ক্রীড়া ডেস্ক

এভাবেও ফিরে আসা যায়—পাকিস্তানি ক্রিকেটার হাসান নাওয়াজকে দেখে এই গানটা মনে পড়াটাই স্বাভাবিক। আন্তর্জাতিক ক্রিকেটে যাঁর শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো, তিনিই আজ অকল্যান্ডে করলেন লন্ডভন্ড। গড়লেন রেকর্ড গড়া এক সেঞ্চুরি।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে নাওয়াজের। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই তিনি আউট হয়েছেন শূন্য রানে। দুই ম্যাচ মিলে খেলেন ৫ বল। সামাজিক মাধ্যমেও ২২ বছর বয়সী তরুণ ক্রিকেটারকে নিয়ে হয় ব্যঙ্গ-বিদ্রুপ। সব কিছুর জবাব দিতেই যেন আজ অকল্যান্ডে নেমেছেন নাওয়াজ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান বনে গেলেন তিনি। তাতে ২০২১ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাবর আজমের ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে গেল।
অকল্যান্ডে আজ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া নাওয়াজ পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ১৬ তম ওভারের শেষ বলে কাইল জেমিসনকে চার মেরে পাকিস্তানকে ৯ উইকেটের আয়েশি জয় এনে দেন নাওয়াজ। ৪৫ বলে ১০ চার ও ৭ ছক্কায় ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে নাওয়াজ জেতেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানি তরুণ ক্রিকেটার বলেন, ‘প্রথম দুই ম্যাচে যেভাবে আউট হয়েছিলাম, তাতে খুবই হতাশ হয়েছিলাম। কিন্তু অধিনায়ক ও শাদাব ভাই আমাকে সাহস জুগিয়েছিলেন। তাঁরা বলেছিলেন আমি ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার ও সেটাই আমাকে সাহায্য করেছিল। প্রথমে আমার চিন্তা ছিল যে করেই হোক, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রান বের করতে হবে এবং যখনই সেটা করতে পারলাম, তাতে আমার চাপ অনেকটা কমে গেল।’
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ইনিংসের তৃতীয় বলে ফিন অ্যালেনের উইকেট হারালেও তান্ডব চালাতে থাকে। কিউইদের স্কোর একটা পর্যায়ে ছিল ১১.৪ ওভারে ৩ উইকেটে ১৩৫ রান। এখান থেকেই পাকিস্তানের ঘুরে দাঁড়ানো শুরু। সফরকারীদের দুর্দান্ত বোলিংয়ে ৬৯ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ২০৪ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
২০৫ রানের লক্ষ্যে নেমে দুই পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিস ও নাওয়াজ ৩৫ বলে ৭৪ রানের জুটি গড়েন। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। নাওয়াজ ও সালমান দ্বিতীয় উইকেটে ৬১ বলে ১৩৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ১৬ ওভারে ১ উইকেটে ২০৭ রান তুলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০ বা তার বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নিজের করে নেয় পাকিস্তান। দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ সালমান ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘আমার মতে এটা অসাধারণ পারফরম্যান্স হয়েছে। বোলাররা শুরুটা দারুণ করেছে। যেটা দেখা যায়নি (আগের দুই ম্যাচে)। দুই তরুণ ক্রিকেটার দারুণ ব্যাটিং করেছে। আমি জানতাম ২০০ রান সহজেই করা যায়। ব্যাটিংয়ের জন্য ভালো ভেন্যু। আমি সতীর্থদের বলেছিলাম, আমরা এই রান তাড়া করে জিতব।’
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড এখন ২-১ ব্যবধানে এগিয়ে। ২৩ মার্চ মাউন্ট মঙ্গানুইতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। শেষ টি-টোয়েন্টি ২৬ মার্চ হবে ওয়েলিংটনে। এরপর ২৯ মার্চ, ২ এপ্রিল ও ৫ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান-নিউজিল্যান্ড।
আরও পড়ুন:
দুই ডাকের পর নাওয়াজের রেকর্ড সেঞ্চুরি, পাকিস্তানের দাপুটে জয়

এভাবেও ফিরে আসা যায়—পাকিস্তানি ক্রিকেটার হাসান নাওয়াজকে দেখে এই গানটা মনে পড়াটাই স্বাভাবিক। আন্তর্জাতিক ক্রিকেটে যাঁর শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো, তিনিই আজ অকল্যান্ডে করলেন লন্ডভন্ড। গড়লেন রেকর্ড গড়া এক সেঞ্চুরি।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে নাওয়াজের। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই তিনি আউট হয়েছেন শূন্য রানে। দুই ম্যাচ মিলে খেলেন ৫ বল। সামাজিক মাধ্যমেও ২২ বছর বয়সী তরুণ ক্রিকেটারকে নিয়ে হয় ব্যঙ্গ-বিদ্রুপ। সব কিছুর জবাব দিতেই যেন আজ অকল্যান্ডে নেমেছেন নাওয়াজ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান বনে গেলেন তিনি। তাতে ২০২১ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাবর আজমের ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে গেল।
অকল্যান্ডে আজ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া নাওয়াজ পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ১৬ তম ওভারের শেষ বলে কাইল জেমিসনকে চার মেরে পাকিস্তানকে ৯ উইকেটের আয়েশি জয় এনে দেন নাওয়াজ। ৪৫ বলে ১০ চার ও ৭ ছক্কায় ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে নাওয়াজ জেতেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানি তরুণ ক্রিকেটার বলেন, ‘প্রথম দুই ম্যাচে যেভাবে আউট হয়েছিলাম, তাতে খুবই হতাশ হয়েছিলাম। কিন্তু অধিনায়ক ও শাদাব ভাই আমাকে সাহস জুগিয়েছিলেন। তাঁরা বলেছিলেন আমি ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার ও সেটাই আমাকে সাহায্য করেছিল। প্রথমে আমার চিন্তা ছিল যে করেই হোক, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রান বের করতে হবে এবং যখনই সেটা করতে পারলাম, তাতে আমার চাপ অনেকটা কমে গেল।’
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ইনিংসের তৃতীয় বলে ফিন অ্যালেনের উইকেট হারালেও তান্ডব চালাতে থাকে। কিউইদের স্কোর একটা পর্যায়ে ছিল ১১.৪ ওভারে ৩ উইকেটে ১৩৫ রান। এখান থেকেই পাকিস্তানের ঘুরে দাঁড়ানো শুরু। সফরকারীদের দুর্দান্ত বোলিংয়ে ৬৯ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ২০৪ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
২০৫ রানের লক্ষ্যে নেমে দুই পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিস ও নাওয়াজ ৩৫ বলে ৭৪ রানের জুটি গড়েন। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। নাওয়াজ ও সালমান দ্বিতীয় উইকেটে ৬১ বলে ১৩৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ১৬ ওভারে ১ উইকেটে ২০৭ রান তুলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০ বা তার বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নিজের করে নেয় পাকিস্তান। দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ সালমান ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘আমার মতে এটা অসাধারণ পারফরম্যান্স হয়েছে। বোলাররা শুরুটা দারুণ করেছে। যেটা দেখা যায়নি (আগের দুই ম্যাচে)। দুই তরুণ ক্রিকেটার দারুণ ব্যাটিং করেছে। আমি জানতাম ২০০ রান সহজেই করা যায়। ব্যাটিংয়ের জন্য ভালো ভেন্যু। আমি সতীর্থদের বলেছিলাম, আমরা এই রান তাড়া করে জিতব।’
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড এখন ২-১ ব্যবধানে এগিয়ে। ২৩ মার্চ মাউন্ট মঙ্গানুইতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। শেষ টি-টোয়েন্টি ২৬ মার্চ হবে ওয়েলিংটনে। এরপর ২৯ মার্চ, ২ এপ্রিল ও ৫ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান-নিউজিল্যান্ড।
আরও পড়ুন:
দুই ডাকের পর নাওয়াজের রেকর্ড সেঞ্চুরি, পাকিস্তানের দাপুটে জয়

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নাজমুল হোসেন শান্ত নেই গত ৮ মাস ধরে। কিন্তু নিজেকে প্রমাণ করতে শান্ত যে ২০২৬ বিপিএলকেই বেছে নিয়েছেন। পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ হিসেবে কাজ করছেন তিনি। রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হান্নান সরকারের মতে শান্তকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক
৩০ মিনিট আগে
আলোচনাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। অ্যাশেজের পঞ্চম টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন উসমান খাজা। আজ সিডনিতে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার জার্সিতে ক্রিকেটকে বিদায়ের এই ঘোষণা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—সিলেট স্টেডিয়ামে গত রাতে বিপিএলের রাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স ম্যাচ দেখে বহুল প্রচলিত এই প্রবাদ বাক্যটা মনে পড়তে বাধ্য। বেঙ্গালুরুর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো একই চিত্রনাট্য এবার দেখা গেছে সিলেটে। ১০ বছর পর মোহাম্মদ আশরাফুলের সেই হৃদয়বিদারক ঘটনার কথা মনে
২ ঘণ্টা আগে
এ মুহূর্তে সাকিব আল হাসান খেলছেন আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। দুই দিন আগে ফোনে দুবাই থেকে আজকের পত্রিকাকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে সাকিবের বর্তমান জীবনটা যেন উঠে এল। আজ থাকছে দ্বিতীয় ও শেষ পর্ব। সাক্ষাৎকার নিয়েছেন রানা আব্বাস।
২ ঘণ্টা আগে