আজকের পত্রিকা ডেস্ক

শিরোপার সুবাস আগেই পাচ্ছিল সিলেট। অপেক্ষা ছিল শুধু সময়ের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তারা শিরোপার স্বাদ পেল প্রথম সেশনেই। ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ইতিহাসে এটা প্রথম শিরোপা।
এনসিএলের ষষ্ঠ রাউন্ডের শেষ দিনের খেলা চলছে আজ। গতকাল তৃতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে বরিশালকে ১৪২ রানে অলআউট করে দেয় সিলেট। ১০৫ রানের লক্ষ্যে কাল ব্যাটিংয়ে নামতে না পারলেও আজ সিলেট ম্যাচ জিতেছে ৫ উইকেটে। এক ম্যাচ হাতে রেখেই ২০২৪-২৫ মৌসুমের এনসিএল জিতল সিলেট।
সিলেট আজ ১০৫ রানের লক্ষ্যে নেমে ৭ রানেই হারায় ২ উইকেট। ওপেনার তৌফিক খান ও তিন নম্বরে নামা মুবিন আহমেদ দুজনেই আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। আরেক ওপেনার পিনাক ঘোষ ১৮ রানে আউট হলে বড্ড বেকায়দায় পড়ে সিলেট। ৩ উইকেটে ২৭ রানে পরিণত হয় দলটি।
বিপদে পড়া সিলেটের হাল ধরেন দলটির অধিনায়ক অমিত হাসান ও নাসুম আহমেদ। চতুর্থ উইকেটে নাসুমের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন অমিত। জিততে যখন ১ রান দরকার, তখন দ্রুত বিদায় নেন নাসুম ও আসাদউল্লাহ আল গালিব। নাসুম করেছেন ৫২ বলে ৪৪ রান এবং রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন গালিব। রানের ফোয়ারা ছুটিয়ে চলা অমিত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মঈন খানের করা বল কাউ কর্নারে পাঠিয়ে অমিত ১ রান নিতেই সিলেট এক ম্যাচ হাতে রেখে শিরোপাজয়ের স্বাদ পায়। ৬৯ বলে ৫ চারে ৩৮ রান করে অপরাজিত থাকেন অমিত।
ছয় ম্যাচে তিন জয়ের পর সিলেটের পয়েন্ট ৩৭। এই রাউন্ডে জয় পাওয়া অন্য দুই দল ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের পয়েন্ট ২৪ ও ২২। পয়েন্ট টেবিলের সাত ও আটে থাকা রাজশাহী ও বরিশালের পয়েন্ট ১০ ও ৪। অন্যদিকে কক্সবাজার একাডেমিতে ব্যস্ত রংপুর ও ঢাকা মহানগর রয়েছে পয়েন্ট টেবিলের তিন ও চারে। বর্তমানে রংপুর ও ঢাকা মহানগরের পয়েন্ট ২১ ও ১৯। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মহানগর এগিয়ে আছে ২৪৪ রানে। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে করেছে ৭০ রান। প্রথম ইনিংসে ৪৭৫ রানে অলআউট হয়েছিল দলটি। এরপর রংপুর তাদের প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ৩১০ রানে।

শিরোপার সুবাস আগেই পাচ্ছিল সিলেট। অপেক্ষা ছিল শুধু সময়ের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তারা শিরোপার স্বাদ পেল প্রথম সেশনেই। ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ইতিহাসে এটা প্রথম শিরোপা।
এনসিএলের ষষ্ঠ রাউন্ডের শেষ দিনের খেলা চলছে আজ। গতকাল তৃতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে বরিশালকে ১৪২ রানে অলআউট করে দেয় সিলেট। ১০৫ রানের লক্ষ্যে কাল ব্যাটিংয়ে নামতে না পারলেও আজ সিলেট ম্যাচ জিতেছে ৫ উইকেটে। এক ম্যাচ হাতে রেখেই ২০২৪-২৫ মৌসুমের এনসিএল জিতল সিলেট।
সিলেট আজ ১০৫ রানের লক্ষ্যে নেমে ৭ রানেই হারায় ২ উইকেট। ওপেনার তৌফিক খান ও তিন নম্বরে নামা মুবিন আহমেদ দুজনেই আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। আরেক ওপেনার পিনাক ঘোষ ১৮ রানে আউট হলে বড্ড বেকায়দায় পড়ে সিলেট। ৩ উইকেটে ২৭ রানে পরিণত হয় দলটি।
বিপদে পড়া সিলেটের হাল ধরেন দলটির অধিনায়ক অমিত হাসান ও নাসুম আহমেদ। চতুর্থ উইকেটে নাসুমের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন অমিত। জিততে যখন ১ রান দরকার, তখন দ্রুত বিদায় নেন নাসুম ও আসাদউল্লাহ আল গালিব। নাসুম করেছেন ৫২ বলে ৪৪ রান এবং রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন গালিব। রানের ফোয়ারা ছুটিয়ে চলা অমিত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মঈন খানের করা বল কাউ কর্নারে পাঠিয়ে অমিত ১ রান নিতেই সিলেট এক ম্যাচ হাতে রেখে শিরোপাজয়ের স্বাদ পায়। ৬৯ বলে ৫ চারে ৩৮ রান করে অপরাজিত থাকেন অমিত।
ছয় ম্যাচে তিন জয়ের পর সিলেটের পয়েন্ট ৩৭। এই রাউন্ডে জয় পাওয়া অন্য দুই দল ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের পয়েন্ট ২৪ ও ২২। পয়েন্ট টেবিলের সাত ও আটে থাকা রাজশাহী ও বরিশালের পয়েন্ট ১০ ও ৪। অন্যদিকে কক্সবাজার একাডেমিতে ব্যস্ত রংপুর ও ঢাকা মহানগর রয়েছে পয়েন্ট টেবিলের তিন ও চারে। বর্তমানে রংপুর ও ঢাকা মহানগরের পয়েন্ট ২১ ও ১৯। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মহানগর এগিয়ে আছে ২৪৪ রানে। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে করেছে ৭০ রান। প্রথম ইনিংসে ৪৭৫ রানে অলআউট হয়েছিল দলটি। এরপর রংপুর তাদের প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ৩১০ রানে।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে