ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসিকে শঙ্কাটা কাজ করছিল কদিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হলো। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে ইন্টার মায়ামি পাচ্ছে না তাদের পরের ম্যাচে। মাংসপেশির চোটে পড়াতেই এবার মেসি মূলত খেলতে পারবেন না মায়ামির জার্সিতে।
বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় লিগস কাপে মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি-পুমাস উনাম। চেজ স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচ মেসি খেলতে পারবেন না। ইন্টার মায়ামি প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো গতকাল এক সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে এই দুঃসংবাদ দিয়েছেন। মাশচেরানো বলেন, ‘সে অবশ্যই আগামীকালের দল থেকে বাদ। তবে মেডিকেল স্টাফরা কী পরীক্ষানিরীক্ষা করতে দিয়েছেন, সেগুলোর ওপর ভিত্তি করে আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করব।’
কবে মাঠে ফিরবেন মেসি, সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারেননি মাশচেরানো। তবে ইন্টার মায়ামি কোচের ধারণা, মেসির এবারের চোট অত গুরুতর নয়। সাংবাদিকদের মাশচেরানো বলেন, ‘হ্যাঁ, তার সঙ্গে আমার কথা হয়েছে। ক্লাব যে বিবৃতি দিয়েছে, সেটা খুবই স্পষ্ট। হালকা চোট এটা। বাজে খবরের মধ্যে এটা ভালো খবর। লিও কবে ফিরতে পারবে, সে ব্যাপারে অনুমান করতে পারছি না। চোট থেকে সে দ্রুত সেরে ওঠে। আমরা তাই দেখব সে কেমন বোধ করে এবং কীভাবে তার উন্নতি হয়।’
ইন্টার মায়ামি সবশেষ ম্যাচ খেলেছে এ সপ্তাহের রোববার চেজ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত লিগস কাপের ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল নেকাক্সা। ম্যাচের ৭ মিনিটের মাথায় দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে যান মেসি। কিন্তু ড্রিবলিং করে নেকাক্সার রক্ষণদুর্গে ঢুকতে গিয়েই ঝামেলায় পড়েন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। তাঁকে আটকাতে নেকাক্সার দুই ফুটবলার রাউল সানচেজ ও আলেক্সিস পেনা এগিয়ে আসেন। সানচেজ-পেনার ট্যাকলেই বক্সের ভেতর পড়ে যান মেসি। এরপর উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মেসি আর পারেননি। ১১ মিনিটে আর্জেন্টাইন ফুটবলারকে মাঠ ছেড়ে চলে যেতে হয়।
মেসির চোটে পড়ার দিনে ইন্টার মায়ামি-নেকাক্সা মূল ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। ম্যাচ টাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলের জয় পায় মায়ামি। লিগস কাপের নিয়ম অনুযায়ী ৯০ মিনিটে জিতলে পায় ৩ পয়েন্ট। যদি মূল ম্যাচ সমতায় থাকার পর ট্রাইব্রেকারে কোনো দল জেতে, তাহলে দলটি পাবে ২ পয়েন্ট। এবারের লিগস কাপে এখন পর্যন্ত ২ ম্যাচে মায়ামির পয়েন্ট ৫। এর আগে ৩১ জুলাই অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছিল মায়ামি।

লিওনেল মেসিকে শঙ্কাটা কাজ করছিল কদিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হলো। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে ইন্টার মায়ামি পাচ্ছে না তাদের পরের ম্যাচে। মাংসপেশির চোটে পড়াতেই এবার মেসি মূলত খেলতে পারবেন না মায়ামির জার্সিতে।
বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় লিগস কাপে মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি-পুমাস উনাম। চেজ স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচ মেসি খেলতে পারবেন না। ইন্টার মায়ামি প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো গতকাল এক সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে এই দুঃসংবাদ দিয়েছেন। মাশচেরানো বলেন, ‘সে অবশ্যই আগামীকালের দল থেকে বাদ। তবে মেডিকেল স্টাফরা কী পরীক্ষানিরীক্ষা করতে দিয়েছেন, সেগুলোর ওপর ভিত্তি করে আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করব।’
কবে মাঠে ফিরবেন মেসি, সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারেননি মাশচেরানো। তবে ইন্টার মায়ামি কোচের ধারণা, মেসির এবারের চোট অত গুরুতর নয়। সাংবাদিকদের মাশচেরানো বলেন, ‘হ্যাঁ, তার সঙ্গে আমার কথা হয়েছে। ক্লাব যে বিবৃতি দিয়েছে, সেটা খুবই স্পষ্ট। হালকা চোট এটা। বাজে খবরের মধ্যে এটা ভালো খবর। লিও কবে ফিরতে পারবে, সে ব্যাপারে অনুমান করতে পারছি না। চোট থেকে সে দ্রুত সেরে ওঠে। আমরা তাই দেখব সে কেমন বোধ করে এবং কীভাবে তার উন্নতি হয়।’
ইন্টার মায়ামি সবশেষ ম্যাচ খেলেছে এ সপ্তাহের রোববার চেজ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত লিগস কাপের ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল নেকাক্সা। ম্যাচের ৭ মিনিটের মাথায় দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে যান মেসি। কিন্তু ড্রিবলিং করে নেকাক্সার রক্ষণদুর্গে ঢুকতে গিয়েই ঝামেলায় পড়েন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। তাঁকে আটকাতে নেকাক্সার দুই ফুটবলার রাউল সানচেজ ও আলেক্সিস পেনা এগিয়ে আসেন। সানচেজ-পেনার ট্যাকলেই বক্সের ভেতর পড়ে যান মেসি। এরপর উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মেসি আর পারেননি। ১১ মিনিটে আর্জেন্টাইন ফুটবলারকে মাঠ ছেড়ে চলে যেতে হয়।
মেসির চোটে পড়ার দিনে ইন্টার মায়ামি-নেকাক্সা মূল ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। ম্যাচ টাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলের জয় পায় মায়ামি। লিগস কাপের নিয়ম অনুযায়ী ৯০ মিনিটে জিতলে পায় ৩ পয়েন্ট। যদি মূল ম্যাচ সমতায় থাকার পর ট্রাইব্রেকারে কোনো দল জেতে, তাহলে দলটি পাবে ২ পয়েন্ট। এবারের লিগস কাপে এখন পর্যন্ত ২ ম্যাচে মায়ামির পয়েন্ট ৫। এর আগে ৩১ জুলাই অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছিল মায়ামি।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে