ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
ব্রাজিল, আর্জেন্টিনা-লাতিন আমেরিকার বিপক্ষে প্যারাগুয়ের জয়ের মধ্যেও দারুণ একটা মিল রয়েছে। দুটি ম্যাচই প্যারাগুয়ে খেলেছে নিজেদের মাঠ আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে। দুই প্রতিপক্ষের বিপক্ষেই প্যারাগুয়ের জয়ের ব্যবধান ১ গোলের। তিন বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে আজ ২-১ গোলে হারিয়েছে প্যারাগুয়ে।
ম্যাচে আজ প্যারাগুয়ের বিপক্ষে ১১ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের থ্রু বল রিসিভ করে বাঁ পায়ে নিখুঁত ফিনিশিং দেন লাওতারো মার্তিনেজ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখার পর গোলের স্বীকৃতি দেওয়া হয়। পিছিয়ে থাকা প্যারাগুয়ে সমতায় ফিরতে সময় নিয়েছে ৮ মিনিট। ১৯ মিনিটে কর্নার থেকে গুস্তাভো ভেলাজকেজের কর্নার থেকে ক্রস রিসিভ করে চোখধাঁধানো বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন প্যারাগুয়ের স্ট্রাইকার আন্তোনিও সানাব্রিয়া। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধ শুরুর পর দ্রুতই এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪৭ মিনিটে দিয়েগো গোমেজের ক্রস রিসিভ করেন ওমর আলদেরেতে। তারপর তাতে মাথা ছুঁয়ে লক্ষ্যভেদ
করেন আলদেরেতে। পিছিয়ে পড়া আর্জেন্টিনা সমতায় ফেরার সুযোগও পেয়েছিল। ৬৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে হুলিয়ান আলভারেজের দূরপাল্লার পাস রিসিভ করেন রদ্রিগো দি পল।ফাঁকা পেয়ে ডান পাশ থেকে ছুটে বল নিয়ে বক্সেও ঢুকে পড়েন। কিন্তু প্যারাগুয়ের গোলরক্ষক গাতিতো ফার্নান্দেজকে একা পেয়েও গোলপোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন রদ্রিগো দি পল।
খেলা যতই শেষের দিকে, আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে। তবে ফিনিশিং দুর্বলতার কারণে কোনো দলই লক্ষ্যভেদ করতে পারেনি। সুযোগ বেশি পেয়েছিল আর্জেন্টিনাই। ৮৭ মিনিটে লিওনেল মেসির ক্রস থেকে ভ্যালেন্তিন কাস্তেয়ানোস হেড দিলেও সেটা ঠিকঠাক সংযোগ হয়নি। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে খেলা গড়ানোর পর কাস্তেয়ানোস আবারও গোলের সুযোগ হাতছাড়া করেন। এবার তাঁকে (কাস্তেয়ানোস) অ্যাসিস্ট করেন দি পল। শেষ মুহূর্তের গোল মিসের কারণও বলে ঠিকমতো মাথা না ছোঁয়াতে পারা।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তারা খেলেছে ১০ ম্যাচ। ব্রাজিল ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। মাতুরিন স্টেডিয়ামে গতকাল মধ্যরাতে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ৪, ৫ ও ৬ নম্বরে থাকা উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে তিন দলেরই পয়েন্ট ১৬। যার মধ্যে উরুগুয়ে খেলেছে ১০ ম্যাচ। ১১টি করে ম্যাচ খেলেছে ইকুয়েডর ও প্যারাগুয়ে।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
ব্রাজিল, আর্জেন্টিনা-লাতিন আমেরিকার বিপক্ষে প্যারাগুয়ের জয়ের মধ্যেও দারুণ একটা মিল রয়েছে। দুটি ম্যাচই প্যারাগুয়ে খেলেছে নিজেদের মাঠ আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে। দুই প্রতিপক্ষের বিপক্ষেই প্যারাগুয়ের জয়ের ব্যবধান ১ গোলের। তিন বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে আজ ২-১ গোলে হারিয়েছে প্যারাগুয়ে।
ম্যাচে আজ প্যারাগুয়ের বিপক্ষে ১১ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের থ্রু বল রিসিভ করে বাঁ পায়ে নিখুঁত ফিনিশিং দেন লাওতারো মার্তিনেজ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখার পর গোলের স্বীকৃতি দেওয়া হয়। পিছিয়ে থাকা প্যারাগুয়ে সমতায় ফিরতে সময় নিয়েছে ৮ মিনিট। ১৯ মিনিটে কর্নার থেকে গুস্তাভো ভেলাজকেজের কর্নার থেকে ক্রস রিসিভ করে চোখধাঁধানো বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন প্যারাগুয়ের স্ট্রাইকার আন্তোনিও সানাব্রিয়া। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধ শুরুর পর দ্রুতই এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪৭ মিনিটে দিয়েগো গোমেজের ক্রস রিসিভ করেন ওমর আলদেরেতে। তারপর তাতে মাথা ছুঁয়ে লক্ষ্যভেদ
করেন আলদেরেতে। পিছিয়ে পড়া আর্জেন্টিনা সমতায় ফেরার সুযোগও পেয়েছিল। ৬৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে হুলিয়ান আলভারেজের দূরপাল্লার পাস রিসিভ করেন রদ্রিগো দি পল।ফাঁকা পেয়ে ডান পাশ থেকে ছুটে বল নিয়ে বক্সেও ঢুকে পড়েন। কিন্তু প্যারাগুয়ের গোলরক্ষক গাতিতো ফার্নান্দেজকে একা পেয়েও গোলপোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন রদ্রিগো দি পল।
খেলা যতই শেষের দিকে, আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে। তবে ফিনিশিং দুর্বলতার কারণে কোনো দলই লক্ষ্যভেদ করতে পারেনি। সুযোগ বেশি পেয়েছিল আর্জেন্টিনাই। ৮৭ মিনিটে লিওনেল মেসির ক্রস থেকে ভ্যালেন্তিন কাস্তেয়ানোস হেড দিলেও সেটা ঠিকঠাক সংযোগ হয়নি। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে খেলা গড়ানোর পর কাস্তেয়ানোস আবারও গোলের সুযোগ হাতছাড়া করেন। এবার তাঁকে (কাস্তেয়ানোস) অ্যাসিস্ট করেন দি পল। শেষ মুহূর্তের গোল মিসের কারণও বলে ঠিকমতো মাথা না ছোঁয়াতে পারা।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তারা খেলেছে ১০ ম্যাচ। ব্রাজিল ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। মাতুরিন স্টেডিয়ামে গতকাল মধ্যরাতে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ৪, ৫ ও ৬ নম্বরে থাকা উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে তিন দলেরই পয়েন্ট ১৬। যার মধ্যে উরুগুয়ে খেলেছে ১০ ম্যাচ। ১১টি করে ম্যাচ খেলেছে ইকুয়েডর ও প্যারাগুয়ে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে