ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসিকে শঙ্কাটা কাজ করছিল কদিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হলো। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে ইন্টার মায়ামি পাচ্ছে না তাদের পরের ম্যাচে। মাংসপেশির চোটে পড়াতেই এবার মেসি মূলত খেলতে পারবেন না মায়ামির জার্সিতে।
বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় লিগস কাপে মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি-পুমাস উনাম। চেজ স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচ মেসি খেলতে পারবেন না। ইন্টার মায়ামি প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো গতকাল এক সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে এই দুঃসংবাদ দিয়েছেন। মাশচেরানো বলেন, ‘সে অবশ্যই আগামীকালের দল থেকে বাদ। তবে মেডিকেল স্টাফরা কী পরীক্ষানিরীক্ষা করতে দিয়েছেন, সেগুলোর ওপর ভিত্তি করে আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করব।’
কবে মাঠে ফিরবেন মেসি, সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারেননি মাশচেরানো। তবে ইন্টার মায়ামি কোচের ধারণা, মেসির এবারের চোট অত গুরুতর নয়। সাংবাদিকদের মাশচেরানো বলেন, ‘হ্যাঁ, তার সঙ্গে আমার কথা হয়েছে। ক্লাব যে বিবৃতি দিয়েছে, সেটা খুবই স্পষ্ট। হালকা চোট এটা। বাজে খবরের মধ্যে এটা ভালো খবর। লিও কবে ফিরতে পারবে, সে ব্যাপারে অনুমান করতে পারছি না। চোট থেকে সে দ্রুত সেরে ওঠে। আমরা তাই দেখব সে কেমন বোধ করে এবং কীভাবে তার উন্নতি হয়।’
ইন্টার মায়ামি সবশেষ ম্যাচ খেলেছে এ সপ্তাহের রোববার চেজ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত লিগস কাপের ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল নেকাক্সা। ম্যাচের ৭ মিনিটের মাথায় দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে যান মেসি। কিন্তু ড্রিবলিং করে নেকাক্সার রক্ষণদুর্গে ঢুকতে গিয়েই ঝামেলায় পড়েন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। তাঁকে আটকাতে নেকাক্সার দুই ফুটবলার রাউল সানচেজ ও আলেক্সিস পেনা এগিয়ে আসেন। সানচেজ-পেনার ট্যাকলেই বক্সের ভেতর পড়ে যান মেসি। এরপর উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মেসি আর পারেননি। ১১ মিনিটে আর্জেন্টাইন ফুটবলারকে মাঠ ছেড়ে চলে যেতে হয়।
মেসির চোটে পড়ার দিনে ইন্টার মায়ামি-নেকাক্সা মূল ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। ম্যাচ টাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলের জয় পায় মায়ামি। লিগস কাপের নিয়ম অনুযায়ী ৯০ মিনিটে জিতলে পায় ৩ পয়েন্ট। যদি মূল ম্যাচ সমতায় থাকার পর ট্রাইব্রেকারে কোনো দল জেতে, তাহলে দলটি পাবে ২ পয়েন্ট। এবারের লিগস কাপে এখন পর্যন্ত ২ ম্যাচে মায়ামির পয়েন্ট ৫। এর আগে ৩১ জুলাই অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছিল মায়ামি।

লিওনেল মেসিকে শঙ্কাটা কাজ করছিল কদিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হলো। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে ইন্টার মায়ামি পাচ্ছে না তাদের পরের ম্যাচে। মাংসপেশির চোটে পড়াতেই এবার মেসি মূলত খেলতে পারবেন না মায়ামির জার্সিতে।
বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় লিগস কাপে মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি-পুমাস উনাম। চেজ স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচ মেসি খেলতে পারবেন না। ইন্টার মায়ামি প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো গতকাল এক সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে এই দুঃসংবাদ দিয়েছেন। মাশচেরানো বলেন, ‘সে অবশ্যই আগামীকালের দল থেকে বাদ। তবে মেডিকেল স্টাফরা কী পরীক্ষানিরীক্ষা করতে দিয়েছেন, সেগুলোর ওপর ভিত্তি করে আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করব।’
কবে মাঠে ফিরবেন মেসি, সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারেননি মাশচেরানো। তবে ইন্টার মায়ামি কোচের ধারণা, মেসির এবারের চোট অত গুরুতর নয়। সাংবাদিকদের মাশচেরানো বলেন, ‘হ্যাঁ, তার সঙ্গে আমার কথা হয়েছে। ক্লাব যে বিবৃতি দিয়েছে, সেটা খুবই স্পষ্ট। হালকা চোট এটা। বাজে খবরের মধ্যে এটা ভালো খবর। লিও কবে ফিরতে পারবে, সে ব্যাপারে অনুমান করতে পারছি না। চোট থেকে সে দ্রুত সেরে ওঠে। আমরা তাই দেখব সে কেমন বোধ করে এবং কীভাবে তার উন্নতি হয়।’
ইন্টার মায়ামি সবশেষ ম্যাচ খেলেছে এ সপ্তাহের রোববার চেজ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত লিগস কাপের ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল নেকাক্সা। ম্যাচের ৭ মিনিটের মাথায় দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে যান মেসি। কিন্তু ড্রিবলিং করে নেকাক্সার রক্ষণদুর্গে ঢুকতে গিয়েই ঝামেলায় পড়েন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। তাঁকে আটকাতে নেকাক্সার দুই ফুটবলার রাউল সানচেজ ও আলেক্সিস পেনা এগিয়ে আসেন। সানচেজ-পেনার ট্যাকলেই বক্সের ভেতর পড়ে যান মেসি। এরপর উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মেসি আর পারেননি। ১১ মিনিটে আর্জেন্টাইন ফুটবলারকে মাঠ ছেড়ে চলে যেতে হয়।
মেসির চোটে পড়ার দিনে ইন্টার মায়ামি-নেকাক্সা মূল ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। ম্যাচ টাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলের জয় পায় মায়ামি। লিগস কাপের নিয়ম অনুযায়ী ৯০ মিনিটে জিতলে পায় ৩ পয়েন্ট। যদি মূল ম্যাচ সমতায় থাকার পর ট্রাইব্রেকারে কোনো দল জেতে, তাহলে দলটি পাবে ২ পয়েন্ট। এবারের লিগস কাপে এখন পর্যন্ত ২ ম্যাচে মায়ামির পয়েন্ট ৫। এর আগে ৩১ জুলাই অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছিল মায়ামি।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৭ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৮ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৯ ঘণ্টা আগে