কাটাচ্ছেন ২০২৫ সালেই। আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর ১০০০ রানের বেশি করেছেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার। ছন্দে থাকা ক্যারির সামনে এখন অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড ভাঙার হাতছানি। তবে ২৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙাটা ক্যারির জন্য একটু কঠিনই বটে।

এবারের অ্যাশেজে নিয়মিত রান করছেন ক্যারি। ট্রাভিস হেডের ৩৯১ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৮৭ রান এসেছে ক্যারির ব্যাট থেকে। মেলবোর্নে আজ বাংলাদেশ সময় ভোরে বক্সিং ডে টেস্ট যখন ক্যারি শুরু করতে নেমেছিলেন, তখন তাঁর সামনে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টেস্টে এক বছরে সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার হাতছানি। তবে প্রথম ইনিংসে ২০ রান করে আউট হওয়াতে কাজটা একটু কঠিন হয়ে গেল তাঁর জন্য। টেস্টে এ বছর এখন পর্যন্ত ৫০.৮৬ গড়ে ৭৬৩ রান করেছেন তিনি। ১১ টেস্টের ১৫ ইনিংসে ব্যাটিং করে ২ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছেন। অজি উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টেস্টে এক বছরে সর্বোচ্চ ৮৭০ রানের রেকর্ড ২০০১ সালে গড়েছিলেন গিলক্রিস্ট। সে বছর ১৪ টেস্টের ১৯ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছিলেন।

টেস্টে এক বছরে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানসংগ্রাহকের প্রথম চারটিই গিলক্রিস্টের। ২০০৪, ২০০৫ ও ২০০২ সালে তিনি ৮৩৭, ৮৩৬ ও ৭৯২ রান করেছিলেন। তবে গিলক্রিস্টের ২০০১ সালের রেকর্ড ভাঙতে মেলবোর্নে আজ শুরু হওয়া অ্যাশেজের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির বিকল্প নেই ক্যারির। দ্বিতীয় ইনিংসে ক্যারিকে করতে হবে ১০৮ রান। সেক্ষেত্রে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেবেন অস্ট্রেলিয়ার ৩৪ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার।

২০১৮ থেকে শুরু করে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭ টেস্ট, ৮৫ ওয়ানডে ও ৪২ টি-টোয়েন্টি খেলেছেন। তিন সংস্করণ মিলে করেছেন ৪৮০৯ রান। যার মধ্যে এ বছর করেছেন ১০৬৪ রান। তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এটা বছরের হিসেবে সর্বোচ্চ রান। মেলবোর্নে আজ টস হেরে আগে ব্যাটিং পেয়ে অস্ট্রেলিয়া ৪৫.২ ওভারে ১৫২ রানে গুটিয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেছেন মাইকেল নেসার। ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডও নেই স্বস্তিতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮.২ ওভারে ৬ উইকেটে ৬৮ রান করেছে ইংলিশরা।

অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টেস্টে এক বছরে সর্বোচ্চ রান

রান সাল

অ্যাডাম গিলক্রিস্ট ৮৭০ ২০০১

অ্যাডাম গিলক্রিস্ট ৮৩৭ ২০০৪

অ্যাডাম গিলক্রিস্ট ৮৩৬ ২০০৫

অ্যাডাম গিলক্রিস্ট ৭৯২ ২০০২

অ্যালেক্স ক্যারি ৭৬৩ ২০২৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিপিএল দেখা যাবে কোন কোন চ্যানেলে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১: ৪০
এবারের বিপিএলে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস। ছবি: ফেসবুক
এবারের বিপিএলে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস। ছবি: ফেসবুক

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় সিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রবাসী ভক্ত-সমর্থকেরাও যেন বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিস না করেন, সেই ব্যবস্থা করা হয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করা হবে ২০২৬ বিপিএল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বিপিএল সম্প্রচারকারী চ্যানেলগুলোর নাম জানিয়েছে। বাংলাদেশে টেলিভিশনে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে দেখা যাবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ডিজিটাল প্ল্যাটফর্ম আকাশ গো, ট্যাপম্যাড সম্প্রচার করবে বিপিএল। পাকিস্তানে এআরওয়াই স্পোর্টস চ্যানেলে দেখা যাবে বিপিএল। পাশাপাশি পাকিস্তানিরা এআরওয়াই জ্যাপ, ট্যাপম্যাড, মাইকো, তামাশা নামক ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পারেন বাংলাদেশের এই টুর্নামেন্ট। ভারতে ফ্যানকোডে দেখা যাবে বিপিএল। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট শ্রীলঙ্কায় ডায়লগ, পিও টিভি সম্প্রচার করবে।

নেপালে ডিশ টিভি সম্প্রচার করবে বিপিএল। আফগানিস্তানের এসওআইএইচ টিভিতে দেখা যাবে বিপিএল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট সম্প্রচার করবে উইলো টিভি। এই উইলো টিভির ডিজিটাল প্ল্যাটফর্মেও মার্কিন মুলুকে বসে বিপিএল দেখা যাবে। পাশাপাশি আরেক ডিজিটাল প্ল্যাটফর্ম ডিআরএম সম্প্রচার করবে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ওমানসহ মেনা অঞ্চলের (মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা) ১৯ দেশে টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে দেখা যাবে বিপিএল। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ক্যারিবীয় অঞ্চলের ২৭ দেশে রাশ স্পোর্টসে সম্প্রচার করা হবে।

বিশ্বজুড়ে বিপিএল সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ছবি: বিসিবি
বিশ্বজুড়ে বিপিএল সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ছবি: বিসিবি

কোন কোন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিপিএল

বাংলাদেশ

টিভি: টি স্পোর্টস, নাগরিক টিভি

ডিজিটাল: ট্যাপম্যাড, আকাশ গো

পাকিস্তান

টিভি: এআরওয়াই স্পোর্টস

ডিজিটাল: এআরওয়াই জ্যাপ, মাইকো, তামাশা, ট্যাপম্যাড

ভারত

ফ্যানকোড

শ্রীলঙ্কা

ডায়লগ, পিও টিভি

নেপাল

ডিশ হোম

মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা (১৯ দেশ)

টি স্পোর্টস ইউটিউব

ক্যারিবীয় (২৭ দেশ)

রাশ স্পোর্টস

আফগানিস্তান

এসওআইএইচ টিভি

বিশ্বের বাকি অংশে টি স্পোর্টস ইউটিউবে সম্প্রচার করা হবে বিপিএল। ২৯ দিনের এই টুর্নামেন্ট শেষ হবে ২৩ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। এবারের বিপিএলে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকা দাম উঠেছে তাওহীদ হৃদয়ের। তাঁকে কিনেছে রংপুর রাইডার্স। একই দল লিটনকে কিনেছে ৭০ লাখ টাকায়। তাসকিনকে সরাসরি চুক্তিতে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছে বিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

এবারও শুরুর আগেই বিতর্কিত বিপিএল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
২০২৬ বিপিএল শুরুর আগেই ঘটেছে বিতর্কিত ঘটনা। ছবি: বিসিবি
২০২৬ বিপিএল শুরুর আগেই ঘটেছে বিতর্কিত ঘটনা। ছবি: বিসিবি

এ যেন হওয়ারই ছিল! অন্তত বিপিএলের অতীত ইতিহাস সেটিই বলে। শুরুর ঘণ্টা বাজার আগে বিতর্কিত থাকবে চারপাশ। গতবার ‘অন্য রকম বিপিএল’-এর ঘোষণা দিয়ে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি শুরু থেকেই উপহার দিল সবচেয়ে বিতর্কিত বিপিএল। এবার আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচ্ছন্ন বিপিএল আয়োজনের অঙ্গীকার করলেও শুরুর আগেই বিতর্কিত ঘটনা!

গতকাল সকালে হুট করে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দিয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসেস। অথচ নিলামে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে নাঈম শেখকে কিনেছিল তারা। এরপর নেতিবাচক কারণে শিরোনাম হতে থাকে ফ্রাঞ্চাইজিটি। ব্যাংক গ্যারান্টির পুরো টাকা তো দেয়নি, এমনকি টুর্নামেন্ট শুরুর আগেও খেলোয়াড়দের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা ছিল, তা পর্যন্ত দিতে পারেনি তারা।

আজ থেকে শুরু হতে যাওয়া বিপিএলে ভজকট পাকানো ফ্রাঞ্চাইজিটির দায়িত্ব এখন বিসিবির কাঁধে। অল্প সময়ের ব্যবধানে দলটির কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান বাবুল। টিম ডিরেক্টর হিসেবে থাকছেন হাবিবুল বাশার সুমন, যিনি ছিলেন বিপিএলের টেকনিক্যাল কমিটিতে। সুমনের চিন্তা দ্রুত সময়ে দলের বিদেশি ক্রিকেটারদের আনা। জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবালকে করা হয়েছে চট্টগ্রাম দলের ম্যানেজার। একরকম অপ্রস্তুত হয়ে আজ সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে তারা।

নোয়াখালীই বা কতটুকু ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে পেরেছে। চট্টগ্রামের ঘটনা পেরোতে না পেরোতেই বিতর্কের জন্ম দেয় তারা। অনুশীলনের অব্যবস্থাপনার জোরে মাঝপথেই রাগান্বিত মুখে মাঠ ছেড়ে চলে যান দলের কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের। কোচের দায়িত্বে আর না থাকার কথাও জানিয়ে যান তাঁরা। পরে অবশ্য ঠিকই ইউ টার্ন নিয়ে ফেরেন। দেখা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে।

বিকেলে সাংবাদিকদের সুজন বলেন, ‘এটা ভুল-বোঝাবুঝি। মুহূর্তের উত্তেজনায় হয়তো এ রকম একটি বিষয় হয়েছে। কিন্তু আমার পেছনে দাঁড়িয়ে থাকা মালিকপক্ষের দুজনকে ধন্যবাদ। অনুশীলনে ফ্যাসিলিটি ছিল না, যে ইকুইপমেন্টগুলো দরকার তা পাইনি। তখন আমার একটু মেজাজ খারাপই হয়েছে। আমি হয়তো একটু বাজে ব্যবহার করে ফেলেছি আর কি!’

সুজনের সঙ্গে নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদুল হক জানান, সুজন যাঁর সঙ্গে রাগারাগি করেছেন তাঁকে ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেওয়া হয়েছে। এরপর সৈকত আলীকে অধিনায়ক বানিয়ে আরও একটি চমক উপহার দেয় নোয়াখালী। অথচ দলে ছিলেন সৌম্য সরকার, হাসান মাহমুদ, জাকের আলীর মতো জাতীয় দলে খেলা তারকা ক্রিকেটাররা।

এমন পরিস্থিতিতে বিসিবির আর স্বস্তিতে থাকার কথা নয়। বিপিএলের সদস্যসচিব ইফতিখার রহমান মিঠুও তা স্বীকার করলেন অকপটে। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘অবশ্যই, চাপে আছি। দু-তিন ঘণ্টা আগে যদি একটা দল বলে আমরা আর্থিকভাবে সাপোর্ট দিতে পারছি না। প্রচণ্ড চাপ।’

পর্যাপ্ত সময় পেলে আরও গোছানো বিপিএল আয়োজন করা যেত বলে মনে করেন মিঠু, ‘এ রকম হতো যে আগে দল ছিল, তাহলে কিন্তু খুব সহজ হতো। এখন নতুন করে দল দিতে হয়েছে। আগের চুক্তিগুলো শেষ হয়ে গিয়েছিল। এত কিছু করে এই দুই মাসে এত বড় টুর্নামেন্ট আয়োজন করা সত্যিই অনেক কঠিন।’

নোয়াখালী-চট্টগ্রামের আগে প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস। দুই দল অবশ্য নেতিবাচকতা থেকে নিজেদের আড়ালেই রেখেছে। স্বাগতিক দলের বিপক্ষে উন্মুখ রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘আমার মনে হয় খেলোয়াড় হিসেবে এটা খুবই রোমাঞ্চকর যে, স্বাগতিক দলের বিপক্ষে আমরা খেলব। এটা আসলেই আনন্দের। তাই এ চ্যালেঞ্জটা নেওয়া খুব গুরুত্বপূর্ণ এবং আমার দলে যত খেলোয়াড় আছে, সবাই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত।’

স্বাগতিক হলেও রাজশাহীকে হালকা করে দেখছেন না সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ‘রাজশাহী খুব ভালো দল এবং ওদের বেশ কয়েকজন জাতীয় দলের খেলোয়াড় আছে। ওদের কম্বিনেশনও ভালো আছে। হালকা করে দেখার কোনো কিছু নেই। আমাদের দলটাও অনেক ভালো, ভারসাম্যপূর্ণ। আশা করি, কালকে (আজ) একটা ভালো একটা ম্যাচ হবে।’

ভালো ম্যাচ হবে কি না সেটা বোঝা যাবে মাঠে। তবে মাঠের বাইরে বিতর্কের ছায়া থেকে কি বেরিয়ে আসতে পারবে বিপিএল?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত