Ajker Patrika

এক ম্যাচ বাকি রেখেই প্রথম শিরোপা জিতল সিলেট

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৫: ১৬
প্রথমবার এনসিএলের শিরোপা জেতার পর সিলেট। ছবি: ফেসবুক
প্রথমবার এনসিএলের শিরোপা জেতার পর সিলেট। ছবি: ফেসবুক

শিরোপার সুবাস আগেই পাচ্ছিল সিলেট। অপেক্ষা ছিল শুধু সময়ের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তারা শিরোপার স্বাদ পেল প্রথম সেশনেই। ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ইতিহাসে এটা প্রথম শিরোপা।

এনসিএলের ষষ্ঠ রাউন্ডের শেষ দিনের খেলা চলছে আজ। গতকাল তৃতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে বরিশালকে ১৪২ রানে অলআউট করে দেয় সিলেট। ১০৫ রানের লক্ষ্যে কাল ব্যাটিংয়ে নামতে না পারলেও আজ সিলেট ম্যাচ জিতেছে ৫ উইকেটে। এক ম্যাচ হাতে রেখেই ২০২৪-২৫ মৌসুমের এনসিএল জিতল সিলেট।

সিলেট আজ ১০৫ রানের লক্ষ্যে নেমে ৭ রানেই হারায় ২ উইকেট। ওপেনার তৌফিক খান ও তিন নম্বরে নামা মুবিন আহমেদ দুজনেই আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। আরেক ওপেনার পিনাক ঘোষ ১৮ রানে আউট হলে বড্ড বেকায়দায় পড়ে সিলেট। ৩ উইকেটে ২৭ রানে পরিণত হয় দলটি।

বিপদে পড়া সিলেটের হাল ধরেন দলটির অধিনায়ক অমিত হাসান ও নাসুম আহমেদ। চতুর্থ উইকেটে নাসুমের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন অমিত। জিততে যখন ১ রান দরকার, তখন দ্রুত বিদায় নেন নাসুম ও আসাদউল্লাহ আল গালিব। নাসুম করেছেন ৫২ বলে ৪৪ রান এবং রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন গালিব। রানের ফোয়ারা ছুটিয়ে চলা অমিত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মঈন খানের করা বল কাউ কর্নারে পাঠিয়ে অমিত ১ রান নিতেই সিলেট এক ম্যাচ হাতে রেখে শিরোপাজয়ের স্বাদ পায়। ৬৯ বলে ৫ চারে ৩৮ রান করে অপরাজিত থাকেন অমিত।

ছয় ম্যাচে তিন জয়ের পর সিলেটের পয়েন্ট ৩৭। এই রাউন্ডে জয় পাওয়া অন্য দুই দল ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের পয়েন্ট ২৪ ও ২২। পয়েন্ট টেবিলের সাত ও আটে থাকা রাজশাহী ও বরিশালের পয়েন্ট ১০ ও ৪। অন্যদিকে কক্সবাজার একাডেমিতে ব্যস্ত রংপুর ও ঢাকা মহানগর রয়েছে পয়েন্ট টেবিলের তিন ও চারে। বর্তমানে রংপুর ও ঢাকা মহানগরের পয়েন্ট ২১ ও ১৯। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মহানগর এগিয়ে আছে ২৪৪ রানে। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে করেছে ৭০ রান। প্রথম ইনিংসে ৪৭৫ রানে অলআউট হয়েছিল দলটি। এরপর রংপুর তাদের প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ৩১০ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত